বিপিএলে প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন
Published: 22nd, January 2025 GMT
বিপিএলে চট্টগ্রাম পর্বে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচে প্রশ্নবিদ্ধ হয়েছে চিটাগং কিংসের স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন। গত ১৯ জানুয়ারির ম্যাচে আম্পায়ার তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে রিপোর্ট জমা দেন। আগামী ২৫ জানুয়ারি মিরপুরে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির সামনে পরীক্ষা দিতে হবে আলিসকে। তবে চূড়ান্ত পরীক্ষার আগে মাঠে খেলার ক্ষেত্রে কোনো বাধা নেই এই স্পিনারের।
আলিস আল ইসলামের যাত্রা শুরু হয়েছিল নেট বোলার হিসেবে। তবে বিপিএলের মঞ্চে অভিষেকেই হ্যাটট্রিক করে নজর কাড়েন তিনি। ইনজুরি ও অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে দীর্ঘ সময় ক্রিকেট থেকে দূরে থাকার পর বিসিবির ছাড়পত্র নিয়ে পুনরায় মাঠে ফেরেন আলিস।
গত আসরে দারুণ পারফর্ম করে শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন আলিস। তবে আঙুলের চোটের কারণে দলে জায়গা হয়নি তার। চলমান বিপিএলে ৮ ম্যাচের ৭ ইনিংসে বোলিং করে ১১ উইকেট নিয়েছেন এই স্পিনার। তার এ পারফরম্যান্সের মধ্যেই প্রশ্নবিদ্ধ হলো তার বোলিং অ্যাকশন।
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরের নিষেধাজ্ঞার মুখে পড়েছেন সাকিব আল হাসান। এবার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়েও দেখা দিল শঙ্কা। বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করতে না পারলে তার বিপিএল ক্যারিয়ার এবং ভবিষ্যৎ ক্রিকেট যাত্রায় বড় ধাক্কা লাগতে পারে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল অ য কশন ব প এল
এছাড়াও পড়ুন:
বউ বলেছিল অস্কার জিতলেই চতুর্থ সন্তানের বাবা হতে পারবে: কেইরান
৯৭তম অস্কার আসরে ‘আ রিয়াল পেইন’ ছবির জন্য সেরা সহ-অভিনেতার পুরস্কার পেয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা কেইরান কালকিনে। পুরস্কার হাতে নিয়ে মঞ্চে বক্তৃতা দিতে গিয়েই তিনি যা বললেন, তাতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড-এর অনুষ্ঠানে সবাই হাসিতে ফেটে পড়েছিল।
এদিন রবার্ট ডাউনি জুনিয়রের হাত থেকে পুরস্কার নিয়ে কেইরান কালকিনকে রসিকতা করে বলতে শোনা যায়, ‘হে ঈশ্বর, এটা দারুণ আমি জানতামও না অসংখ্য ধন্যবাদ। আমার কাছে এটা বড় প্রাপ্তি।’
তিনি বলেন, ‘দাঁড়ান, আপনাদের সকলের সঙ্গে একটা কথা শেয়ার করি। জ্যাজের সঙ্গে আমার একটা চুক্তি হয়েছিল সন্তান নিয়ে সেটাই বলব। দয়া করে মিউজিক চালিয়ে দেবেন না কেউ। এক বছর আগে, আমি জ্যাজকে বলেছিলাম, আমার তৃতীয় সন্তান চাই।’
তার কথায়, ‘ও আমাকে শর্ত দিয়েছিল যদি আমি এমি পুরস্কার জিতে ফিরি, তাহলেই সন্তান নিয়ে আসবে। ও ভাবেনি আমি জিততে পারি। সে যাই হোক! শো শেষের পর যখন পার্কিং লট দিয়ে যাচ্ছি তখন জ্যাজ আমাকে বলে- হে ঈশ্বর, আমি তোমাকে কথাটা বললাম, মানে এবার আমায় তৃতীয় সন্তান নিয়ে আসতে হবে।’
শেষে বলেন, ‘আমি পালটা বলি, আমার চার নম্বর সন্তানও চাই। জ্যাজ আমাকে আবার শর্ত দেয় যে তুমি অস্কার জিতলেই আমি তোমাকে চতুর্থ সন্তান দেব।’