ঠিকাদারির দ্বন্দ্বে বিএনপির দু’পক্ষে দুই দফা সংঘর্ষ
Published: 22nd, January 2025 GMT
নোয়াখালীতে ঠিকাদারির দ্বন্দ্বে বিএনপির এক পক্ষের ওপর দুই দফায় হামলা চালিয়েছে অপর পক্ষের নেতা-কর্মীরা। মঙ্গলবার রাতে শহরের কাজী কলোনিতে প্রথম দফায় হামলা হয়। এর প্রতিবাদে আজ বুধবার প্রেস ক্লাব চত্বরে আয়োজিত সমাবেশেও হামলা হয়। দুই দফার হামলায় তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেকে ভর্তি মো.
আবদুল করিম মুক্তার ভাষ্য, ঠিকাদারি কাজের মাটির প্রয়োজনে সোমবার সকালে তার লোকজন কাজী কলোনির একটি পুকুর সেচতে যায়। এ সময় পৌর বিএনপির সভাপতি আবু নাসেরের অনুসারী ইনু, যুবদল নেতা জুয়েল ও ছাত্রদলের ওয়াসিমসহ ৫-৬ জন ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই ব্যক্তিরা চলে যান। তারা বিকেল ৩টার দিকে এসে তারা সেচ মেশিনটি নিয়ে যায়। তাদের সঙ্গে সমঝোতার পর মঙ্গলবার ওই সেচ মেশিনটি নিয়ে আসেন মুক্তা।
এ ঘটনার জেরে মঙ্গলবার রাত ৯টার দিকে পৌর বিএনপির সভাপতি আবু নাসেরের নেতৃত্বে ৬০-৭০ জন লোক এক্সকাভেটর চালক ও মাটি বহনকারী পিকআপ চালককে মারধর করে ও ভাঙচুর চালায়। এতে বাধা দিতে গেলে মুক্তার লোকজনের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত তিনজন আহত হন। তাদের উদ্ধার করে শুরুতে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে হামলায় মুক্তার অনুসারী রুবেল হোসেনকে গুরুতর অবস্থায় ঢামেক হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মঙ্গলবার রাতেই নোয়াখালীর পুলিশ সুপার ও স্থানীয় সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দেন মুক্তা।
এদিকে হামলার প্রতিবাদে বুধবার দুপুর একটার দিকে নোয়াখালী প্রেস ক্লাব চত্বরে মানববন্ধনের আয়োজন করেন আবদুল করিম মুক্তা। তিনি বক্তব্য দেওয়ার সময় ৪০-৫০ জন যুবক এসে অতর্কিতে ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এ সময় উপস্থিত সাংবাদিকরা আত্মরক্ষায় প্রেস ক্লাবে ঢুকে পড়লে তাদের ওপরও ইট-পাটকেল ছোড়া হয়। সংবাদ পেয়ে সুধারাম মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) ঘটনাস্থল পরিদর্শন করে।
এসব অভিযোগ অস্বীকার করে পৌর বিএনপির সভাপতি আবু নাসের বলেন, ‘এই ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে আবদুল করিম মুক্তা মিথ্যাচার করছেন। যতটুক শুনেছি, মাটি ভরাটের কাজ নিয়ে হরিনারায়ণপুর মহল্লার ছেলেদের সঙ্গে ঝামেলা হয়েছে।’
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিনও শুনেছেন, ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষ হয়েছে। তবে এটা দলীয় কোনো ঘটনা নয় বলে মনে করেন তিনি।
নোয়াখালীর সুধারাম মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম বলেন, বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে বুধবার দুপুরে নোয়াখালী প্রেস ক্লাব চত্বরে মানববন্ধনকে কেন্দ্র করে সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এই ঘটনায়ও লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ স ঘর ষ ব এনপ র স স ঘর ষ
এছাড়াও পড়ুন:
সাতকানিয়ায় ‘ডাকাত সন্দেহে’ গণপিটুনিতে নিহত ২, গুলিবিদ্ধ ৪ বাসিন্দা
চট্টগ্রামের সাতকানিয়ায় ‘ডাকাত সন্দেহে’ গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। এর আগে ওই যুবকদের গুলিতে স্থানীয় চার বাসিন্দা আহত হন। সোমবার রাতে সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের ছনখোলা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকদের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি পুলিশ। গুলিবিদ্দ স্থানীয় চার বাসিন্দা হলেন ওবায়দুল হক (২২), মামুনুর রশিদ (৪৫), নাসির উদ্দিন (৩৮) ও আব্বাস উদ্দিন (৩৮)। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, আটটি গুলির খোসা এবং একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাত সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে চারটি সিএনজিচালিত অটোরিকশায় করে একদল যুবক ছনখোলা পশ্চিমপাড়া এলাকায় গিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকেন। এ সময় স্থানীয় মসজিদে ডাকাত পড়েছে এমন প্রচারের পর লোকজন জড়ো হয়ে অটোরিকশায় করে আসা দুই যুবককে আটক করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন।
এক যুবকের লাশের পাশ থেকে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। দুই যুবককে আটকের আগে গুলির ঘটনায় আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দলসহ সাতকানিয়া থানা পুলিশের সদস্যরা।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ডাকাত সন্দেহে মসজিদের মাইকে প্রচারের পর স্থানীয় বাসিন্দাদের পিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। এখনো ওই দুই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।