ঢাকার বিপক্ষে মাঝারি সংগ্রহ চিটাগংয়ের
Published: 22nd, January 2025 GMT
ঢাকা ও সিলেট পর্বে রানবন্যা হলেও চট্টগ্রাম পর্বে রানের গতি কিছুটা হলেও কমে এসেছে। বুধবার (২২ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে হাতে উইকেট রেখেও হাত খুলে খেলতে পারল না স্বাগতিক চিটাগং কিংস। ফলে ঢাকার সামনে বড় টাইর্গেট দিতে পারেনি মোহাম্মদ মিঠুনের দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে চিটাগং কিংস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করেছে।
আগের ম্যাচে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করে চমক দেখিয়েছিলেন নাঈম ইসলাম। বিপিএলে প্রায় এক যুগ পর হাফ সেঞ্চুরি তুলে দলকে জেতানোর পাশাপাশি হয়েছিলেন ম্যাচসেরা। তবে ঢাকার বিপক্ষে সেই ফর্মটা ধরে রাখতে পারেননি চিটাগংয়ের এই অভিজ্ঞ ব্যাটার।
ঢাকার বিপক্ষে শুরুটা ধীরস্থিরই করেছিলেন নাঈম ও আফগান ওপেনার জুবায়েদ আকবরি। দুজনে গড়েন ৪০ রানের জুটি। তবে অষ্টম ওভারে প্রথম আঘাত হানেন মোসাদ্দেক হোসেন সৈকত। নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে টার্ন করে নিচু হয়ে আসা ডেলিভারিতে আকবরিকে বোল্ড করেন তিনি। ১৯ বলে ২৩ রান করে স্টাম্প হারান এই আফগান ওপেনার।
প্রথম উইকেট হারানোর পর নাঈম ইসলাম ও গ্রাহাম ক্লার্কের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে চিটাগং। তবে ১৩তম ওভারে টানা দুটি উইকেট হারায় তারা। ১৯ বলে ১৮ রান করা ক্লার্ক অপু’র ফ্লাইট ডেলিভারিতে লং অফে ক্যাচ দিয়ে ফেরেন। তার ঠিক পরের বলেই স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন হুসাইন তালাত। পাকিস্তানের এই অলরাউন্ডার দুই বলে মাত্র ২ রান করেন।
১৪তম ওভারে দলের বড় ভরসা নাঈম ইসলামও বিদায় নেন। মোসাদ্দেক হোসেন সৈকতের অফ স্টাম্প লক্ষ্য করে করা ডেলিভারিতে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ তুলে দেন নাঈম। ৪০ বলে ৪৪ রান করে আউট হন তিনি। নাঈমের বিদায়ের পর ১৪.
এদিন মারকুটে ব্যাটিং করতে পারেননি শামিম হোসেনও। ১৬ বলে ১৫ রান করে বেটনের শিকারে পরিণত হন তিনি। পাকিস্তানি রিক্রুট হায়দার আলিও ১১ বলে ১৬ রান করে মেহেদী রানার শিকারে পরিণত হন। শেষদিকে অধিনায়ক মিঠুন ৮ বলে ১২ এবং খালেদ ৬ বলে ৮ রান করে অপরাজিত থাকেন।
ঢাকার পক্ষে মোসাদ্দেক ৩ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। ৩ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট শিকার করেন নাজমুলও। এহারা ১টি করে উইকেট শিকার করেন বেটন এবং মেহেদী রানাও।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল র ন কর উইক ট
এছাড়াও পড়ুন:
অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা
প্রথম লেগে রোমাঞ্চকর এক লড়াই উপহার দিয়েছিল বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে সেমিফাইনালের দ্বিতীয় লেগে খুব একটা জমেনি লড়াই। ফেরান তোরেসের কল্যাণে প্রথম আধা ঘন্টায় পাওয়া গোল বাকি সময়ে আগলে রাখল বার্সেলোনা। তাতে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে তিন মৌসুম পর কোপা দেল রের ফাইনালে উঠল কাতালান দলটি। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার অপরাজেয় যাত্রা পৌঁছে গেল টানা ২১ ম্যাচে। লা লিগার শীর্ষে থাকা দলটি এই বছরে এখনও কোনো ম্যাচ হারেনি।
বুধবার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। তাতে দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে বার্সা। আগামী ২৬ এপ্রিলের শিরোপা নির্ধারণী ফাইনালে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। ২০১৪ সালের পর এই প্রথম স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির ফাইনালে দেখা যাবে এল-ক্লাসিকো মহারণ।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। লামিন ইয়ামাল ও মার্কোস ইয়োরেন্তে দুই প্রান্ত দিয়ে চাপ তৈরি করছিলেন। তবে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। মিডফিল্ডে পেদ্রি ও ফ্রেঙ্কি ডি ইয়ং ছন্দময় ফুটবল খেলছিলেন, সঙ্গে ফেরমিন লোপেজও আক্রমণে ছিলেন কার্যকর।
প্রথমার্ধে লামিন ইয়ামালের পাস থেকে বল পেয়ে ফেরান তোরেস গোল করে বার্সাকে এগিয়ে নেন। অ্যাটলেটিকোর গোলরক্ষক হুয়ান মুসোকে পরাস্ত করে দলকে লিড এনে দেন তিনি। এরপর রাফিনহা একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি।
দ্বিতীয়ার্ধে অ্যাটলেটিকো মাদ্রিদ আক্রমণ বাড়ানোর জন্য বেশ কিছু পরিবর্তন আনে। গ্রিজমানের শট পোস্টের বাইরে চলে যায়, আর আলেক্সান্দার সরলথ সহজ সুযোগ হাতছাড়া করেন। বার্সেলোনা এরপর রক্ষণ সামলে খেলতে শুরু করে এবং প্রতিপক্ষকে গোলের সুযোগ দিতে চায়নি।
ম্যাচের শেষ মুহূর্তে সরলথ গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। অ্যাটলেটিকো শেষ পর্যন্ত চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি, বার্সেলোনা তাদের লিড ধরে রেখে জয় নিশ্চিত করে।