একাদশে ৪ পরিবর্তন নিয়ে স্বাগতিক চিটাগংয়ের বিপক্ষে নেমেছে ঢাকা ক্যাপিটালস। চিটাগংয়ের একাদশে খেলছেন হোসেন তালাত।
আসরে টিকে থাকতে জয়ের বিকল্প নেই ঢাকার। এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেলে মাত্র দুটিতে জিতেছে থিসারা পেরেরার ঢাকা। অপরদিকে আট ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতে প্লে-অফের দৌড়ে অনেকটাই এগিয়ে আছে চিটাগং। চলতি বিপিএলের প্রথম দেখায় ঢাকাকে ৭ উইকেটে হারিয়েছিল চিটাগং। যে কারণে আজ পেরেরার দলের প্রতিশোধ নেওয়ার ম্যাচ।
ঢাকা ক্যাপিটালস একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, থিসারা পেরেরা (অধিনায়ক), রিয়াজ হাসান, রন্সফোর্ড বিটন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান রানা এবং মুস্তাফিজুর রহমান।
চিটাগং কিংস একাদশ: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), নাঈম ইসলাম, জুবায়েদ আকবরী, হায়দার আলী, শামীম হোসেন, গ্রাহাম ক্লার্ক, হোসেন তালাত, আরাফাত সানি, মোহাম্মদ শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, আলিস ইসলাম।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আন্দোলনের নামে রাস্তা অবরোধ না করার অনুরোধ ডিএমপির
রাজধানীতে সড়ক অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির পক্ষ থেকে এ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীতে বিভিন্ন গোষ্ঠী ও কতিপয় স্বার্থান্বেষী মহল দাবি-দাওয়া আদায়, প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করছেন। এতে করে ঢাকা মহানগরে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অফিসগামী যাত্রীরা নানা বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। বিদেশগামী যাত্রী ও জরুরি প্রয়োজনে অসুস্থ রোগী পরিবহনে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
এতে আরও বলা হয়, যানজট কমানোর জন্য ডিএমপির ট্রাফিক বিভাগ প্রাণান্তকর চেষ্টা করছে। তারপরও সড়ক অবরোধ করার মতো ঘটনায় ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় নগরবাসীর বৃহত্তর স্বার্থে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য অহেতুক সড়ক অবরোধ করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
এর আগেও সড়ক অবরোধ না করতে অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে দেয় ডিএমপি।
মঙ্গলবার রাজধানীর কয়েকটি স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারীরা।