কর কর্মকর্তা ফয়সাল দম্পতিসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা
Published: 22nd, January 2025 GMT
১৭ কোটি ২১ লাখ ৯৪ হাজার ৩১৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অতিরিক্ত কর কমিশনার কাজী আবু মাহমুদ ফয়সাল ও তার স্ত্রীসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২২ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক গোলাম মাওলা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আসামিদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২), ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে
আসামিরা হলেন— অতিরিক্ত কর কমিশনার কাজী আবু মাহমুদ ফয়সাল, তার স্ত্রী আফসানা জেসমিন, শ্যালক আফতাব আলী, শাশুড়ি মমতাজ বেগম, শ্বশুর আহম্মেদ আলী, ফয়সালের ভাই কাজী খালিদ হাসান, মামা শ্বশুর শেখ নাসির উদ্দিন, খালা শাশুড়ি মাহমুদা হাসান, শ্যালিকা ফারহানা আফরোজ, খালা রওশন আরা খাতুন, ঘনিষ্ঠজন খন্দকার হাফিজুর রহমান, বোন ফারহানা আক্তার, মা কারিমা খাতুন ও ঘনিষ্ঠজন কাজী নূর ই আলম ছিদ্দিকী।
আসামিদের বিরুদ্ধে স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন ও দখলে রেখে এবং অপরাধলব্ধ আয়ের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন ও ছদ্মাবৃত্ত করা তথা মানিলন্ডারিং করার অভিযোগ আনা হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/এনএইচ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সাধারণ জ্ঞান–৫: মার্চ–২০২৫। বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব
বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী সারা বছর বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকে। তাদের সহায়তার জন্য নিয়মিত এ আয়োজন।
১. বিশ্বের দীর্ঘতম বায়ুচালিত পণ্যবাহী জাহাজ—লিওলাইনার অরিজিন। দৈর্ঘ্য ৪৫০ ফুট, ১৩৬ মিটার। দীর্ঘ দূরত্বে ৫ হাজার ৩০০ টন পণ্য বহন করে থাকে।
২. আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাকশন সামিট অনুষ্ঠিত হয়—ফ্রান্সের প্যারিসে। সদস্যসংখ্যা ৬৪।
৩. বিশ্বের প্রথম দেশ হিসেবে পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়া দেশ—নিউজিল্যান্ড।
৪. বিশ্বের দ্রুতগতির সুপারকম্পিউটারের নাম—এল কাপিতাল। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চালু হয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়।
৫. ‘ডিপসিক’ হলো—একটা চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি।
৬. ‘ডিপসিক’–এর প্রতিষ্ঠাতা হলেন—লিয়াং ওয়েন ফেং।
৭. USAID–এর পূর্ণনাম—United States Agency For International Development
৮. USAID–এর প্রতিষ্ঠাতা হলেন—যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি।
৯. USAID প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি আইন পাসের মাধ্যমে স্বাধীন সংস্থা হিসেবে যাত্রা শুরু করে—১৯৬১ সালে।
১০. USAID প্রতিষ্ঠানটির মাধ্যমে বিশ্বে মানবিক ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়—৪০ শতাংশ।
১১. জুলাই গণ–অভ্যুত্থানের নারীশিক্ষার্থী আন্দোলনকারীরা অর্জন করেছেন যুক্তরাষ্ট্রের সম্মানজনক পুরস্কার—মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড।
১২. তুরস্কের ইস্তাম্বুল শহরে গ্রেপ্তার করা মেয়রের নাম—একরেম ইমামোগলু।
আরও পড়ুনসাধারণ জ্ঞান-৪: মার্চ-২০২৫। বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব০৬ এপ্রিল ২০২৫১৩. ২০০৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন—ওরহান পামুক।
১৪. মার্কিন ভূতাত্ত্বিক জেস গ্রিনিক্স জানান, মিয়ানমারের ভূমিকম্পে (৭ দশমিক ৭ মাত্রা)—৩৩৪টি পারমাণবিক বোমার শক্তি উৎপন্ন হয়েছিল।
১৫. বৈশ্বিক জ্ঞান সূচকে ২০২৪ সালে ১৪১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান—১১৩তম।
১৬. বৈশ্বিক উদ্ভাবন সূচকে ২০২৪ সালে ১৩৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল—১০৬তম।
১৭. বাংলাদেশের তরুণ শ্রমশক্তির পরিমাণ হচ্ছে—২ কোটি ৭০ লাখ, যা দেশের মোট শ্রমশক্তির ৩৬ শতাংশ।
১৮. জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের প্রতিবেদনের নাম—‘ফ্যাক্ট ফাইন্ডিং মিশন’। প্রতিবেদনের পৃষ্ঠা ছিল ১১৪টি।
ছবি: ডিপসিক //লোকেশন: Porasona-1 (16_04_2025) pa-04
আরও পড়ুনএসএসসি পরামর্শ ২০২৫: গণিতে ভালো নম্বর পাওয়ার সহজ উপায়১৮ এপ্রিল ২০২৫