কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় সচেতন নাগরিক কমিটির (সনাক) জেলা সভাপতি ম. ম. জুয়েলকে আসামি করায় উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে জুয়েলকে অহেতুক হয়রানি না করার আহ্বান জানায় সংস্থাটি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত তহমুল ইসলাম মাজহারুল নামে এক ব্যক্তি গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন। এতে ১২৪ আসামির মধ্যে টিআইবির দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে গঠিত সনাকের কিশোরগঞ্জ জেলা সভাপতি ম.

ম. জুয়েলের নামও দেওয়া হয়েছে।

এটি জুলাই অভ্যুত্থান নিয়ে সারাদেশে বিভিন্ন মামলায় যথেচ্ছ আসামি করার প্রবণতার নজির উল্লেখ করে টিআইবি বলেছে, এ ধরনের মামলা একদিকে যেমন ছাত্র-জনতার ওপর সংঘটিত নজিরবিহীন সহিংসতার জন্য প্রকৃত দায়ীদের জবাবদিহির সম্ভাবনাকে দুর্বল করছে, অন্যদিকে নিরপরাধ অনেকের জন্য নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে। বিচার প্রক্রিয়া সম্পর্কে দেশ-বিদেশে আস্থা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার ঝুঁকিও তৈরি করছে। মাজহারুলের মামলায় সাবেক রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকেও আসামি করা হয়েছে। তবে তাদের মধ্যে সনাকের জেলা সভাপতির নাম দেখে স্থানীয় একাধিক ব্যক্তি অবাক হয়েছেন বলে জানিয়েছেন। 

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সমকালকে বলেন, প্রতিটি মামলাই যাচাই-বাছাই হচ্ছে। যারা প্রকৃত দায়ী, কেবল তাদের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না। জুয়েলের বিষয়টিও যাচাই করা হবে।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: ট আইব ক শ রগঞ জ ট আইব

এছাড়াও পড়ুন:

আলাবার ব্যর্থতার রাতে জয়ের নায়ক রুডিগার, ফাইনালে রিয়াল মাদ্রিদ

কোপা দেল রে সেমি-ফাইনালের ফিরতি লেগের আসর বসেছিল রিয়াল মাদ্রিদের হোম ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যুতে। নিজেদের ঘরের মাঠে পরাজয় মেনে নেওয়াটা যতটা না কষ্টের তারচেয়ে বেশি যেন লজ্জার। মঙ্গলবার রাতের রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ফাইনাল নির্ধারণী ওই ম্যাচে ডেভিড আলাবার ভুলের প্রায়শ্চিত্তই যেন করতে হচ্ছিল কার্লো আনচেলত্তির শিষ্যদের।

কিন্তু দলটা যখন কামব্যাকের গল্প লিখতেই সিদ্ধহস্ত তখন ফলাফলটা অজানা নয়। অ্যান্টনিও রুডিগারের ঝলকে শেষ হাসি হাসে রিয়াল মাদ্রিদ। কোপা দেল রের ফাইনালের মঞ্চে জায়গা করে নিল কার্লো আনচেলত্তির দল। তবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ডিফেন্সের দুর্বলতা।

বিস্তারিত আসছে...

সম্পর্কিত নিবন্ধ