তালেবান সরকারের শাসনামলে আফগানিস্তানে নারীদের অধিকার ও নারী ক্রিকেট অবহেলিত। বিষয়ে সোচ্চার বিশ্বের প্রথমসারির বেশ কয়েকটি দেশ। তার মধ্যে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সবচেয়ে এগিয়ে। কারণ, তারা নারী অধিকার হরণ করার অভিযোগে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলা থেকে বিরত থাকছে কিংবা বিরত থাকতে চাপ প্রয়োগ করছে দেশ দুটি।

২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে একই গ্রুপে পড়েছে আফগানিস্তান ও ইংল্যান্ড। এবার ব্রিটেনের ১৬০ জন সাংসদ দাবি তুলেছেন তারা যেন নারীদের অধিকার হরণ করা আফগানিস্তানের মতো একটি দেশের বিপক্ষে না খেলে। বিষয়টি তারা ইতোমধ্যে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) জানিয়েছেন।

তবে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার জানিয়েছেন, আফগানিস্তানের বিপক্ষের ম্যাচ বয়কট করা আসলে সমাধান নয়। তাদের উচিত এই ম্যাচটি খেলা। তিনি এও জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি ইসিবি’র প্রধানদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। 

আরো পড়ুন:

উসমান-বিনুরার আচমকা বাদ পড়া নাকি অন্য কিছু!

তানজিদের ব‌্যাটে হেসে খেলে ঢাকার চিটাগং জয়

বাটলার বলেছেন, ‘‘এটা একটা রাজনৈতিক বিষয়। আর একজন খেলোয়াড় হিসেবে এই বিষয়গুলো আমাদের জানানো হয়। বিশেষজ্ঞরা ভালো জানেন এই সম্পর্কে। সুতরাং আমি চেষ্টা করছি রব কি’র (ইসিবি’র ম্যানেজিং ডিরেক্টর) সঙ্গে আলোচনা করার এবং বিষয়টিকে যারা উপর মহলে আছেন তাদের দেখার অনুরোধ করব। আমি মনে করি না বয়কট কোনো সমাধান।’’

তিনি আরও বলেন, ‘‘একজন খেলোয়াড় হিসেবে আপনি নিশ্চয়ই চাইবেন না রাজনৈতিক পরিস্থিতি খেলার ওপর প্রভাব ফেলুক। আমরা আশা করছি চ্যাম্পিয়নস ট্রফিতে ওই ম্যাচটি আমরা খেলতে পারব এবং ভালো একটি টুর্নামেন্ট পাব।’’

এদিকে ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড জানিয়েছেন, তিনি সর্বাত্মক চেষ্টা করছেন আইসিসির মাধ্যমে বিষয়টির একটি সহজ সমাধান আনার। কারণ, আফগানিস্তান ক্রিকেট দলের এই টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়ে আইসিসির কোনো বিধি-নিষেধ নেই।

চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপপর্বে ইংল্যান্ড রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের সঙ্গে। ২২ ফেব্রুয়ারি লাহোরে গ্রুপপর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। এরপর ২৬ ফেব্রুয়ারি একই ভেন্যুতে তারা খেলবে আফগানিস্তানের বিপক্ষে। আর ০১ মার্চ গ্রুপপর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব ষয়ট

এছাড়াও পড়ুন:

ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা, গৃহবধূকে গাছে বেঁধে রাখলেন এলাকাবাসী

টাঙ্গাইলে প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাসেল নামে এক কিশোর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় এ ঘটনা ঘটে। 

রাসেল (১৫) সদর উপজেলার দরুন এলাকার চান মিয়ার ছেলে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রেমিকা গৃহবধূকে গাছে বেঁধে রাখেন স্থানীয়রা।

স্বর্ণালী নামে স্থানীয় এক নারী জানান, রাসেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এক নারীর। এই নারীর কয়েক বছর আগে বিয়ে হয়েছে। তাঁর স্বামী কলেজের শিক্ষক। তাদের ঘরে একটি ছেলে সন্তান রয়েছে। বুধবার হঠাৎ খবর পাওয়া যায় রাসেল আত্মহত্যা করেছে। তখন মোবাইল ফোন হাতে নিয়ে ওই নারীর সঙ্গে তার কথোপকথনের বিষয়টি জানা যায়। রাসেলের সঙ্গে ওই নারীর ঝগড়া চলছিল মনে হয়। রাসেল আত্মহত্যা করার সময় ওই গৃহবধূর সঙ্গে কথাও বলেছে। আত্মহত্যার বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়। অপরদিকে প্রেমিকা গৃহবধূকে এলাকাবাসী আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে তাঁকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ বলেন, ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ