বিপিএলে চট্টগ্রাম পর্বে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচে প্রশ্নবিদ্ধ হয়েছে চিটাগং কিংসের স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন। গত ১৯ জানুয়ারির ম্যাচে আম্পায়ার তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে রিপোর্ট জমা দেন। আগামী ২৫ জানুয়ারি মিরপুরে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির সামনে পরীক্ষা দিতে হবে আলিসকে। তবে চূড়ান্ত পরীক্ষার আগে মাঠে খেলার ক্ষেত্রে কোনো বাধা নেই এই স্পিনারের।  

আলিস আল ইসলামের যাত্রা শুরু হয়েছিল নেট বোলার হিসেবে। তবে বিপিএলের মঞ্চে অভিষেকেই হ্যাটট্রিক করে নজর কাড়েন তিনি। ইনজুরি ও অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে দীর্ঘ সময় ক্রিকেট থেকে দূরে থাকার পর বিসিবির ছাড়পত্র নিয়ে পুনরায় মাঠে ফেরেন আলিস।  

গত আসরে দারুণ পারফর্ম করে শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন আলিস। তবে আঙুলের চোটের কারণে দলে জায়গা হয়নি তার। চলমান বিপিএলে ৮ ম্যাচের ৭ ইনিংসে বোলিং করে ১১ উইকেট নিয়েছেন এই স্পিনার। তার এ পারফরম্যান্সের মধ্যেই প্রশ্নবিদ্ধ হলো তার বোলিং অ্যাকশন।  

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরের নিষেধাজ্ঞার মুখে পড়েছেন সাকিব আল হাসান। এবার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়েও দেখা দিল শঙ্কা। বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করতে না পারলে তার বিপিএল ক্যারিয়ার এবং ভবিষ্যৎ ক্রিকেট যাত্রায় বড় ধাক্কা লাগতে পারে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল অ য কশন ব প এল

এছাড়াও পড়ুন:

ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক আজ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আজ শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মত অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হতে চলেছে।

শফিকুল আলম বাসসকে বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে শুক্রবার বৈঠক অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ব্যাংককে বৃহস্পতিবার বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন। ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ