স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ফের বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ করে রেখেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

বুধবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে মহাসড়কটি অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

এর আগে, মঙ্গলবার (২৩ জানুয়ারি) প্রায় ৫ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহনের চালকরা।

গত ১৮ নভেম্বর ও ১৮ ডিসেম্বর শিক্ষার্থীরা মানববন্ধন, সড়ক অবরোধ, স্মারকলিপি প্রদানের মাধ্যমে আন্দোলন চালিয়ে গেলেও প্রশাসনের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করেন। কিন্তু দীর্ঘদিনেও আশানুরূপ সিদ্ধান্ত না আসায় এবার শিক্ষার্থীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।

আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, “প্রশাসন বারবার শুধু আমাদের আশ্বাসই জানিয়ে আসছে। স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার বিষয়ে দৃষ্টিগত এখনো কিছু করতে পারেনি। উপরন্তু হল না থাকায় আবাসন সংকটের পাশাপাশি মহিলা কলেজ ও কমিউনিটি সেন্টারে ক্লাস চলায় আমরা একাডেমিকভাবেও ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমাদের শ্রেণিকক্ষ সংকট।”

এনিয়ে, কথা বলার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সংবাদ সম্মেলন আহ্বান করে। পরে তা স্থগিত করা হয়। কিন্তু কি কারণের স্থগিতা করা হয়েছে তা জানায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ছাত্রসমাজ। এতে শাহজাদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বুধবার (২২ জানুয়ারী) সকালে শাহজাদপুরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে উপজেলা ভবনের সামনে এসে মানববন্ধন করেন তারা।

২০১৫ সালের ৮ মে বিশ্বকবির ১৫৪তম জন্মবার্ষিকীতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী। ১১ মে মন্ত্রী সভার বৈঠকে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ আইন, ২০১৫’-এর খসড়া অনুমোদন পাওয়ার পর ২০১৭ সালের ২৬ জুলাই সংসদে পাস হয় ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন’। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাবির আইন বিভাগের অধ্যাপক ড.

এস এম হাসান তালুকদার।

ঢাকা/হাবিবুর/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক অবর ধ

এছাড়াও পড়ুন:

প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ, স্কুলে তালা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না এসি বোস ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান অরুণের পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ ও স্কুলগেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে ওই স্কুলের শিক্ষার্থীরা।

বুধবার সকালে স্কুলের সামনে মানববন্ধন শেষে বোয়ালমারী-মহম্মদপুর সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা একই সঙ্গে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিয়ে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে দুপুরে সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের অভিযোগ শুনে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে আড়াই ঘণ্টা পর সড়ক অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। 

ময়না এসি বোস ইনস্টিটিউশনের দশম শ্রেণির ছাত্র সজীবসহ একাধিক শিক্ষার্থী জানায়, প্রধান শিক্ষক নিয়মিত স্কুলে আসেন না। প্রতিদিন মাত্র দুটি করে ক্লাস হয়। তিনি যোগদান করার পর স্কুলে এক টাকারও উন্নয়নকাজ হয়নি। প্রধান শিক্ষক স্কুলের পুরাতন ভবন বিক্রি করার কারণে শ্রেণিকক্ষ সংকটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ল্যাবের ক্লাস স্কুলমাঠে রোদে বসে করতে হয়।

অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান অরুণ বলেন, বানোয়াট অভিযোগ দিয়ে তাঁকে ফাঁসানোর চেষ্টা চলছে। 

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন বলেন, এর আগে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ইউএনওর কাছের একটি অভিযোগ পড়েছিল। একাডেমিক সুপারভাইজার সেটি তদন্ত করছেন। তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউএনও তানভীর হাসান চৌধুরী বলেন, শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধনে খবর পেয়ে এসিল্যান্ডকে ঘটনাস্থলে পাঠিয়ে শিক্ষার্থীদের শান্ত করে ক্লাসে ফিরিয়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সব অভিযোগ তিনি শুনেছেন। তদন্ত সাপেক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • থানার পাশে অবৈধ বালুমহাল, ওসির প্রত্যাহার চাইলেন বিএনপি নেতা
  • রেজিস্ট্রারের অসদাচরণের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ
  • মালয়েশিয়াসহ সব শ্রমবাজার দ্রুত খোলার দাবি জানাল বায়রা
  • ফেনীতে একাধিক সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ
  • রাতে বালুর ট্রাকের টাকা গুনে নিচ্ছে পুলিশ
  • কাশ্মীর রেজিস্ট্যান্স-কালো সোনা-জলবায়ুবান্ধব অ্যাপার্টমেন্ট কী, জেনে নিন বিস্তারিত
  • মাসুদ উদ্দিনের বিরুদ্ধে অর্থ পাচারের প্রমাণ মিলেছে
  • প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ, স্কুলে তালা
  • ৬ পুলিশ কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন
  • ৬ পুলিশ কর্মকর্তাসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন