সময়টা বড্ড খারাপ যাচ্ছে ম্যানচেস্টার সিটির। প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে পঞ্চম স্থানে এবং ৩৬ দলের চ্যাম্পিয়ন্স লিগে ২২তম স্থানে! সিটি বস পেপ গার্দিওলা অবশ্য আশাবাদী মানুষ। তাঁর বিশ্বাস, এই ধ্বংসস্তূপ থেকেই ঘুরে দাঁড়াবে তাঁর দল। গত রোববার লিগে ইপসুইচকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়ার তরতাজা স্মৃতিই পিএসজির বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে তাদের অনুপ্রেরণা।
পিএসজির অবস্থা আরও খারাপ। সিটির চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ২৫ নম্বরে প্যারিসের দলটি। দু’দলের কাছেই আজকের ম্যাচটি অনেকটা অলিখিত ফাইনাল। নতুন ফরম্যাটে গ্রুপ পর্ব থেকে ২৪ দল নকআউটে যাবে। এর মধ্যে পয়েন্ট টেবিলের প্রথম ৮ দল সরাসরি শেষ ষোলোতে যাবে। বাকি ৮টি স্থানের জন্য ৯ম স্থান থেকে ২৪তম দলের মধ্যে প্লে-অফ হবে। সেই প্লে-অফে জায়গা করে নেওয়ার লক্ষ্যেই আজ প্যারিস যাচ্ছে সিটি।
পেপ গার্দিওলা বলেন, ‘মাথায় প্যারিসের ভাবনা চলে এসেছে। আমাদের দুটি ম্যাচ (চ্যাম্পিয়ন্স লিগ) বাকি আছে। কোয়ালিফাই করতে হলে দুটিতেই জিততে হবে। একটি জিতলে শঙ্কায় পড়ে যাব।’
পিএসজির সমীকরণ আরও কঠিন। তাদের অবশিষ্ট দুই ম্যাচেই জিততে হবে। আসলে তাদের ভাগ্যই খারাপ। নতুন ফরম্যাটে আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, অ্যাতলেটিকো মাদ্রিদ ও ম্যানসিটির মতো বিশ্বের অন্যতম সেরা ক্লাবগুলোর বিপক্ষে ম্যাচ পড়েছে তাদের। এর মধ্যে আবার এই মৌসুমে খেলতে হচ্ছে কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া। তারকাবিহীন দল নিয়ে আর্সেনাল ও বায়ার্নের মাঠ থেকে হেরে এসেছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প এসজ
এছাড়াও পড়ুন:
সরকারি প্রতিষ্ঠানগুলো এখনও পুরোপুরি কার্যকর হয়নি: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনসহ সব সরকারি প্রতিষ্ঠানগুলো এখনও পুরোপুরি কার্যকর হয়নি।
সোমবার (৩ মার্চ) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, সংস্কারের জন্য যেসব কমিশন গঠন হয়েছিল, সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছে প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করার লক্ষ্যে।
তিনি আরও বলেন, জনগণ এখন নির্বাচন চায়। দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান সবার। একই সঙ্গে অবাধ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করারও আহ্বান জানাই।
বিএইচ