চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের শূন্যরেখার ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না, দুই দেশের কোনো মিডিয়া সীমান্ত সম্পর্কিত অপপ্রচার ছড়াতে পারবে না, সীমান্তের যে কোনো সমস্যা বিজিবি-বিএসএফের মধ্যে সমন্বিতভাবে সমাধান করা হবে ও দুদেশের নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান বন্ধ থাকবে।

আজ বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে সেক্টর কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর নেতৃত্ব দেন রাজশাহী বিভাগের সেক্টর কমান্ডার কর্নেল মো.

ইমরান ইবনে এ রউফ এবং ভারতের বিএসএফের নেতৃত্ব দেন মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম। এ সময়  মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিএসএফ ১১৯ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান,  সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক শেষ হয়েছে।বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে তা উভয় দেশ মেনে চলতে একমত হয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: চ প ইনব বগঞ জ ব এসএফ ব এসএফ

এছাড়াও পড়ুন:

‘মাধবপুরের ২ কৃষককে ভারতে নির্যাতন’, ফেরত এনেছে বিজিবি

হবিগঞ্জ জেলার মাধবপুরের দুই কৃষককে ভারতে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। 

মাধবপুর সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় রবিবার (২০ এপ্রিল) সকালে ঘটনাটি ঘটে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের দেশে ফিরিয়ে আনে বিজিবি।

ভিডিওতে দেখা যায়, ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সামনেই কিছু লোক বাংলাদেশি দুই কৃষককে মারধর করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পিকআপ ভ্যানে ওঠানোর সময়ও তাদের মারধর করা হয়।

আরো পড়ুন:

উলুখালীতে বাংলাদেশি জেলেদের ওপর বিএসএফের ‘হামলা’

আরাকান আর্মির কবল থেকে ফিরলেন ৫৫ জেলে

ভারতে নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন- মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের আব্দুল আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৫৩) ও একই গ্রামের ফরিদ মিয়ার ছেলে জামাল মিয়া (৫৪)। 

জানা গেছে, পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা হরিণখোলা সীমান্ত ফাঁড়ি বিজিবি সদস্যদের কাছে রবিবার বিকেল পৌনে ৬টার দিকে আটক তোফাজ্জল হোসেন ও জামাল মিয়াকে হস্তান্তর করে। সীমান্তের মেইন পিলার ১৯৮৮ যার জিআর ৪১৭৫৭৮ মানচিত্র ৭৮পি/৮ শূন্য লাইনে বিএসএফ ও বিজিবি সদস্যদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় হবিগঞ্জ ব্যাটালিয়ান ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল আহমেদ জানান, পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক তোফাজ্জল হোসেন ও জামাল মিয়াকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। 

মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) কবির হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশে অভিযোগে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা/মামুন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • ক্ষুদ্র উদ্যোগে সুযোগের বৈষম্য দূর করতে হবে
  • অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির অন্যতম চালিকা শক্তি হতে পারে ক্ষুদ্র উদ্যোগের বিকাশ
  • ভারতে মারধরের শিকার দুই বাংলাদেশিকে ফেরত, দেশে ফিরে কারাগারে
  • ভারত সীমান্তে মারধরের শিকার দুই কৃষককে ফেরত দিল বিএসএফ, দেশে ফিরে কারাগারে
  • ‘মাধবপুরের ২ কৃষককে ভারতে নির্যাতন’, ফেরত এনেছে বিজিবি
  • দুই বাংলাদেশিকে ভারতে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল