‘প্রতিশোধের’ লড়াইয়ে চিটাগংয়ের বিপক্ষে বোলিংয়ে ঢাকা
Published: 22nd, January 2025 GMT
চিটাগং কিংসের বিপক্ষে প্রথম দেখায় ঢাকা ক্যাপিটালস পাত্তাই পায়নি। সিলেটে ম্যাচ হেরেছিল ৭ উইকেটে। দুই দল এবার মুখোমুখি হয়েছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। টস জিতে চিটাগং কিংস ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। দুই দলের ম্যাচটি শুরু হয়েছে দুপুর দেড়টায়।
চিটাগংয়ের জন্য এই ম্যাচটি জয়ের ধারাবাহিকতা ধরে রাখার লড়াই। ঢাকার জন্য ম্যাচটি প্রতিশোধের। টুর্নামেন্টের শুরু থেকে টানা হেরে আসা ঢাকা নয় ম্যাচে মাত্র দুটিতে জিতেছে। শেষ তিন ম্যাচে যদি তারা জয় পায় 'প্লে' অফের আশা কিছুটা হলেও বেঁচে থাকবে। অন্যদিকে চিটাগংয়ের 'প্লে' অফ প্রায় নিশ্চিত। আট ম্যাচের পাঁচটিতেই তারা জিতেছে। আজ জিতলে তারা সেরা চারের লড়াইয়ে এগিয়ে যাবে।
ঢাকা একাদশে মাঠে নামিয়েছে পেসার মেহেদী হাসান রানাকে। দলে ফিরেছেন মুনিম শাহরিয়ার। বাদ পড়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ। এছাড়া বিদেশী ক্রিকেটারদের মধ্যে ফারমানউল্লাহর পরিবর্তে সুযোগ পেয়েছেন যান্সফোর্ড বেটন।
আরো পড়ুন:
চট্টগ্রামে খেলা হচ্ছে না তানজিমের
নিয়তি মেনে বিশ্বমানের হওয়ার স্বপ্ন বোনা
চিটাগং একাদশে দুই নতুন বিদেশী যুক্ত হয়েছেন। উসমান খান ও মোহাম্মদ ওয়াসিমের জায়গায় এসেছেন জুবায়েরউল্লাহ আকবারি ও হুসেন তালাত।
চিটাগং কিংস একাদশ: মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, জুবাইরউল্লাহ আকবারি, হায়দার আলী, শামীম হোসেন, গ্রাহাম ক্লার্ক, হুসেন তালাত, আরাফাত সানী, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও আলিস আল ইসলাম।
ঢাকা ক্যাপিটালস: লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান রানা, মোস্তাফিজুর রহমান, থিসারা পেরেরা, রিয়াজ হাসান, র্যান্সফোর্ড বেটন, সাব্বির রহমান, নাজমুল ইসলাম অপু, মোসাদ্দেক হোসেন সৈকত ও মুনিম শাহরিয়ার।
চট্টগ্রাম/ইয়াসিন/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব প এল ল ইসল ম
এছাড়াও পড়ুন:
বাগেরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
বাগেরহাটে বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে সিয়াম গাজী (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বলভদ্রপুর বালিয়াডাঙ্গা নামক স্থানে এই দুর্ঘটনায় ইজিবাইকের চালকসহ আরও তিনজন আহত হয়।
নিহত সিয়াম গাজী মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামের মজিবর গাজীর ছেলে। আহতরা হলেন- নিহতের বাবা মজিবর গাজী (৫০), তাদের প্রতিবেশী রশিদ খান (৭৫) ও ইজিবাইক চালক বাপ্পি (৩০)।
স্থানীয়দের বরাত দিয়ে মহেষপুরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. তোমেজ উদ্দীন বলেন, সিয়াম ও তার বাবা তাদের একজন প্রতিবেশিকে নিয়ে ইজিবাইকে করে পিরোজপুর সদরে তাদের নিকট আত্মীয়ের মরদেহ দেখতে যাচ্ছিলেন। বলভদ্রপুর বালিয়াডাঙ্গা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক অর্থাৎ পিরোজপুর থেকে বাগেরহাটের দিকে আশা একটি যাত্রীবাহী বাসের ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালকসহ চারজন গুরুতর আহত হয়। এর মধ্যে সিয়াম গাজী নামের একজনকে হাসপাতালে নেওয়ার পরে মারা যান। অন্যরা বাগেরহাট ২৫০ শয্যা জেলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার কারণ সম্পর্কে এই পুলিশ কর্মকর্তা বলেন, রাস্তার পাশে একটি ট্রাক রাখা ছিল। যার ফলে ইজিবাইক এবং যাত্রীবাহী বাস কেউ কাউকে দেখতে পায়নি। যানবাহন দুটি ট্রাকটিকে পাশ কাটিয়ে সড়ক অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়।