হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের কুশিয়ারা নদী থেকে বস্তাবন্দি অবস্থায় মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের অধিকাংশ পচে যাওয়ায় পরিচয় শনাক্ত করতে পারেনি তারা। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর ইউনিয়নের উদ্ভবপুর গ্রাম সংলগ্ন কুশিয়ারা নদী থেকে মরদেহটি উদ্ধার হয় বলে জানান আজমিরীগঞ্জ থানার ওসি এবিএম মাঈদুল হাছান। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় কিছু রাখাল নদীপাড়ে বস্তাবন্দি মরদেহটি দেখতে পান। তারা বিষয়টি এলাকাবাসীকে জানান। তাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।

ওসি এবিএম মাঈদুল হাছান বলেন, “এলাকাবাসীর মাধ্যমে বিষয়টি অবগত হয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মাথাবিহীন মরদেহটি উদ্ধার করি। মরদেহের হাতে একটি বিশেষ ধরণের মালা ছিল। মরদেহটি নারী নাকি পুরুষের সেটি এখনো বলা যাচ্ছে না। আমরা আইনানুগভাবে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করছি।”

ঢাকা/মামুন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ

এছাড়াও পড়ুন:

রাজনৈতিক দল গঠন করছেন ইলিয়াস কাঞ্চন

সক্রিয়ভাবে রাজনীতিতে নামছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।  নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিতে যাচ্ছেন তিনি। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ‘বেদের মেয়ে জোছনা’খ্যাত এই তারকা। 

ইলিয়াস কাঞ্চনের রাজনৈতিক দলের নাম রাখা হয়েছে ‘জনতার পার্টি বাংলাদেশ’। তার নেতৃত্বে আগামী ২৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে দলটির নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এই চিত্রনায়ক।

জানা যায়, ওই দিন সকাল ১০টায় শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে (নিচতলা) অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে ইলিয়াস কাঞ্চন তার নতুন দলের নাম ঘোষণা করবেন।

আরো পড়ুন:

বিব্রত ও ক্ষুব্ধ ববিতা

সরকারি অনুদানের সিনেমা জমা দেওয়ার সময় বাড়লো

১৯৯৩ সালে ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হন। এরপরই নিরাপদ সড়ক নিয়ে কাজ শুরু করেন। গড়ে তুলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলন। দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনের পাশাপাশি সামাজিক বিভিন্ন অবক্ষয় নিয়েও কথা বলতে দেখা গেছে ইলিয়াস কাঞ্চনকে। কিছুদিন আগে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছিলেন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ