বরিশাল নগরে বেড়াতে এসে ইজিবাইকের চাপায় নিহত হয়েছে পঞ্চম শ্রেণির ছাত্রী মোসাম্মত জান্নাত (১১)। বুধবার বেলা ১২টার দিকে বিএম কলেজ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এর প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা বিকাল ৪টা পর্যন্ত সড়ক আটকে বিক্ষোভ করেছেন।

বরিশাল নগরে বেড়াতে এসে ইজিবাইকের চাপায় নিহত হয়েছে পঞ্চম শ্রেণির ছাত্রী মোসাম্মত জান্নাত (১১)। বুধবার বেলা ১২টার দিকে বিএম কলেজ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এর প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা বিকাল ৪টা পর্যন্ত সড়ক আটকে বিক্ষোভ করেছেন। জান্নাত পটুয়াখালীর সদরের ফৌজদার পুল এলাকার নিজাম উদ্দিনের মেয়ে।

জানা গেছে, জান্নাত তার মায়ের সঙ্গে বিএম কলেজ এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। বুধবার দুপুরে চিপস খাওয়ার জন্য সে বাসার বাইরে যায়। সড়ক পার হওয়ার সময়ে একটি ইজিবাইক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করেন।

এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে প্রায় চার ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। বিএম কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শাহাবুদ্দিন বলেন, বেপরোয়া গতির হলুদ অটোরিকশার চালকের কারণে বিএম কলেজের সামনের সড়কে ১০ বছরের শিশু জান্নাতুল মাওয়া ঘটনাস্থলে নিহত হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক ইজিবাইক চালককে গ্রেপ্তারের দাবিতে আমাদের আন্দোলন। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

মিজানুর রহমান বলেন, শিশু নিহতের প্রতিবাদে শিক্ষার্থীরা কিছু দাবি নিয়ে সড়ক অবরোধ করেছিল। পরে শিক্ষকদের সহায়তায় বুঝিয়ে বিকাল ৪টার দিকে সড়ক থেকে শিক্ষার্থীদের সরানো হয়।

উৎস: Samakal

কীওয়ার্ড: বর শ ল সড়ক দ র ঘটন সড়ক অবর ধ কল জ র

এছাড়াও পড়ুন:

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নিতে পারে না: তথ্য উপদেষ্টা 

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ ছাড়া, দেশি-বিদেশি যারা আমাদের সহযোগী ও স্টেকহোল্ডার রয়েছে, তাদের পরামর্শ ছাড়া এ বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নিতে পারে না। জনগণ বারবার বলছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে। আমরা মনে করি, সরকার সবার সঙ্গে পরামর্শ-পর্যালোচনা করেই এ সিদ্ধান্ত নেবে।

বুধবার লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের পূর্ব নারায়ণপুর ইসলামিয়া জুনিয়র দাখিল মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। এর আগে বাড়িতে পৌঁছে মা-বাবাসহ স্বজনদের সঙ্গে দেখা করার পর দাদা-দাদির কবর জিয়ারত করেন।

নির্বাচনের জন্য ডিসেম্বর এবং জুন দুটি টাইমলাইন আছে। এই টাইমলাইনের ভেতরেই  নির্বাচন হয়ে যাবে বলে জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬-এর জুনের মধ্যে নির্বাচন দেবেন। এটি হচ্ছে সংস্কার কতটুকু হবে, কীভাবে হবে, তার ওপর নির্ভর করে। এর ভেতরেই নির্বাচন আমরা সীমিত রাখি। এর বেশি উচ্চাশা সরকারের ভেতর থেকেও নেই। আর এটা নিয়ে ধোঁয়াশারও কিছু নেই যে, কবে নির্বাচন হবে। নির্বাচন দিবে কি, দিবে না। অবশ্যই নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিক।

এ সময় উপস্থিত ছিলেন মাহফুজ আলমের বাবা ও ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লা, জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সংগঠক হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক আরমান হোসেন, মুখপাত্র বায়েজীদ হোসেন ও মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ।
 

সম্পর্কিত নিবন্ধ