নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ‘আমরা জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বেশি ভাবছি। প্রধান উপদেষ্টা ২০২৫ সালের শেষে অথবা ২০২৬ সালের প্রথম দিকে সংসদ নির্বাচনের একটি ধারণা দিযেছেন। নির্বাচন কমিশন সেভাবেই কাজ করে যাচ্ছে।’ 

ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষ্যে বুধবার বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে নির্বাচন কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার আরও বলেন, ‘সুষ্ঠু সুন্দর নির্বাচন নিয়ে আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ। এতদিন ভোট সম্পর্কে মানুষের মাঝে অনীহা ছিল। গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন ছিল। আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আর আমরা সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।’

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রম চলছে। এখানে নতুন ভোটারদের সংযুক্ত করার পাশাপাশি মৃতদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। ভুয়া ভোটারের বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি রোহিঙ্গাসহ ভিনদেশি নাগরিক যাতে ভোটার না হতে পারে সে ব্যবস্থা নেওয়া হবে।  

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.

আনিছুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা ও বরিশাল জেলার সকল উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কারিতাসে নিয়োগ, ২৩ বছর হলেই আবেদন

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কমিউনিটি ফ্যাসিলিটেটর পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করা যাবে ৮ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আরও পড়ুনবিডার সংশোধিত নিয়োগে পদ বেড়ে ১০৮, আবেদন শুরু ৪ মার্চ২ ঘণ্টা আগে

আবেদনের যোগ্যতা: কমিউনিটি ফ্যাসিলিটেটর পদে আবেদনকারী প্রার্থীকে স্নাতক পাস হতে হবে। বয়স হতে হবে ২৩ থেকে ৪০ বছর, ৩১/১/২০২৫ সালে। অভিজ্ঞ প্রার্থীর জন্য বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। শহরের শ্রমজীবী/শ্রমিক পথশিশুদের সঙ্গে কাজের অভিজ্ঞতা। কম্পিউটারে এমএস ওয়ার্ড ও এক্সেল (বাংলা ও ইংরেজি) ফরম্যাট জানা।
কর্মস্থল: কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম আঞ্চলিক অফিসের আওতাধীন শহরের সিটি করপোরেশন এলাকা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
বেতন: ১৯,০০০ টাকা (মাসিক)। বছরে মাসিক বেতনের অর্ধেক দুটি বোনাস।
কমিউনিটি ফ্যাসিলিটেটর পদের উল্লেখযোগ্য দায়িত্বের মধ্য আছে—শহরে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের সঙ্গে যুক্ত শিশুর পরিবার পরিদর্শন ও তালিকা প্রস্তুত করা; শিশুশ্রমিকদের প্রাতিষ্ঠানিক ও ভোকেশনাল শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করা এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ও বিভিন্ন ডেটা সংগ্রহ ও তা যথাযথভাবে সংরক্ষণ করা ইত্যাদি।

আরও পড়ুনআজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে০২ মার্চ ২০২৫

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও আবেদনের বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুনকারিগরি শিক্ষা অধিদপ্তরে বিশাল নিয়োগ, সংশোধিত পদ ৭৫১০১ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • আবরার ফাহাদের স্বাধীনতা পদকের ক্যাটাগরি হওয়া উচিত মুক্তিযুদ্ধ: উপদেষ্টা ফারুকী
  • মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ
  • মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫ পাচ্ছেন আবরার ফাহাদ
  • মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হচ্ছেন আবরার ফাহাদ
  • কারিতাসে নিয়োগ, ২৩ বছর হলেই আবেদন
  • বিডার সংশোধিত নিয়োগে পদ বেড়ে ১০৮, আবেদন শুরু ৪ মার্চ
  • সংবিধান সংস্কার কমিশনের অপ্রয়োজনীয় প্রস্তাব
  • ৩০ জুনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে: ইসি আবুল ফজল
  • ভোটসন্ত্রাস ব্যক্তি-দল কারও জন্য ভালো নয়: সিইসি
  • সবাই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়: সিইসি