সাত দিনের জন্য মহাশূন্যে গিয়ে সাত মাসের জন্য আটকে গেলেন যে নভোচারী
Published: 22nd, January 2025 GMT
মাত্র এক সপ্তাহের এক অভিযানে পরিকল্পনা নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নভোচারী সুনীতা 'সুনি' উইলিয়ামস। বিভিন্ন যান্ত্রিক ত্রুটির ফেরে সেই এক সপ্তাহের সফর এসে ঠেকেছে সাত মাসে- এবং এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না কবে বাড়ি ফিরতে পারবেন ৫৯ বছর বয়সী সুনীতা।
সুনীতা বেশ পোড় খাওয়া একজন নভোচারী। এ পর্যন্ত তিনবার মহাকাশযাত্রা করেছেন তিনি, এবং এসব যাত্রায় বেশকিছু রেকর্ডও ভেঙ্গেছেন।
যুক্তরাষ্ট্রের নেভাল একাডেমি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত পাইলট সুনীতা বিভিন্ন মিশনে অংশ নিয়েছেন। ১৯৯৮ সালে তিনি নভোচারীর প্রশিক্ষণ নিতে শুরু করেন। মহাকাশে তার প্রথম অভিযান ছিল ২০০৬ সালে। সে সময়ে স্পেশ শাটল ডিসকভারিতে মোট ১৯৫ দিন কাটিয়েছেন তিনি, আর চারবার স্পেসওয়াকে গিয়ে মহাকাশযানের বাইরে মোট ২৯ ঘন্টা কাটান। একজন নারী নভোচারী হিসেবে এ দুটি কাজ করে রেকর্ড গড়েন তিনি।
২০১২ সালে আবারও মহাকাশযাত্রা করেন সুনীতা। এবার তিনি সয়ুজ টিএমএ-০৫এম এর ক্রু হিসেবে গেলেন। এ যাত্রায় তিনবার স্পেসওয়াক করেন তিনি, যাতে মোট সময় লাগে ২১ ঘন্টা। এবার তিনি প্রায় ১২৭ দিন মহাকাশে কাটান।
সুনীতার পরবর্তী মহাকাশযাত্রা ছিল গতবছর জুনের ৫ তারিখ। বোয়িং কোম্পানির স্টারলাইনার মহাকাশযানে করে তিনি এবং সহকর্মী নভোচারী ব্যারি উইলমোর যাত্রা করেন ইন্টারন্যাশলান স্পেস স্টেশন অভিমুখে। পরিকল্পনা ছিল, এক সপ্তাহ স্পেস স্টেশনে অবস্থান করার পর আবারও স্টারলাইনারে করেই ফেরত আসবেন এই দুই নভোচারী।
তবে এত দ্রুত পৃথিবীতে ফিরে আসা হয়তো সুনীতার ভাগ্যে ছিল না। স্পেস স্টেশনে যাত্রার পথেই স্টারলাইনারের পাঁচটি থ্রাস্টার অকেজো হয়ে যায়, এর প্রোপালসন সিস্টেম থেকে হিলিয়াম লিক করতে থাকে। এতে নাসা সিদ্ধান্ত নেয়, সহসাই এই মহাকাশযানটি ব্যবহার করা যাবে না। আগে নিশ্চিত করতে হবে তাতে পৃথিবীতে ফেরা নিরাপদ কিনা। এ সময়ের মধ্যে স্পেস স্টেশনের অন্যান্য কর্মীদের সাথে যোগ দেন সুনীতা এবং ব্যারি।
সাত দিন থেকে সাত মাস
জুন মাস গড়িয়ে এলো জুলাই, এরপর আগস্ট। এ মাসে সবদিক ভেবেচিন্তে নাসা থেকে জানানো হয়, স্টারলাইনে করে ফেরত আসা নিরাপদ হবে না। বরং স্টারলাইনার কোনো মানুষ ছাড়াই ফিরে আসবে পৃথিবীতে। বরং স্পেস স্টেশনে স্পেসএক্স কোম্পানির একটি ড্রাগন মহাকাশযান পাঠানো হবে দুইজন নভোচারীসহ। তাদের সাথে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ফিরে আসবেন সুনীতা এবং ব্যারি।
এই সিদ্ধান্ত মোতাবেক ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে পৃথিবীতে ফিরে আসে স্টারলাইনার। বিবিসির বরাতে জানা গেছে, সুনীতা এবং ব্যারি হয়তো এবছরের মার্চ, এমনকি এপ্রিল নাগাদ দেশে ফিরতে পারেন।
কেমন কাটছে আটকে পড়া নভোচারীর দিন?
ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কাজের অভাব নেই। কর্মীদের মাঝে ভাগ করে দেওয়া হয় এসব কাজ। সুনীতা এবং ব্যারি সেসব কাজই করে চলেছেন গত কয়েক মাস। জানুয়ারির ১৬ তারিখ সেসব কাজের বাইরেও একটি কাজ করেছেন সুনীতা, আর তা হলো স্পেসওয়াক।
সুনীতার জন্য স্পেসওয়াক নতুন কিছু নয়। এবারেও নভোচারী নিক হেগের সাথে ছয় ঘন্টার এক স্পেসওয়াকে বের হয়েছিলেন তিনি। এই সময়ের মধ্যে তার দুজন স্পেস স্টেশনের বাইরের দিকের বেশ কিছু মেরামত এবং দেখভালের কাজ সম্পন্ন করেন। জানুয়ারির ২৩ তারিখে আরেকটি স্পেসওয়াকে যাওয়ার কথা তার। এবার তার সঙ্গী হবেন ব্যারি। তারা এবারেও কিছু মেরামতের কাজ করবেন এবং স্পেস স্টেশনের বাইরের দেয়াল থেকে নমুনা সংগ্রহ করবেন। শূন্যে ভাসমান এই মহাকাশযানের দেয়ালে অণুজীব বেঁচে থাকতে পারে কিনা, তা জানার উদ্দেশ্যে এসব নমুনা নেবেন তারা।
স্পেসওয়াকের বিড়ম্বনা
মহাকাশে ভরশূন্য অবস্থায় শরীর এলিয়ে দেওয়ার নাম কিন্তু স্পেসওয়াক নয়। কাজটি বেশ কঠিন। প্রথমত, নভোচারীকে পরতে হয় বেজায় ভারী এক স্পেসস্যুট। তার শরীরে অক্সিজেনের পরিমাণ ঠিকঠাক আছে কিনা তা খুব গুরুত্বের সাথে পরিমাপ করা হবে। একবার মহাকাশযানের বাইরে পা দিয়ে ফেললে একে অপরের সাথে কথা বলার মাধ্যম শুধুই রেডিও।
এ সময়ের মাঝে অনেক রকমের উটকো ঝামেলা দেখা দিতে পারে। নভোচারীরা স্পেসওয়াকের সময়ে প্রবলভাবে ঘামতে থাকেন। পানি পান করার তেমন কোনো উপায় থাকে না, ফলে তাদের পানিশূন্যতায় ভোগার ঝুঁকি থাকে। এছাড়া মহাশূন্যে মাথা ঘোরা ও বমিভাবের সমস্যাটা তো বেশ ঘনঘনই দেখা যায়।
আরেকটি ঝুঁকি হলো মহাকাশে ছুটতে থাকা ছোট ছোট বস্তুকণা। খুব দ্রুত ছুটে এসে আঘাত করলে এসব বস্তুকণার কারনে স্পেসস্যুট ফুটো হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে।
স্পেসওয়াকের সময়ে দুর্ঘটনা ঘটার এসব দুশ্চিন্তা অমূলক নয়। ১৯৬৫ সালে প্রথমবার স্পেসওয়াক করেন রুশ নভোচারী আলেক্সেই লেওনভ। মহাশূন্যে যাওয়ার পর তার স্পেসস্যুট এতটাই ফুলেফেঁপে ওঠে যে স্পেসওয়াক শেষ করার পর মহাকাশযানের ভেতরে তিনি ঢুকতেই পারছিলেন না। পরে তার স্পেসস্যুটে ফুটো করে বাতাসের চাপ কমানো হয়, এরপর তাকে মহাকাশযানে প্রবেশ করানো হয়।
এদিকে ২০১৩ সালে স্পেসওয়াক চলাকালীন পানিতে ডুবে মরতে বসেছিলেন নাসার নভোচারী লুকা পারমিতানো। একটি ফিল্টারের ত্রুটির কারনে তার হেলমেটে পানি ঢুকতে শুরু করে। তিনি ব্যাপারটা টের পেয়ে দ্রুত মহাকাশযানে ফেরত আসেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স প সওয় ক
এছাড়াও পড়ুন:
শেয়ারের মূল্যবৃদ্ধির পেছনে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই: এস আলম কোল্ড রোলড স্টিলস
সম্প্রতি এস আলম কোল্ড রোলড স্টিলস কোম্পানির শেয়ারের লেনদেন ও দাম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটির কাছে ব্যাখ্যা চাইলে তারা জানিয়েছে, শেয়ারের মূল্য ও লেনদেন বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল সংবেদনশীল তথ্যের ভূমিকা নেই, অর্থাৎ কারসাজি নেই।
গতকাল ডিএসই এস আলম কোল্ড রোলড স্টিলসের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চায়। ব্যাখ্যায় তারা উল্লিখিত বক্তব্য দেয়।
ডিএসইর ওয়েবসাইটে দেখা যায়, গত ১৩ ফেব্রুয়ারির পর থেকে এস আলম কোল্ড রোলড স্টিলসের শেয়ারের দাম বাড়ছে। সেদিন কোম্পানিটির শেয়ারের দাম ছিল ৯ টাকা ৮০ পয়সা। ১৬ ফেব্রুয়ারি তা ছিল ১০ টাকা ৭০ পয়সা। এরপর ২৩ ফেব্রুয়ারি তা বেড়ে দাঁড়ায় ১৬ টাকা ৯০ পয়সায়। ২৭ ফেব্রুয়ারি তা আরও বেড়ে দাঁড়ায় ২৩ টাকা ৬০ পয়সায়। এরপর দাম কিছুটা কমে। দেখা যাচ্ছে, ১৩ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত দাম বেড়েছে প্রায় আড়াই গুণ।
একইভাবে ১২ ফেব্রুয়ারি থেকে কোম্পানির শেয়ারের লেনদেনও বেড়েছে। সেদিন লেনদেন হয়েছে ২২ হাজার ৬৪টি শেয়ার। ১৮ ফেব্রুয়ারি তা বেড়ে দাঁড়ায় ১০ লাখ ৮৬ হাজার ৪৪৩টি। ২৫ ফেব্রুয়ারি তা আরও বেড়ে দাঁড়ায় ১৯ লাখ ৩১ হাজার ২০৫। এর পর থেকে লেনদেন কমছে। কিন্তু দেখা যাচ্ছে, ১২ ফেব্রুয়ারির তুলনায় ১৯ ফেব্রুয়ারি এস আলম কোল্ড রোলড স্টিলসের শেয়ারের লেনদেন বেড়েছে ৮ হাজার ৬৫২ শতাংশ।
এস আলম কোলড রোলড অ্যান্ড স্টিলস ২০২৩ ও ২০২২ সালে ৫ শতাংশ এবং ২০২১ ও ২০২০ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।