উইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের দৌড়ে টিকে থাকল বাংলাদেশ
Published: 22nd, January 2025 GMT
সেন্ট কিটসে ঐতিহাসিক এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬০ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এই জয়ে বিশ্বকাপের দৌড়ে টিকে রইল বাংলাদেশ।
প্রথমে ব্যাট করে অধিনায়ক নিগার সুলতানার দৃঢ় ব্যাটিংয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১৮৪ রান। জ্যোতির ১২০ বলে ৬৮ রানের ইনিংস দলের জন্য মজবুত ভিত গড়ে দেয়। জবাবে ক্যারিবিয়ান নারী দল গুটিয়ে যায় মাত্র ১২৪ রানে। নারীদের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম জয়।
বাংলাদেশের জয়ে মূল ভূমিকা রেখেছেন বোলাররা। বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ছিলেন দলের সেরা বোলার, ৩৫ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। লেগ স্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন নেন ২টি করে উইকেট। পেসার মারুফা আক্তারও নিয়েছেন ২ উইকেট।
১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে স্বাগতিক দল। তৃতীয় ওভারে মারুফা আক্তার আঘাত হানেন, কিয়ানা জোসেফকে ফিরিয়ে। এরপর বিপজ্জনক হেইলি ম্যাথিউসকে থামান নাহিদা। ডানড্রা ডটিনকেও দ্রুত বিদায় করেন মারুফা।
উইকেটরক্ষক ব্যাটার শেমাইন ক্যাম্পবেল কিছুটা লড়াই করলেও তার ২৮ রানের ইনিংস থামিয়ে দেন নাহিদা। এরপর ক্যারিবিয়ানরা আর ঘুরে দাঁড়াতে পারেনি।
টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল নড়বড়ে। মাত্র ৫৬ রানেই ৩ উইকেট হারিয়ে দল পড়ে বিপদে। তবে অধিনায়ক জ্যোতি ও সোবহানা মুশতারি ৫১ রানের জুটি গড়ে দলকে সামলে নেন।
মুশতারি ২৩ রান করে আউট হলে দ্রুত ফিরে যান ফাহিমা খাতুনও। তবে জ্যোতি লড়াই চালিয়ে যান স্বর্ণা আক্তারকে সঙ্গে নিয়ে। স্বর্ণা করেন ২১ রান। জ্যোতি শেষ পর্যন্ত ৪৯তম ওভারে আউট হন। তার ৫ চার সমৃদ্ধ ৬৮ রানের ইনিংসেই দল সংগ্রহ করে লড়াইয়ের উপযুক্ত স্কোর।
জয়ের ভিত গড়ে দেওয়া এই পারফরম্যান্স বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য স্মরণীয় হয়ে থাকবে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ এখন রূপ নিয়েছে ফাইনালে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
কিউইদের ২৫০ রানের লক্ষ্য দিল ভারত
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানকে দাপটের সঙ্গে হারানোর পর নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। ৩০ রানে টপ অর্ডারের তিন ব্যাটার রোহিত শর্মা, শুভমন গিল ও বিরাট কোহলিকে হারায় তারা। সেখান থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে ২৪৯ রানের পুঁজি পেয়েছে ভারত।
টস হেরে ব্যাট করতে নামা ভারতীয় ব্যাটিং অর্ডারে প্রথম ধাক্কা দেন কাইল জেমিনসন। দারুণ ছন্দে থাকা গিলকে (১৫) ফেরান তিনি। এরপর ম্যাট হেনরির বলে সাজঘরে ফেরেন রোহিত (২) ও বিরাট (১১)। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করা বিরাট পয়েন্টে গ্লেন ফিলিপসের হাতে দুর্দুান্ত এক ম্যাচ হয়ে ফিরে যান।
এরপর চারে নামা শ্রেয়াস আইয়ার ও পাঁচে নামা অক্ষর প্যাটেল ৯৮ রানের জুটি গড়েন। অক্ষর ৬১ বলে ৪২ রান করে আউট হন। তিনটি চারের সঙ্গে একটা ছক্কা মারেন তিনি। কেএল রাহুলের সঙ্গে ৪৪ রানের জুটি দিয়ে আউট হন আইয়ার। তিনি দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস খেলেন। ৯৮ বলের ইনিংস চারটি চার ও দুটি ছক্কায় সাজান।
রাহুল সেট হলেও ইনিংস বড় করতে পারেননি। তিনি ২৯ বলে ২৩ রান করে আউট হন। হার্ডিক পান্ডিয়া দলকে আড়াই’ ছোঁয়া পুঁজি এনে দেন। তার ব্যাট থেকে ৪৫ বলে ৪৫ রানের ইনিংস আসে। চারটি চারের সঙ্গে দুটি ছক্কা মারেন এই ব্যাটার।
ভারতের ব্যাটিং অর্ডার ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন হেনরি। টপ অর্ডারে ধস নামানো এই পেসার ৮ ওভারে ৪৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। জেমিনসন, ওরর্কি, মিশেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্র একটি করে উইকেট নেন। গ্রুপের এই শেষ ম্যাচের ফলের ওপর নির্ভর করছে সেমিফাইনালে কে কার মুখোমুখি হবে। জিতলে ভারত ফাইনালের লড়াইয়ে অস্ট্রেলিয়াকে পাবে। হারলে খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।