বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন খেলাফত মজলিসের নেতারা। বুধবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এ বৈঠক হয়। বিএনপি ও খেলাফত মজলিস– দুই দলই দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করাসহ সাত বিষয়ে একমত হয়েছে।

চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে একসময়ের ‘জোটচ্যুত' খেলাফত মজলিসের সঙ্গে বৈঠকে দলটির ৯ সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন। অন্যদিকে, বিএনপি মহাসচিবের সঙ্গে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ছিলেন। তারা প্রায় দুই ঘণ্টা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, ‘যারা দীর্ঘদিন আমাদের আন্দোলনের সঙ্গী ছিল, জোটবদ্ধভাবে আন্দোলন করেছি, যুগপৎ আন্দোলন করেছি এবং ফ্যাসিবাদী সরকারের পতনে ইসলামী দলগুলোর মধ্যে যারা সক্রিয় ছিল– তার মধ্যে খেলাফত মজলিস অন্যতম।’

বিএনপির এই নেতা বলেন, তারা দীর্ঘ সময় ধরে আলোচনা করেছেন। দেশের বিদ্যমান রাজনৈতিক ও আর্থসামাজিক প্রেক্ষাপটে মানুষের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কী করণীয়, এ সম্পর্কে আলোচনা করেছেন। তিনি আরও বলেন, ‘আমরা একসঙ্গে একমত হয়ে আন্দোলন করেছি বহু বছর ধরে। এ আলোচনায় আমাদের মধ্যে তেমন কোনো দ্বিমত নেই, আমরা একমত হয়েছি।’

ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বৈঠকের বিষয়ে এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘তারা (জামায়াত ও ইসলামী আন্দোলন) তাদের রাজনৈতিক বিশ্বাস থেকে যা উচিত মনে করবে, নিশ্চয়ই তা করবে।’

খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের বলেন, ‘সাতটি বিষয়ে আমরা একমত হয়েছি, তা হলো জাতীয় ঐক্য সুসংহত করার জন্য আন্তঃদলীয় সংলাপ অব্যাহত রাখা; দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান; দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে উদ্যোগ নেওয়া; ইসলামী মূল্যবোধ সমুন্নত ও ধর্মীয় সম্প্রীতির রক্ষার জন্য সবাইকে ইতিবাচক ভূমিকা রাখা; পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদ যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে– সে জন্য জাতীয় ঐক্য অটুট রাখা। খুন, গুম, হত্যা, নির্যাতনে জড়িতদের দ্রুত বিচারের ব্যবস্থা করা; আওয়ামী সরকারের সময় আলেম-ওলামা ও নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করা।’

প্রসঙ্গত, ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে ছিল খেলাফত মজলিস। ২০২১ সালে তারা জোট ছেড়ে যায়। জোট ছাড়ার পর এই প্রথম তারা বিএনপির সঙ্গে আনুষ্ঠনিক বৈঠক করল। যদিও গত মাসে খেলাফত মজলিসের সম্মেলনে তারা বিএনপি মহাসচিবসহ নেতাদের আমন্ত্রণ জানিয়েছিল।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ব এনপ র ল ইসল ম

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (২ মার্চ ২০২৫)

চ্যাম্পিয়নস ট্রফিতে আজ মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। যারা জিতবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠবে।

চ্যাম্পিয়নস ট্রফি

ভারত-নিউজিল্যান্ড
বেলা ৩টা, টি স্পোর্টস ও নাগরিক

এফএ কাপ

নিউক্যাসল-ব্রাইটন
সন্ধ্যা ৭-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যান ইউনাইটেড-ফুলহাম
রাত ১০-৩০ মি., সনি স্পোর্টস ২

লা লিগা

বার্সেলোনা-সোসিয়েদাদ
রাত ৯-১৫ মি., জিএক্সআর.ওয়ার্ল্ড

ওসাসুনা-ভ্যালেন্সিয়া
রাত ২টা, জিএক্সআর.ওয়ার্ল্ড

বুন্দেসলিগা

অগসবুর্গ-ফ্রাইবুর্গ
রাত ১০-৩০ মি., সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ

  • আবরার ফাহাদের স্বাধীনতা পদকের ক্যাটাগরি হওয়া উচিত মুক্তিযুদ্ধ: উপদেষ্টা ফারুকী
  • প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ও তাঁর কর্মকাণ্ড নিয়ে বেশির ভাগ মার্কিনের মনোভাব নেতিবাচক: সিএনএনের জরিপ
  • মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ
  • মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫ পাচ্ছেন আবরার ফাহাদ
  • মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হচ্ছেন আবরার ফাহাদ
  • লন্ডন সম্মেলন কি ট্রাম্পের মন জোগাতে পারবে
  • কারিতাসে নিয়োগ, ২৩ বছর হলেই আবেদন
  • আজ টিভিতে যা দেখবেন (৩ মার্চ ২০২৫)
  • যুক্তরাষ্ট্রকে নিয়েই ইউক্রেন যুদ্ধ বন্ধে একমত ইউরোপ
  • আজ টিভিতে যা দেখবেন (২ মার্চ ২০২৫)