শখের বাগান সবুজ-সুন্দর রাখতে কী করবেন
Published: 22nd, January 2025 GMT
ঘরে,ব্যালকনি বা ছাদে অনেকেই শখের গাছ লাগান। কিন্তু গোটা সপ্তাহ অফিসের কাজ, সংসারের চাপের কারণে অনেকেই শখের গাছের পরিচর্যা করতে পারেন না। বেশিরভাগ ক্ষেত্রেই তা পানি ঢালার মধ্যেই সীমাবদ্ধ থাকে। তবে এভাবে দিনের পর দিন চলতে থাকলে গাছপালার স্বাস্থ্যে তার প্রভাব পড়তে পারে। বাগান করতে হলে শুধু পানি দিলেই হবে না, এর জন্য দরকার বাড়তি পরিচর্যা। কাজের দিনে সেই সময় না পেলেও, ছুটির দিনে গাছের দেখভাল জরুরি।
কীভাবে নেবেন গাছের যত্ন
সূর্যালোক : ঘরের ভিতরে রাখা গাছ সাধারণত অল্প যত্ন, সূর্যালোকে বেড়ে ওঠে। তারপরও অন্তত ২-৩ ঘণ্টা এসব গাছ জানালার পাশে আলো-হাওয়ায় রাখা দরকার। যেদিন সময় পাবেন সেদিন গাছগুলি পরীক্ষা করে দেখে নিন, তাদের স্বাস্থ্য ঠিক আছে কি না। প্রয়োজনে গাছগুলোর অবস্থান বদল করে উপযুক্ত আলো-হাওয়ার ব্যবস্থা করতে হবে।
কাটছাঁট: গাছের বেড়ে ওঠার পাশাপাশি কাটছাঁটও খুব জরুরি। ফুলগাছের ক্ষেত্রে কোন কাণ্ড, কোন কুঁড়ি কাটতে হবে, শুকিয়ে যাওয়া ফুল কাটতে হবে, তা মাথায় রাখা দরকার। গাছে বেশি ফুল চাইলে এই পদ্ধতি খুব জরুরি।
টব: লক্ষ্য করলে দেখবেন গাছ যদি এমন কোনও জায়গায় রাখা হয়, যার এক দিকে সূর্যালোক আসে, তা হলে কাণ্ড সে দিকেই ডালপালা মেলে। এ ক্ষেত্রে এক সপ্তাহ পর পর টবের অবস্থান এ দিক-ও দিক করলে বা টবটি ঘুরিয়ে দিলে গাছ সব দিকে সমান ভাবে বাড়বে।
সার: গাছের বেড়ে ওঠার জন্য খাবার লাগে। টবের বা গাছের গোড়ার মাটি মাঝেমধ্যে আলগা করে দিলে আলো, হাওয়া চলাচল ভালো হয়। প্রয়োজন মতো সার দেওয়ার দরকার পড়ে। গাছের খেয়াল রাখার সময় সার দিতে হবে কি না দেখে নিন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: দরক র
এছাড়াও পড়ুন:
বগুড়ার মিনি জাফলংয়ে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু
বগুড়ার শেরপুরে মিনি জাফলং নামে পরিচিত বাঙালি নদীতে গোসল করতে গিয়ে সাদাত হোসেন (১২) নামে এক শিশু প্রাণ হারিয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) সকালে সুঘাট ইউনিয়নের জোড়গাছা ব্রিজের নিচে বাঙালি নদীতে স্রোতের সাথে ভেসে শিশুটি ডুবে যায়।
সাদাত হোসেন ধনুট উপজেলার বিল চাপরি গ্রামের ইকবাল হোসেনের ছেলে।
সাদাতের নানা মোখলেসুর রহমান জানান, ঈদে শিশুটি আমার বাড়ি সুত্রাপুর বেড়াতে আসে। আজ (শুক্রবার) সকালেই সে মিনি জাফলং নামে পরিচিত বাঙালি নদীতে অন্যান্য শিশুদের সাথে গোসল করতে যায়। এ সময় পা পিছলে পড়ে পানির স্রোতে ভেসে নদীর গভীরে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা পর তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটি উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ঢাকা/এনাম/টিপু