Risingbd:
2025-04-23@12:41:34 GMT

লক্ষ্য নাগালে রাখল ঢাকা

Published: 22nd, January 2025 GMT

লক্ষ্য নাগালে রাখল ঢাকা

টস জিতে ব্যাটিং করতে নেমে চিটাগং কিংস প্রত্যাশা মাফিক রান তুলতে পারল না। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৬ উইকেটে তাদের সংগ্রহ ১৪৮ রান। আঁটসাঁট বোলিংয়ে লক্ষ্য নাগালে রেখেছে ঢাকা। দুই দলের প্রথম দেখায় চিটাগং কিংসের কাছে পাত্তা পায়নি ঢাকা। এবার তারা প্রতিশোধ নিতে পারে কিনা সেটাই দেখার।

চিটাগংয়ের ব্যাটিংয়ের শুরুটা ছিল একেবারেই দৃষ্টিকটু। পাওয়ার প্লে’ কাজেই লাগাতে পারেননি দুই ওপেনার নাঈম ইসলাম ও জুবাইদ আকবারি। দুজন মিলে প্রথম ছয় ওভারে ডট বলই খেলেন ২৫টি। বাকি ১১টি স্কোরিং শট। নাঈম ভুগেছেন বেশি। ১৭ ডট বল খেলেন তিনি। পাওয়ার প্লে’তে ২২ বল খেলে মাত্র ১৪ রান যোগ করেন। 

রান তোলার চাপ বাড়ায় ব্যাটসম্যানদের ঝুঁকি নিয়ে শট খেলতেই হতো। সেটা করতে গিয়ে কখনো সফল হয়েছেন। কখনো উইকেট বিলিয়ে আসেন। নাঈম প্রতিপক্ষ পেসার মেহেদী হাসান রানাকে স্কুপ করে ছক্কা ও চার হাঁকালেও স্পিনার মোসাদ্দেককে তুলে মারতে গিয়ে সীমানায় তালুবন্দি হন। আগের ম্যাচে ফিফটি পাওয়া নাঈম এবার ৫ চার ও ২ ছক্কায় ৪০ বলে ৪৪ রান করেন। এছাড়া আকবারির ইনিংস থামে ১৯ বলে ২৩ রানে। এই উইকেটও নেন মোসাদ্দেক।

আরো পড়ুন:

পুনরায় আলিসের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ

‘প্রতিশোধের’ লড়াইয়ে চিটাগংয়ের বিপক্ষে বোলিংয়ে ঢাকা

মিডল অর্ডারে চিটাগংয়ের রানের চাকা চেপে ধরেন নাজমুল ইসলাম অপু। বাঁহাতি স্পিনার গ্রাহাম ক্লার্ক ও হোসেন তালাতকে আউট করেন। নতুন ব্যাটসম্যান হায়দার আলীকেও ফেরাতে পারতেন নাজমুল। কিন্তু সীমানায় সাব্বির তার ক্যাচ মিস করায় নাজমুলের তৃতীয় উইকেট পাওয়া হয়নি।

শেষ দিকে প্রত্যাশামাফিক ঝড় আসেন শামীম ও মিঠুনের ব্যাটে। শামীম ১৬ বলে ১৫, হায়দার ১১ বলে ১৬ ও মিঠুন ৮ বলে ১২ রান করেন। উইকেটে ব্যাটিং করা সহজ ছিল না। বল একটু ধীর গতিতে আসায় সময় নিয়ে শট খেলতে হয়েছে ব্যাটসম্যানকে। ঢাকার দুই স্পিনার নাজমুল ও মোসাদ্দেক ২টি করে উইকেট নিয়ে ছিলেন দলের সেরা। ১ উইকেট পেয়েছেন রন্সফোর্ড বেটন।

বোলাররা লক্ষ্য নাগালে রেখেছেন। ব্যাটসম্যানরা নিজেদের দায়িত্বটা ঠিকঠাক পালন করতে পারেন কিনা সেটাই দেখার। 

চট্টগ্রাম/ইয়াসিন/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব প এল ব য টসম য ন উইক ট

এছাড়াও পড়ুন:

আড়াইহাজারে গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সুলেখা বেগম (৪৫) নামে গৃবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রউফ মিয়ার বিরুদ্ধে। তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। হত্যায় ব্যবহৃত শাবল ও ছুরি জব্দ করেছে পুলিশ।

বুধবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে ঘটনাটি ঘটে বলে জানান আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন।

নিহত সুলেখা বেগম উপজেলার কলাগাছিয়া নয়াপাড়া গ্রামের আব্দুল মিয়ার মেয়ে। অভিযুক্ত পাশ্ববর্তী নারান্দী গ্রামের মৃত চান মিয়ার ছেলে রউফ মিয়া।

আরো পড়ুন:

রাউজানে যুবদল কর্মীকে মাথায়-বুকে গুলি করে হত্যা

নরসিংদীতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

এলাকাবাসী জানান, ২০ বছর আগে নারান্দী গ্রামের মৃত চান মিয়ার ছেলে রউফ মিয়ার সঙ্গে বিয়ে হয় সুলেখা বেগমের। কয়েক বছর ধরে এই দম্পতির মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়ে কলহ চলছিল।

বুধবার সকালে বাড়িতে সুলেখা বেগম ঘুমিয়ে ছিলেন। এসময় রউফ মিয়া শাবল দিয়ে আঘাত করে সুলেখা বেগমকে অজ্ঞান করেন। পরে ছুরি দিয়ে স্ত্রীকে গলাকেটে হত্যা করেন তিনি।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। অভিযুক্ত স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ