স্কুলছাত্র হত্যায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ
Published: 21st, January 2025 GMT
বেলাবতে স্কুলছাত্র অনয় চন্দ্র মোদক হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরে বেলাব বাজারের কাছে মানববন্ধন করেন তারা।
এ সময় অষ্টম শ্রেণির শিক্ষার্থী অনয় চন্দ্র মোদকের হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তব্য দেন বেলাব পাইলট সরকারি মর্ডান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোষ, সহকারী শিক্ষক আমিরুল এহসান, বেলাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন, শিক্ষার্থী জারিন, আরচি ও রাইসা।
মানববন্ধন শেষে অনয় হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন তারা। বিক্ষোভ মিছিলে ‘আমার ভাই মরল কেন, অনয় হত্যার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা। স্মারকলিপি গ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনয় হত্যায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে ফিরে যায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
গত রোববার বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের দীঘলদীকান্দা এলাকা পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে অনয়ের লাশ উদ্ধার করা হয়। এর আগে ভোলার লালমোহন থানার চরলক্ষী সিকদার বাড়ির সুমন হোসেন নামে একজনকে গ্রেপ্তার করে বেলাব থানার পুলিশ। সুমনের বিকাশ নম্বরে স্কুলছাত্র অনয় অপহরণের মুক্তিপণ দিয়েছিলেন স্বজন।
গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় অনয় চন্দ্র মোদক বেলাব মাটিয়াল পাড়ায় নিজ বাড়ি থেকে শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য বেলাব বাজার যায়। পরে রাত ৮টার দিকে বেলাব উপজেলা রোডের আনাফ রেস্টুরেন্ট থেকে নাস্তা করে বেরিয়ে নিখোঁজ হয়। পরে একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে জানানো হয়, অনয়কে অপহরণ করা হয়েছে। অনয়কে জীবিত পেতে চাওয়া হয় এক লাখ টাকা মুক্তিপণ। টাকা নিতে দেওয়া হয় ভোলার লালমোহন থেকে গ্রেপ্তার সুমনের মোবাইল নম্বর। অনয়ের স্বজন অপহরণকারীদের দেওয়া মোবাইল নম্বরে বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা পরিশোধ করেন। কিন্তু অপহরণের পাঁচ দিন পর গত রোববার বিকেলে অনয়ের লাশ ভেসে ওঠে বেলাবর ওপর দিয়ে প্রবাহমান পুরাতন ব্রহ্মপুত্র নদে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ‘তদন্ত অব্যাহত আছে। আমরা অনেক দূর এগিয়েছি। দ্রুতই তদন্ত সম্পন্ন করে হত্যার রহস্য উন্মোচন করতে পারব বলে আশা করছি।’
উৎস: Samakal
কীওয়ার্ড: উপজ ল
এছাড়াও পড়ুন:
লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশিকে উদ্ধার
লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির মিসরাতা সিকিউরিটি ডিরেক্টরেটের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মিসরাতা শহরে অভিযান চালিয়ে এই বাংলাদেশিদের উদ্ধার করা হয়। আজ বুধবার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।
ফেসবুক পোস্টে বলা হয়, এই ঘটনায় জড়িত দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে মিসরাতা সিকিউরিটি ডিরেক্টরেটের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়, বেশ কয়েকজন বিদেশিকে অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্যাতনের অভিযোগে মিসরাতার আল-গিরান থানায় করা অভিযোগের ভিত্তিতে সিআইডি তদন্ত শুরু করে। তদন্তের মাধ্যমে অপহরণকারী চক্রের অবস্থান চিহ্নিত করে সিআইডি। এরপর সিআইডি সফল অভিযান চালিয়ে জিম্মিদের (অপহৃতদের) মুক্ত করে। পরবর্তী সময়ে উদ্ধার হওয়া ব্যক্তিদের আইনি প্রক্রিয়ার জন্য আল-গিরান থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদেরও একই থানায় হস্তান্তর করা হয়েছে।
অপহরণের ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তি