নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ‘আমরা জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বেশি ভাবছি। প্রধান উপদেষ্টা ২০২৫ সালের শেষে অথবা ২০২৬ সালের প্রথম দিকে সংসদ নির্বাচনের একটি ধারণা দিযেছেন। নির্বাচন কমিশন সেভাবেই কাজ করে যাচ্ছে।’ 

ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষ্যে বুধবার বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে নির্বাচন কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার আরও বলেন, ‘সুষ্ঠু সুন্দর নির্বাচন নিয়ে আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ। এতদিন ভোট সম্পর্কে মানুষের মাঝে অনীহা ছিল। গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন ছিল। আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আর আমরা সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।’

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রম চলছে। এখানে নতুন ভোটারদের সংযুক্ত করার পাশাপাশি মৃতদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। ভুয়া ভোটারের বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি রোহিঙ্গাসহ ভিনদেশি নাগরিক যাতে ভোটার না হতে পারে সে ব্যবস্থা নেওয়া হবে।  

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.

আনিছুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা ও বরিশাল জেলার সকল উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

পুলিশের সাব-ইন্সপেক্টর পদের চূড়ান্ত ফল প্রকাশ, নির্বাচিত ৫৯৯

পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদের ‍নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ-২০২৫ এ অনুষ্ঠিত লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল আজ রোববার (২৭ এপ্রিল) প্রকাশ করা হয়। পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে ফলাফল প্রকাশের কথা বলা হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ-২০২৫ এ নিয়োগের লক্ষ্যে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার (Aptitude Test and Viva-voce) ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ৫৯৯ জন। এ ছাড়াও মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটায় সুপারিশকৃত প্রার্থী হলেন ৩০ জন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় সুপারিশকৃত প্রার্থী ২ জন এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় সুপারিশকৃত প্রার্থী ১ জন। মোট সুপারিশপ্রাপ্ত হলেন ৫৯৯ জন।  

সাব-ইন্সপেক্টর পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ, নির্বাচিত ৫৯৯ জন.pdfডাউনলোডআরও পড়ুন৪৮তম বিসিএসে দুই হাজার চিকিৎসকের বিজ্ঞপ্তি শিগগিরই, দ্রুত নিয়োগ ৯ ঘণ্টা আগে

উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরীক্ষার বিস্তারিত সময়সূচী যথাসময়ে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট (www.police.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড হতে প্রার্থীর নির্দিষ্ট মোবাইল নম্বরে এসএমএসের জানানো হবে।

আরও পড়ুনবেসরকারি ব্যাংক নেবে অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার, বেতন ৩০,০০০ টাকা২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • বটগাছ প্রতীক ফেরত চায় খেলাফত আন্দোলনের কাশেমী অংশ
  • সহজ হলো হজ রোমিং সুবিধা
  • পরিবেশ নিয়ে যাঁরা কাজ করতে চান, তাঁদের জন্য সুযোগ
  • মানুষ চায় দ্রুত একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন: সালাউদ্দিন টুকু
  • বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এমবিএ সুযোগ, বাংলা মাধ্যমে
  • ডেসকোর ৯ মাসে লোকসান কমেছে ৭০.৯২ শতাংশ
  • পুলিশের সাব-ইন্সপেক্টর পদের চূড়ান্ত ফল প্রকাশ, নির্বাচিত ৫৯৯
  • ডাকসু নির্বাচন ৩ মাসের মধ্যে হলে গ্রহণযোগ্য হবে, মত বেশিরভাগ শিক্ষার্থীর
  • হাছান মাহমুদকে ‘পেটাতে’ চাইলেন আ.লীগ নেতা
  • সাবেক মন্ত্রী হাছান মাহমুদকে ‘পেটাতে’ চাইলেন আ.লীগ নেতা