সাবেক দুই উপাচার্যের অনিয়ম-দুর্নীতির তদন্ত ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে অনড় সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায়ে অ্যাকাডেমিক ভবনসমূহে তালা লাগিয়ে দিয়েছে তারা। পাশাপাশি দ্বিতীয় দিনের মত বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরবাড়ি বগুড়া মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

আন্দোলনকারী জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনসহ কর্মসূচি চালিয়ে যাবেন তারা।

সংগীত বিভাগের আন্দোলনকারী শিক্ষার্থী আব্দুল মমিন বলেন, গত সাড়ে নয় বছর আগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব প্রায় ১২০০ একর জায়গায় ক্যাম্পাস প্রতিষ্ঠা করার কথা থাকলেও অধিকাংশ জমি এখনো উদ্ধার হয়নি। বারবার বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন প্রকল্প পরিকল্পনায় কাটছাঁট করা হয়। স্থায়ী ক্যাম্পাস নির্মাণ তো দূরের কথা স্থানীয় কয়েকটি কলেজের ভবনেই শিক্ষার্থীদের পাঠদান চলছে।

এই শিক্ষার্থী অভিযোগ করে বলেন, প্রতিবছর ভবন ভাড়া দেখিয়ে কোটি কোটি টাকা শিক্ষার্থীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে। সাবেক দুই বিদায়ী উপাচার্যের মাধ্যমে নিয়োগ-বাণিজ্য ও অনিয়ম-দুর্নীতির কারণে গত সাড়ে নয় বছরেও নিজস্ব ক্যাম্পাস নির্মাণ করা হয়নি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও সরকারের মাধ্যমে আমাদের দাবি পূরণ করা না হলে আমরা রাজপথ কোনভাবেই ছাড়ছি না, যোগ করেন তিনি।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সমুদ্র ইসলাম, বাংলা বিভাগের আবিদ, সমাজবিজ্ঞান বিভাগের রিদয় সরকার, সংগীত বিভাগের শিক্ষার্থী হাবিব সরকার প্রমুখ এ সময় বক্তব্য রাখেন। 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক দিলীপ কান্তি বড়ুয়া বুধবার বিকেলে বলেন, স্থায়ী ক্যাম্পাস নির্মাণে শিক্ষার্থীদের দাবি পুরোপুরি যৌক্তিক। বর্তমানে পরীক্ষা কার্যক্রম চললেও শিক্ষার্থীরা পাঠদান কার্যক্রম বন্ধ ও ক্লাসে তালা মেরে আন্দোলন করছে। আমরাও তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সরকারিভাবে খুব শীঘ্রই হয়তো এ বিষয়ে পদক্ষেপ নিবেন সংশ্লিষ্টরা। তাদের সাথে আলোচনা চলছে। শিক্ষার্থীরা ক্লাসমুখী হবে কিনা আজকে দিনের মধ্যেই আমাদেরকে বিষয়টি জানানোর কথা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক অবর ধ স র জগঞ জ সরক র

এছাড়াও পড়ুন:

ইফতার করতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাঁচবিবিতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব গোলাম নাছির (বিপ্লব) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আজ সোমবার বিকেলে ইফতার করতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার ফিচকারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত গোলাম নাছির পাঁচবিবি উপজেলার মধ্য মালঞ্চ গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক দলনেতা গোলাম নাছির পারিবারিক কাজে সোমবার পাঁচবিবি উপজেলা সদরে এসেছিলেন। তিনি ইফতার করতে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন। ইফতারের আগে ফিচকার ঘাট এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা সড়কে ঘোরানোর সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে গোলাম নাছির মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাঁকে জয়পুরহাট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম সোমবার রাত সোয়া দশটায় প্রথম আলোকে বলেন, ইফতার করতে বাড়িতে যাওয়ার সময় পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ