গত ৩ জানুয়ারি এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন চিটাগং কিংসের উসমান খান। পাকিস্তানি ডানহাতি ওপেনার দলের সাফল্যেরর অন্যতম রূপকার। সেঞ্চুরি বাদে বড় ইনিংস না খেললেও কার্যকরী শুরু এনে দিতেন।

চট্টগ্রামে শেষ চার ম্যাচে অবশ্য রান পাননি। ১০, ০, ১৯ ও ৭ শেষ চার ইনিংসে তার রান। আজ বুধবার (২২ জানুয়ারি, ২০২৫) তাকে দল থেকে বাদ-ই দিয়েছে চিটাগং। কিন্তু সত্যিই কি বাদ নাকি পেছনে অন্য কোনো কিছু আছে? বিপিএলে এখন পর্যন্ত ৮ ম্যাচে তার রান ২৮৫। স্ট্রাইক রেট ১৬৭.

৬৭। দলে সুযোগ পাওয়ার জন্য কী এই রান যথেষ্ট নয়?

তাকে নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়েছে সতীর্থ বিনুরা ফার্নান্দোর আচমকা বাদ পড়া নিয়ে। উসমানের মতো এই ম্যাচেও বিনুরা ছিলেন না। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে এই দুই নিয়মিত ক্রিকেটারের পরিবর্তে সুযোগ দেওয়া হয় জুবাইদ আকবারি ও হোসেনই তালাতকে। প্রথমবার এই দুই ক্রিকেটার নামেন অতি গুরুত্বপূর্ণ ম্যাচে।

আরো পড়ুন:

তানজিদের ব‌্যাটে হেসে খেলে ঢাকার চিটাগং জয়

লক্ষ্য নাগালে রাখল ঢাকা

চিটাগং কিংসের জন্য এই ম্যাচটা ছিল গুরুত্বপূর্ণ। প্লে’অফ নিশ্চিতে তাদের একটি জয়ই যথেষ্ট। সঙ্গে চট্টগ্রাম পর্বে, ঘরের মাঠে দর্শকদের সামনে শেষ ম্যাচ। তাই ম্যাচটাতে ছিল আলাদা গুরুত্ব। কিন্তু হতশ্রী পারফরম্যান্সে ঢাকার কাছে স্রেফ আত্মসমর্পণ করে দলটি।

ম্যাচ চলাকালীন গুঞ্জন ছড়ায়, শ্রীলঙ্কান বিনুরা ফার্নান্দো পারিশ্রমিক নিয়ে জটিলতার কারণে দলের সঙ্গে মাঠেই আসেননি। একই কথা ছড়ায় উসমান খানকে নিয়েও। যদিও বিনুরার পারিশ্রমিক জটিলতার বিষয়টিকে অস্বীকার করেছেন দলের ম্যানেজার লাভলু। 
‘‘না। এরকম কোনো কিছু নয়। আসলে আমাদের নতুন ক্রিকেটার এসেছে, হুসাইন তালাত। আমরা এই কারণেই ওকে (বিনুরা) বদলেছি। আজকে আমাদের ব্যাটিং কিন্তু একটু গভীর রেখেছিলাম। যেহেতু ও (তালাত) অলরাউন্ডার, তাই দলের সমন্বয়ের জন্যই ওকে নেওয়া’’

পারিশ্রমিকের বিষয়ে তার ভাষ্য, ‘‘পারিশ্রমিকের কোনো সমস্যা নেই। ওর (বিনুরা) যে চুক্তি, এর পঞ্চাশ শতাংশ আগেই দিয়েছি। তাই এই পারিশ্রমিকের কারণে ও দলের বাইরে নয়।’’

সংবাদ সম্মেলনে উসমান খানের বিষয়টি উঠেনি। পরবর্তীতে মুঠোফোনে লাভলু বলেছেন, ‘‘কালকে চলে যাবে (পাকিস্তান)। হয়তো কোনো ক্যাম্পে ডাক পেয়েছে। ২৩ তারিখে যাবে। ওদের জায়গায় কাদেরকে খেলাব সেটা দেখার জন্য আজকে খেলানো হয়নি। হুট করেই তো আর খেলানো যায় না। এজন্য বাকিদেরকে আজ খেলানো হয়েছে।’’

উসমান খানের সঙ্গে আলোচনায় ছিলেন পেসার মোহাম্মদ ওয়াসিম। ৬ ম্যাচে ৯ উইকেট নেওয়া ওয়াসিম দলের অনান্যদের তুলনায় একেবারে খারাপ করেননি। বিশেষ করে ডেথ ওভারে রান আটকে রাখার কাজটা করে আসছিলেন তিনি। কিন্তু তাকে শেষ দুই ম্যাচে খেলানো হয়নি।

ম্যানেজারের ভাষ্য অনুযায়ী, উসামন ও ওয়াসিম দুজনই আগামীকাল পাকিস্তান উড়াল দেবেন।

এদিকে পুরো দলের পারিশ্রমিক নিয়ে ম্যানেজার লাভলু বলেছেন, ‘‘সার্বিকভাবে আমাদের দলের দেশি ও বিদেশি, সবারই পারিশ্রমিক হয়েছে। অন্য দলের মতো নয়। আমাদের যথেষ্ট ভালো পরিমাণে দেওয়া হয়েছে। কেউ কেউ দেখা যায় ৭০ শতাংশ পেয়ে গেছে, কেউ ৫০ শতাংশ পেয়েছে, কেউ আবার ৪০-৪৫ শতাংশ আছে। তবে বেশিরভাগ ক্রিকেটার ৫০ শতাংশ পেয়েছে। অল্প সময়ের মধ্যে আমাদের বাকিটাও... আমাদের তো সাত দিনের বিরতি আছে। এর মধ্যে আমরা বাকিগুলোও দিয়ে দেব আশা করি।’’

চট্টগ্রাম/ইয়াসিন/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব প এল উসম ন খ ন র জন য

এছাড়াও পড়ুন:

কী হয়েছিল সৃজিতের, জানালেন চিকিৎসক

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন টালিউডের পরিচালক সৃজিত মুখার্জি। শুক্রবার রাত ১২ টার দিকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আচমকা শ্বাসকষ্ট শুরু হয় সৃজিতের। সেই সঙ্গে বুকে হালকা ব্যথাও অনুভব করছিলেন। এ সময় তাড়াহুড়া করে তাকে হাসপাতালে নেওয়া হয়। ভর্তির রাতেই বেশকিছু পরীক্ষা করানো হয় সৃজিতের।

চিকিৎসকের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসকেরা আস্বস্ত করেছেন, এখন ভালো আছেন সৃজিত। পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল। রক্তে অক্সিজেনের মাত্রা, রক্তচাপ ইত্যাদি নির্ধারিত মাত্রার মধ্যেই রয়েছে। সম্ভবত, ‘প্যানিক অ্যাটাক’-এর কারণের আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এখনও পর্যবেক্ষণে রয়েছেন পরিচালক। তবে ঠিক কতদিন তাকে হাসপাতালে থাকতে হবে, তা এখনও জানা যায়নি।

পহেলা বৈশাখে মুক্তি পেয়েছে সৃজিতের নতুন ছবি ‘কিলবিল সোসাইটি’। ‘হেমলক সোসাইটি’র সিক্যুয়েলে পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসুর অভিনয় ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে। ছবিটি দেখতে দর্শক ভিড় জমাচ্ছেন প্রেক্ষাগৃহে।

বর্তমানে সৃজিতের কাঁধে একাধিক ছবি ও সিরিজ তৈরির দায়িত্ব। শুক্রবারই তিনি জানিয়েছেন, তার পরবর্তী ছবি রানা সরকার প্রযোজিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’।

২০২০ সালে ছবির কথা যৌথভাবে প্রথম ঘোষণা করেছিলেন প্রযোজক-পরিচালক। নানা কারণে সেই ছবির কাজ শুরু হতে চলেছে এ বছর। এতে নামভূমিকায় দেখা যাবে দিব্যজ্যোতি দত্তকে। নটি বিনোদিনীর চরিত্রে থাকবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

সম্পর্কিত নিবন্ধ

  • কী হয়েছিল সৃজিতের, জানালেন চিকিৎসক