কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ জংশন স্টেশনে নকশী কাঁথা কমিউটার ট্রেন থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ করিম বেপারী নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

বুধবার (২২ নভেম্বর) ভোরে মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে জংশনে খুলনা থেকে ঢাকাগামী ট্রেনটি যাত্রা বিরতি দিলে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ।

আটক করিম বেপারী চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার উজলপুর বিলপাড়া এলাকার মৃত জিন্নাত আলী বেপারীর ছেলে। 

পোড়াদহ জিআরপি থানার ওসি জহুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেন পোড়াদহ জংশন স্টেশনে পৌঁছালে জিআরপি থানার এসআই ইদ্রিস আলী ও এএসআই মুরাদ আলী নকশীকাঁথা ট্রেনে অভিযান চালায়। এ সময় একটি ব্যাগের মধ্যে রাখা ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় মাদক বহনের দায়ে করিম বেপারী নামে একজনকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে পোড়াদহ রেলওয়ে থানায় মাদক মামলা করে আদালতে প্রেরণ করা হবে।

ঢাকা/কাঞ্চন/ইমন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

উখিয়ায় নৌবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ১

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের শফির বিল এলাকায় অভিযান চালিয়ে ইমাম হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করেছে নৌবাহিনী। এ সময় তাঁর কাছ থেকে ধারালো অস্ত্র, ক্রিস্টাল ম্যাথ, গাঁজা ও মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গোপন তথ্যের ভিত্তিতে প্রাপ্ত তথ্যানুযায়ী গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে জালিয়াপালং ইউনিয়নের শফির বিল এলাকায় অভিযান চালিয়ে উখিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী ইমাম হোসেনকে আটক করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আর জানানো হয়, অভিযানের সময় মাদক কারবারি ইমাম হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে ভয়াবহ মাদক ক্রিস্টাল ম্যাথ, গাঁজা, সাতটি দেশীয় ধারালো অস্ত্র ও তিনটি মুঠোফোন জব্দ করা হয়। আটক হওয়া ইমাম হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেন। অভিযানের পর মাদক, অস্ত্রসহ তাঁকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মাদক ও অপরাধ দমনে নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পর্কিত নিবন্ধ

  • উখিয়ায় নৌবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ১