হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় গোবিন্দগঞ্জের দুই সাংবাদিক কারাগারে
Published: 22nd, January 2025 GMT
জামায়াত নেতার ছেলের বিস্ফোরণ আইনে দায়ের করা মামলায় গোবিন্দগঞ্জের দুই সাংবাদিককে কারাগারে পাঠিয়েছেন গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
মঙ্গলবার হাইকোর্ট থেকে আগাম জামিনে থাকা ওই দুই সাংবাদিক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা বার সমিতির সভাপতি অ্যাডভোকেট ফারুক আহম্মেদ প্রিন্স।
সাংবাদিক দুজন হলেন- দৈনিক সকালের বাণী পত্রিকার উপজেলা প্রতিনিধি রায়হান মোহাম্মদ মোস্তফা কামাল ও দৈনিক আলো প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ও গোবিন্দগঞ্জ চৌকি আদালতের শিক্ষানবীশ আইনজীবী নূর মোহাম্মদ রায়হান ফরহাদ লিখন।
প্রসঙ্গত, ২০১৪ সালের ঘটনায় ১১ বছর পর ২০২৪ সালের ১৪ নভেম্বর সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী প্রধানের ছেলে তাহারাত তানভীর প্রধান বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে দুই সাংবাদিকসহ ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের নাগরিকদের এল সালভাদরের কুখ্যাত কারাগারে পাঠাতে চান ট্রাম্প
এবার যুক্তরাষ্ট্রের নাগরিকদের হুমকি দিয়ে বসলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি বলেছেন, সহিংস অপরাধে জড়িত মার্কিনদের মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের কুখ্যাত কারাগারে পাঠাতে পারলে তাঁর ‘ভালো’ লাগবে।
আগের দিন সোমবার এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলের সঙ্গে আলাপের সময়ই এই পরিকল্পনার কথা তুলেছিলেন ট্রাম্প। বুকেলে নিজেকে ‘বিশ্বের সবচেয়ে ঠান্ডা মাথার স্বৈরশাসক’ হিসেবে তকমা দিয়েছেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের নিজ দেশের কারাগারে স্থান দিয়েছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি তাঁদের দেশে বেড়ে ওঠা অপরাধী হিসেবে ডাকব। তাঁরা (দেশেই) বেড়ে ওঠেন। আর উল্টাপাল্টা কিছু হলে মানুষের মাথায় বেসবলের ব্যাট দিয়ে আঘাত করেন এবং মানুষকে রেলপথের ওপর ফেলে দেন।’
মার্কিন নাগরিকদের বিদেশি কারাগারে পাঠানোর বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমরা এটি করতে চাচ্ছি। এটি করতে আমার ভালো লাগবে।’ আর সোমবার ট্রাম্প বলেছিলেন, হোয়াইট হাউসে নায়িব বুকেলের সঙ্গে আলাপের সময় মার্কিনদের এল সালভাদরে পাঠানোর সম্ভাব্যতা যাচাই করতে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে নির্দেশ দিয়েছেন তিনি।
গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পরপরই যুক্তরাষ্ট্রের কারাবন্দীদের এল সালভাদরে পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন নায়িব বুকেলে। এর বিনিময়ে ৬০ লাখ ডলার চেয়েছিলেন তিনি। তখন থেকে দেশটিতে আড়াই শর বেশি অবৈধ অভিবাসীকে পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন।