মেডিকেলে চান্স পেয়েও ভর্তি অনিশ্চিত ইমার
Published: 22nd, January 2025 GMT
চলতি শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ফরিদপুরের মেয়ে ইমা আক্তার। তার মেধাক্রম ২০০৩। তবে ভর্তির টাকা যোগাড় নিয়ে পড়েছেন অনিশ্চয়তায়। অভাবের সংসারে মেয়ে সুখের উপলক্ষ্য এনে দিলেও মা-বাবার কপালে পড়েছে চিন্তার ভাঁজ। বুধবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া গ্রামের বাসিন্দা ইমা আক্তারের পরিবারের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের।
এ সময় ইমা বলেন, যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিলাম; বাড়ির সবার কষ্টের কথা শুনতাম। একবার আম্মুর চোখে সমস্যা ধরা পড়ে; ওষুধ লাগবে কিন্তু কেনা অর্থ নেই। এমন আরও গল্প আছে। ওই কষ্টের দিনগুলোতে তখন মনে মনে সংকল্প করি, মেডিকেলে চান্স পেতেই হবে। পড়াশোনা করেছি আর আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করেছি। মহান আল্লাহ আমাকে সাহায্য করেছেন। ইমা জানান, আগামী ২-৮ ফেব্রুয়ারির মধ্যে মেডিকেল ভর্তি হতে হবে। কিন্তু ভর্তির টাকা এখনো যোগাড় হয়নি।
ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া গ্রামের মেয়ে ইমা। তার বাবা বিল্লাল শেখ মুদি দোকানী এবং মা দোলেনা বেগম গৃহিণী। পরিবারের বড় সন্তান ইমা। তার ছোট দুই বোনের একজন নুসরাত জামিলা ষষ্ঠ শেণির ছাত্রী এবং অন্যজন তাইবা আক্তার মাদ্রাসাছাত্রী।
ইমার বাবা বিল্লাহ শেখ বলেন, আমি আগে বাসচালক ছিলাম, এখন ছোট্ট একটা মুদি দোকান করি। এ থেকে যে আয় হতো তা দিয়ে মেয়েদের লেখাপড়ার খরচ যুগিয়েছি। অনেক কষ্টে ইমাকে এ পর্যন্ত এনেছি। মেয়েটা ছোটবেলা থেকেই মেধাবী। ওর নানা বলতো ইমা একদিন বড় ডাক্তার হবে, সে গরীব মানুষের সেবা করবে। আমারও বড় আশা মেয়েকে ডাক্তার বানাবো।
ইমার মা দোলেনা বেগম প্যারালাইসিস রোগী। তিনি বলেন, পরিবারে খোরপোষের চাহিদা মেটাতেই হিমশিম খেতে হয়। মেয়ের পড়াশোনার খরচ কীভাবে যোগাড় করবো তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছি।
ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইকরাম আলী ফকির বলেন, ইমা আক্তার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে পাশ করেছিল। সে খুবই ভদ্র ও মেধাবী শিক্ষার্থী। এ বছর মেডিকেলে চান্স পাওয়ায় আমাদের স্কুলের পক্ষ থেকে তার জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। সে যেন একজন ভালো ডাক্তার এবং মানুষ হিসেবে মানুষের সেবা করতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আমার শুনেছি ইমা দরিদ্র পরিবার থেকে এসেছে। আমরা চেষ্টা করবো তার ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হতে। এছাড়াও তার পারিবারিক ও পড়াশোনার ক্ষেত্রে আর্থিক সহযোগিতায় পাশে দাঁড়াবে উপজেলা প্রশাসন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: পর ব র
এছাড়াও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অটোরিকশায় বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
সোমবার (৩১ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার সোনারামপুর এলাকায় রাজমনি হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান বলেন, ‘‘বিকেলে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশায় থাকা একজন নিহত ও তিনজন আহত হন।’’
আরো পড়ুন:
ঈদের দিন ঘুরতে বেরিয়ে প্রাণ গেল বাবা-মেয়ের
‘ঈদযাত্রায় এবারের মতো স্বস্তি আর কখনো পাইনি’
‘‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে ও আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’’- যোগ করেন তিনি।
ঢাকা/রুবেল/রাজীব