সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি
Published: 22nd, January 2025 GMT
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ সদস্যকে হত্যা মামলায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে সাবেক মন্ত্রীকে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক ওমর ফারুক আব্দুল লতিফ বিশ্বাসকে এক দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্ত্র ও গুলি লুট এবং পুলিশ সদস্যদের পিটিয়ে ও কুপিয়ে ১৫ পুলিশকে হত্যা করা হয়।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়। মামলায় এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু, সাধারণ সম্পাদক আজগর আলী, শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুল্লুক চাঁন, বেলকুচি উপজেলার ভাঙ্গবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়ার নাম উল্লেখসহ অজ্ঞাত ৫ থেকে ৬ হাজার জনকে আসামি করা হয়।
গত ৫ জানুয়ারি বেলকুচি পৌরসভার কামারপাড়া এলাকার নিজ বাড়ি থেকে সাবেক প্রাণিসম্পদমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। পরে এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ সদস্যকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে।
ঢাকা/রাসেল/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স র জগঞ জ
এছাড়াও পড়ুন:
ভৈরবে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে গোসল করতে নেমে লামিয়া (১০) ও সামিয়া (১২) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পানিতে ডুবে মারা যাওয়া দুই বোন লামিয়া ও সামিয়া আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের সৌদী প্রবাসী সহিদ মিয়ার মেয়ে।
স্থানীয়দের বরাতে ভৈরব থানার অফিসার ইনচার্জ ফুয়াদ রোহানী জানান, দুই দিন আগে ওই দুই শিশু মায়ের সাথে নানা বাড়ি আগানগর ইউনিয়নের মেঘনা তীরবর্তি চরপাড়া গ্রামে বেড়াতে আসে। বিকেলে অন্য শিশুদের সাথে মেঘনা নদীতে গোসল করতে নামে লামিয়া ও সামিয়া। এক সময় সবার অজান্তে তারা পানিতে তলিয়ে যায়। তারা বাসায় ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে নদীতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ঢাকা/রুমন/টিপু