পুঁজিবাজারে তালিকাভুক্ত ২০টি কোম্পানির পরিচালনা পর্ষদ চলতি অর্থবছরের দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের ব্যবসায় সংক্রান্ত সভার তারিখ ঘোষণা করেছে।

বুধবার (২২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো—শাশা ডেনিমস, ইনডেক্স অ্যাগ্রো, ন্যাশনাল টিউবস, রংপুর ফাউন্ড্রি, এএমসিএল (প্রাণ), এপেক্স ফুটওয়্যার, ইফাদ অটোস, ম্যারিকো, উসমানিয়া গ্লাস, ওয়ালটন হাইটেক, আরডি ফুড, সিনোবাংলা, প্যারামাউন্ট টেক্সটাইল, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, পদ্মা অয়েল, মুন্নু ফেব্রিক্স, শিপইয়ার্ড ইন্ডাস্ট্রিজ, ইবনে সিনা, ইস্টার্ন হাউজিং ও নাহি অ্যালুমিনিয়াম।

আরো পড়ুন:

পুঁজিবাজারে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিল ৩ কোম্পানি

কোম্পানিগুলোর মধ্যে আগামী ২৫ জানুয়ারি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ও ইবনে সিনা, ২৬ জানুয়ারি এপেক্স ফুটওয়্যার, মুন্নু ফেব্রিক্স ও ইস্টার্ন হাউজিং, ২৭ জানুয়ারি ইনডেক্স অ্যাগ্রো, রংপুর ফাউন্ড্রি, এএমসিএল (প্রাণ), ম্যারিকো, ওয়ালটন হাইটেক, সিনোবাংলা, পদ্মা অয়েল ও নাহি অ্যালুমিনিয়াম, ২৮ জানুয়ারি ন্যাশনাল টিউবস, ২৯ জানুয়ারি উসমানিয়া গ্লাস এবং ৩০ জানুয়ারি শাশা ডেনিমস, ইফাদ অটোস, আরডি ফুড, প্যারামাউন্ট টেক্সটাইল এবং শিপইয়ার্ড ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভা হবে।

এসব সভায় চলতি অর্থবছরের দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের ব্যবসায়িক অবস্থান অনুমোদন করা হবে। একইসঙ্গে স্টেকহোল্ডারদের জন্য তা প্রকাশ করা হবে।

ঢাকা/এনটি/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

১৫% নগদ লভ্যাংশ দেবে ইউনাইটেড ইনস্যুরেন্স

ইউনাইটেড ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। গত বছরের জন্য বিনিয়োগকারীদের নগদ ১৫ শতাংশ হারে লভ্যাংশ দেবে কোম্পানিটি।

গতকাল সোমবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশসংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই ঘোষণা দেওয়া হয়েছে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্যানুসারে, গত অর্থবছরের জন্য কোম্পানিটির শেয়ারপ্রতি আয় করেছে ২ টাকা ২৬ পয়সা। গত বছর তাদের ইপিএস ছিল ১ টাকা ৭৮ পয়সা। অর্থাৎ ২০২৪ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা মুনাফা বেড়েছে প্রায় ২৭ শতাংশ।

গত ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ৫৯ পয়সা।

আগামী ২৪ জুন সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ মে।

গত এক বছরে ইউনাইটেড ইনস্যুরেন্স কোম্পানির শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৪৫ টাকা ৩০ পয়সা এবং সর্বনিম্ন দাম ছিল ৩৩ টাকা ১০ পয়সা। এর আগে ২০২৩ সালে কোম্পানিটি ১০ শতাংশ; ২০২২ সালে ১০ শতাংশ; ২০২১ সালে ১০ শতাংশ ও ২০২০ সালে ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্য চুক্তির শর্ত প্রস্তুত, আজ থেকে আলোচনা
  • আগে কমেছিল নগদ সহায়তা, এখন বাড়ল রপ্তানি মাশুল
  • হদিস মিলছে না ভর্তুকির ৮ কম্বাইন হারভেস্টারের
  • ৩ মাসে আয় ৯৯ কোটি টাকা, আয়ের অর্ধেকই মুনাফা
  • ১৫% নগদ লভ্যাংশ দেবে ইউনাইটেড ইনস্যুরেন্স
  • ৫৫ লাখ পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হবে ৬ মাস
  • প্রবাসী আয়ে এখনো ঈদ ঈদ ভাব, ১৯ দিনে এসেছে ১৭২ কোটি ডলার
  • স্বাস্থ্যে গবেষণা কাজে আসছে না, আছে অনিয়মের অভিযোগ
  • ৯ মাসে মতিন স্পিনিংয়ের ৬৫০ কোটি টাকা ব্যবসা
  • ১৯ দিনে এলো ২১ হাজার কোটি টাকার প্রবাসী আয়