ঢাকা থেকে অপহৃত রোকুনুজ্জামান খান (৪০) নামে এক ব্যবসায়ীকে ৩ দিন পর চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গাবতলা মোড় এলাকার সাততলা ভবনের একটি ফ্ল্যাট থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত রোকুনুজ্জামান খান ঢাকার মগবাজার দিলু রোডের নুরুদ্দিন খানের ছেলে।

উদ্ধার হওয়া ব্যবসায়ী রোকুনুজ্জামান খান জানান, গত ১৯ জানুয়ারি রাতে যমুনা ফিউচার পার্কের সামনে থেকে আব্দুর রাকিব নামে চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলা এলাকার একটি হাফেজিয়া মাদরাসার সুপারসহ ৭-৮ জন অস্ত্রের মুখে তাকে অ্যাম্বুলেন্সে তোলে। এরপর চেতনানাশকের মাধ্যমে তাকে অজ্ঞান করা হয়। পরে দিন দুপুরের দিকে জ্ঞান ফিরলে একটি কক্ষে হাত-পা বাঁধা অবস্থায় তিনি নিজেকে দেখতে পান। গত ৩ দিন ধরে তাকে আটকে রেখে মারধর করা হয়। বুধবার সকালে অপহরণকারীরা তাকে ওই ভবনের দরজায় তালা মেরে বাইরে গেলে তিনি জানালা খুলে পাশের ভবনের লোকজনকে জানিয়ে সহায়তা চান। এসময় ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অন্যদিকে অভিযুক্ত রাকিব সদর থানা চত্বরে সাংবাদিকদের বলেন, তার সঙ্গে ব্যবসায়িক লেনদেন ছিল। এখন আর তার সঙ্গে ব্যবসা করতে না চাইলে রোকন টাকা দিতে টালবাহানা করে। তাই তাকে বেড়াতে আসার কথা বলে এখানে এনে পাওনা টাকা চাওয়া হয়েছে। 

মারধর প্রসঙ্গে তিনি বলেন, আটকে রাখা হলেও মারধর করা হয়নি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো.

রইস উদ্দিন বলেন, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ দেয়নি। তবে রোকনের বিরুদ্ধে ঢাকার ভাটারা থানায় একটি মামলা থাকায় তাকে ওই থানায় হস্তান্তর করা হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: অপহরণ চ প ইনব বগঞ জ প ইনব বগঞ জ ব যবস য়

এছাড়াও পড়ুন:

ভক্তদের ডাকে ফিরছে ‘অড সিগনেচার’

সিলেটে এক কনসার্টে যাওয়ার পথে গত বছর নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয় ব্যান্ড অড সিগনেচারের। এতে ব্যান্ডটির গিটারিস্ট ও ভোকাল আহাসান তানভীর পিয়াল ও মাইক্রোবাসের চালক আবদুস সালাম মারা যান। দুর্ঘটনায় আরও তিন ব্যান্ড সদস্য আহত হন। এরপর ব্যান্ডটির সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়।
বেশ কয়েক মাস ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে সংগীতবিষয়ক বিভিন্ন পেজ ও গ্রুপে ভক্তরা নিয়মিতই ‘অড সিগনেচার’কে ফেরার আকুতি জানাচ্ছিলেন। কিন্তু মানসিক ট্রমা ও পরিবার থেকে অনুমতি না পাওয়ায় ফেরা হচ্ছিল না সদস্যদের। তবে এবার ভক্তদের জন্যই ফিরছে ব্যান্ডটি। চলতি মাসেই নতুন কিছু নিয়ে হাজির হচ্ছে ‘অড সিগনেচার’।

ব্যান্ডটির কি–বোর্ডিস্ট ও ভোকাল অমিতাভ প্রথম আলোকে বলেন, ‘আমরা এ মাসেই ফিরছি। কবে ফিরছি, তা এখন বলা যাচ্ছে না। তবে এখন থেকে নিয়মিতই আমাদের পাওয়া যাবে। চলতি মাসের শেষেই সবকিছু জানা যাবে।’

গত পরশু ফেসবুক পোস্টে ‘অড সিগনেচার’–এর ফেরার ঘোষণা আপ্লুত করেছে ভক্তদের। মন্তব্যের ঘরে এক ভক্ত লিখেছেন, ‘উদ্‌গ্রীব হয়ে অপেক্ষায় আছি, আমার প্রথম আবেগ।’ আরেকজন লিখেছেন, ‘আপনাদের আবারও মঞ্চে দেখার অপেক্ষা ফুরাচ্ছে না।’ প্রয়াত ব্যান্ড সদস্য পিয়ালকে নিয়ে একজন লিখেছেন, ‘পিয়াল ভাইকে অনেক মিস করব।’

২০১৭ সালে যাত্রা করে অড সিগনেচার, বিশেষ করে তরুণ শ্রোতাদের মধ্যে ব্যান্ডটি বেশ জনপ্রিয়তা অর্জন করে। ‘আমার দেহখান’ গান অড সিগনেচারের অনুরাগীদের ছাপিয়ে সাধারণ মানুষের মুখে মুখেও ফেরে। এর বাইরে ‘ঘুম’, ‘প্রস্তাব’, ‘দুঃস্বপ্ন’, ‘মন্দ’ শিরোনামের গানগুলোও শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে।

সম্পর্কিত নিবন্ধ