নড়াইল সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় খসরু আলম সাগর (৩৪) নামে এক পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার নড়াইল-গোবরা-ফুলতলা আঞ্চলিক সড়কের কলোড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

মারা যাওয়া খসরু আলম সাগর উপজেলার মাছিমদিয়া গ্রামের জাকার আলীর ছেলে।

আরো পড়ুন:

খুলনায় ট্রাকচাপায় যুবকের মৃত্যু

রোড ডিভাইডারে প্রাইভেটকারের ধাক্কা, শ্যালক ও দুলাভাই নিহত

নিহতের চাচা আরিফুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে নড়াইল-গোবরা-ফুলতলা আঞ্চলিক সড়ক দিয়ে মোটরসাইকেলে করে খসরু আলম সাগর বাড়ি ফিরছিলেন। একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সন্ধ্যায় চিকিৎসক খসরু আলম সাগরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। খুলনায় নেওয়ার পথে রাত সাড়ে ৭টার দিকে খসরু আলম সাগর মারা যান।

নড়াইল সদর থানার ওসি মো.

সাজেদুল ইসলাম বুধবার (২২ জানুয়ারি) সকালে বলেন, “এমন ঘটনা আমার জানা নেই। আমাকে কেউ অবহিত করেনি। যদি নিহতের স্বজনরা অভিযোগ দেন, আমরা আইনী ব্যবস্থা নেব।”

ঢাকা/শরিফুল/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন

এছাড়াও পড়ুন:

বিজিবির সাবেক ডিজি সাফিনুল ও তাঁর স্ত্রীর ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

বিজিবির সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল (অব.) সাফিনুল ইসলাম ও তাঁর স্ত্রী সোমা ইসলামের ৫৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ বুধবার এ আদেশ দেন।

দুদকের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। যে ৫৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে সঞ্চয়পত্র, স্থায়ী আমানত ও ক্রেডিট কার্ড।

আরিফ খান জয় ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, তাঁর স্ত্রী সোনিয়া আরিফ, ছেলে খান জিনদিন ইয়াজিদ ও মেয়ে উম্মে সাওদা খানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুদকের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, আরিফ খান জয়ের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। আদালত শুনানি নিয়ে তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

মোনেমের এমডির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

বেসরকারি প্রতিষ্ঠান আবদুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মঈন উদ্দিন মোনেম ও পদ্মা ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাব্বির মোহাম্মদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এ ছাড়া ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক হুজ্জত উল্লাহর বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সম্পর্কিত নিবন্ধ