পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে নিহত ১০
Published: 22nd, January 2025 GMT
ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে প্রাণঘাতী অভিযান চালিয়েছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১০ ফিলিস্তিনি। ভূখণ্ডটির জেনিন শহরে চালানো অভিযানে প্রাণহানির এই ঘটনা ঘটে। অন্যদিকে শতাধিক মরদেহ ফিলিস্তিনের গাজায়। যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর গত ২ দিনে সেখান থেকে পঁচা-গলা এসব মরদেহ উদ্ধার করা হয়।
বুধবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সামরিক অভিযানে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত এবং আরও অনেক আহত হয়েছেন বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা জানিয়েছেন, গাজায় ধ্বংসস্তূপের নিচে থেকে দুই দিনে ১২০টি পচা লাশ উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি সামরিক বাহিনীর বিশেষ ইউনিট জেনিন শরণার্থী শিবিরের বেশ কয়েকটি এলাকায় অভিযান চালায় এবং ইসরায়েলি ড্রোন ওই এলাকার দুটি স্থানে হামলা চালায়। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কান নিশ্চিত করেছে, শরণার্থী শিবিরের অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে।
একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছে, জেনিনে চলমান এই অভিযানের কোড-নাম “আয়রন ওয়াল” এবং এটি কয়েক দিন ধরে চলতে পারে বলে আশা করা হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ও জেনিনে এই অপারেশনের কথা নিশ্চিত করেছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রাজনৈতিক দল গঠন করছেন ইলিয়াস কাঞ্চন
সক্রিয়ভাবে রাজনীতিতে নামছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিতে যাচ্ছেন তিনি। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ‘বেদের মেয়ে জোছনা’খ্যাত এই তারকা।
ইলিয়াস কাঞ্চনের রাজনৈতিক দলের নাম রাখা হয়েছে ‘জনতার পার্টি বাংলাদেশ’। তার নেতৃত্বে আগামী ২৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে দলটির নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এই চিত্রনায়ক।
জানা যায়, ওই দিন সকাল ১০টায় শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে (নিচতলা) অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে ইলিয়াস কাঞ্চন তার নতুন দলের নাম ঘোষণা করবেন।
আরো পড়ুন:
বিব্রত ও ক্ষুব্ধ ববিতা
সরকারি অনুদানের সিনেমা জমা দেওয়ার সময় বাড়লো
১৯৯৩ সালে ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হন। এরপরই নিরাপদ সড়ক নিয়ে কাজ শুরু করেন। গড়ে তুলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলন। দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনের পাশাপাশি সামাজিক বিভিন্ন অবক্ষয় নিয়েও কথা বলতে দেখা গেছে ইলিয়াস কাঞ্চনকে। কিছুদিন আগে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছিলেন।
ঢাকা/শান্ত