উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ এক ম্যাচে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে ৫-৪ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচটিতে টানটান উত্তেজনা, লাল কার্ড সবই দেখেছে দর্শকরা। নাটকীয় এই জয়ে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে।  
  
ম্যাচের দ্বিতীয় মিনিটেই বেনফিকাকে এগিয়ে দেন ভেনগেলিস পাভলিদিস। এরপর ২২ ও ৩০ মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ৩০ মিনিটে পেনাল্টি থেকে তার করা গোল বেনফিকাকে এনে দেয় ৩-১ ব্যবধান। বার্সেলোনার হয়ে প্রথমার্ধে একমাত্র গোলটি আসে রবার্ট লেভান্ডোভস্কির স্পটকিক থেকে।  

বিরতির পর বার্সেলোনা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৬৪ মিনিটে রাফিনহা গোল করলে ব্যবধান কমে ৩-২। তবে, ৬৮ মিনিটে আরাউহোর আত্মঘাতী গোলে বেনফিকার এগিয়ে যাওয়ার ব্যবধান হয় ৪-২।  

ম্যাচ প্রায় হাতছাড়া হওয়ার পর বার্সেলোনা দেখায় দুর্দান্ত লড়াইয়ের মানসিকতা। ৭৮ মিনিটে লেভান্ডোভস্কি পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন। রুদ্ধশ্বাস ম্যাচের আসল নাটক শুরু পরের সময়টাতে। ৮৬ মিনিটে এরিক গার্সিয়ার গোল ম্যাচে আনে নাটকীয় সমতা। নির্ধারিত ৯০ মিনিট শেষে খেলা তখন ৪-৪! তবে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে রাফিনহার গোল বার্সাকে এনে দেয় জয়। বেনফিকার ফুটবলার কাবরাল এক মিনিট পর লাল কার্ড দেখলে স্বাগতিক দলের সব প্রত্যাশা শেষ হয়ে যায়।

চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বার কোনো দল ৪ গোল খেয়েও ম্যাচ জিতলো। ২০১৬ সালের নভেম্বরে লেগিয়া ওয়ারশের বিপক্ষে ৮–৪ গোলে জিতেছিল বরুশিয়া ডর্টমুন্ড।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইতালিপ্রবাসী দুই তরুণ নিহত

চাঁদপুর শহরের পুরানবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় ইতালিপ্রবাসী দুই তরুণ নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সোয়া ১০টায় পুরানবাজার গার্লস স্কুলের সামনে একটি পণ্যবাহী কাভার্ড ভ্যানের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হচ্ছেন পুরানবাজার মেরকাটিজ রোডের মো. আবদুস সালাম দেওয়ানের ছেলে ইতালিপ্রবাসী অভি দেওয়ান (১৭) ও তাঁর খালাতো ভাই শরীয়তপুরের ঘরিসা এলাকার মো. সেলিম মিয়ার ছেলে নিলয় (১৮)। এ ঘটনায় কাভার্ড ভ্যানচালক পালিয়ে গেলেও স্থানীয় লোকজন কাভার্ড ভ্যানটি জব্দ করেছে।

পুরানবাজার এলাকার প্রত্যক্ষদর্শী শিপন খান বলেন, মেরকাটিজ রোডের অভি দেওয়ান ও তাঁর খালাতো ভাই শরীয়তপুরের নিলয় দুজন ইতালিতে থাকেন। রোজা ও ঈদের ছুটি কাটাতে গত ১১ ফেব্রুয়ারি অভি দেওয়ান ও ১৮ ফেব্রুয়ারি নিলয় দেশে আসেন। গতকাল রাত সোয়া ১০টায় তাঁরা দুজন একটি মোটরসাইকেল নিয়ে শহরের নতুন বাজার যাচ্ছিলেন। এ সময় গার্লস স্কুলে কাছে দ্রুতগতিতে একটি সাইকেলকে পাস কাটিয়ে যাওয়ার সময় একটি কাভার্ড ভ্যানের নিচে পড়ে যান। ঘটনাস্থলে অভির মৃত্যু হয়। নিলয়কে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহার মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ