লক্ষ্মীপুরে অবৈধ যানবাহন বন্ধের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
Published: 22nd, January 2025 GMT
অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিরাপদ সড়ক আন্দোলন ও শিক্ষার্থীরা। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। প্রায় এক ঘণ্টা ধরে অবরোধের ফলে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা ভোগান্তিতে ফেলে পরিবহন চালক ও সাধারণ জনগণকে।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো.
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, গত ২১ দিনে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন সড়কে সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত হয়েছেন। এর মধ্যে বেশিরভাগ মৃত্যুর কারণ অবৈধভাবে চলাচলকারী যানবাহন। এসব যানবাহনের দ্রুত নিষিদ্ধকরণের দাবি জানিয়ে তারা সতর্ক করেন যে, দাবি মানা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন জানান, অবৈধ যানবাহন বন্ধে মালিকদের সঙ্গে একাধিকবার বৈঠক করা হলেও অনেক ক্ষেত্রে তা কার্যকর হচ্ছে না। তিনি দ্রুত এসব যানবাহন বন্ধে প্রশাসনের উদ্যোগের আশ্বাস দেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক অবর ধ দ র ঘটন অবর ধ
এছাড়াও পড়ুন:
কথা-কাটাকাটি থেকে যুবককে ছুরিকাঘাতে হত্যা
বগুড়া শহরের মালতিনগর এলাকায় দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে পারভেজ আলম নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার রাত ৮টার দিকে মালতীনগর আর্ট কলেজ এলাকায় এই ঘটনা ঘটে। পারভেজ আলম মালতীনগর খন্দকারপাড়া এলাকার জহুরুল আলমের ছেলে।
স্থানীয় একটি দোকানে কাজ করতেন পারভেজ আলম। কাজ শেষে বাসায় ফেরার সময় পূর্ব বিরোধের জের ধরে কয়েকজন যুবকের সঙ্গে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে পারভেজকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুবৃর্ত্তরা। আশপাশের লোকজন পারভেজকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণ করেন।
বগুড়া সদর থানার ওসি (তদন্ত) একেএম মঈন উদ্দিন বলেন, পূর্ব বিরোধের জের ধরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে বলে জেনেছি। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।