রক্তে ভেজা বলিউড অভিনেতা সাইফ আলী খানের পোশাক। হামলার পর অভিনেতাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়াটা ছিল খানিক সমস্যার। আহত সাইফকে নিজের অটোতে বসিয়ে মাত্র কয়েক মিনিটে হাসপাতালে পৌঁছে দেন চালক ভজন সিংহ।

অবশ্য মানবিকতার জন্য এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে পুরস্কারও পেয়েছেন ভজন। এবার তার সঙ্গে দেখা করলেন অভিনেতা। কাঁধে হাত রেখে ছবিও তুলেছেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সাইফ আলী খান ও ভজন সিংহের সাক্ষাৎ হয়েছে মঙ্গলবারই। সাইফের সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছিলেন ভজন। হাসপাতালে ঢোকা মাত্রই সোজা তাকে নিয়ে যাওয়া হয় সাইফের কক্ষে। দরজা খুলে দেখেন বিছানায় বসে সাইফ।

ভজনের কথায়, ‘যখন সাইফের ঘরে ঢুকলাম তখন দেখলাম, তার মা-সহ গোটা পরিবার সেখানে উপস্থিত। সকলের চোখে মুখেই চিন্তার ছাপ। কিন্তু আমাকে ভীষণ সম্মান দিয়েছেন তারা সকলে। আমাকে ডেকেছেন, ভাল লেগেছে। তেমন কিছু না একেবারেই সাধারণ সাক্ষাৎ। আমি সাইফের জন্য আগেও প্রার্থনা করেছি এখনও তাই করব।’ সূত্র: আনন্দবাজার।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ইফতারের দোয়া

রোজা রাখার পুরস্কার অনেক। রোজা রাখার কারণে বিশ্বাসীদের জন্য রয়েছে অজস্র পুরস্কার।

নবীজি (সা.) বলেন, ‘রোজাদারের জন্য দুটি খুশি-একটি ইফতারের সময়, অপরটি তার রবের সাক্ষাৎ লাভের সময়।’ (বুখারি, ১৯০৪)

ইফতারের আগে দোয়া: ইফতারের আগে রোজাদারের দোয়া কবুল হয়। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যখন সে ইফতার করে এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৭৫২)

ইফতারের দোয়া বাংলা

হে আল্লাহ! আমি আপনার উদ্দেশে রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি । আপনি আমার রোজা কবুল করুন।

রোজার নিয়ত

সম্পর্কিত নিবন্ধ