বেলাবতে স্কুলছাত্র অনয় চন্দ্র মোদক হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরে বেলাব বাজারের কাছে মানববন্ধন করেন তারা।
এ সময় অষ্টম শ্রেণির শিক্ষার্থী অনয় চন্দ্র মোদকের হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তব্য দেন বেলাব পাইলট সরকারি মর্ডান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোষ, সহকারী শিক্ষক আমিরুল এহসান, বেলাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন, শিক্ষার্থী জারিন, আরচি ও রাইসা।
মানববন্ধন শেষে অনয় হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন তারা। বিক্ষোভ মিছিলে ‘আমার ভাই মরল কেন, অনয় হত্যার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা। স্মারকলিপি গ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনয় হত্যায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে ফিরে যায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
গত রোববার বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের দীঘলদীকান্দা এলাকা পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে অনয়ের লাশ উদ্ধার করা হয়। এর আগে ভোলার লালমোহন থানার চরলক্ষী সিকদার বাড়ির সুমন হোসেন নামে একজনকে গ্রেপ্তার করে বেলাব থানার পুলিশ। সুমনের বিকাশ নম্বরে স্কুলছাত্র অনয় অপহরণের মুক্তিপণ দিয়েছিলেন স্বজন।
গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় অনয় চন্দ্র মোদক বেলাব মাটিয়াল পাড়ায় নিজ বাড়ি থেকে শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য বেলাব বাজার যায়। পরে রাত ৮টার দিকে বেলাব উপজেলা রোডের আনাফ রেস্টুরেন্ট থেকে নাস্তা করে বেরিয়ে নিখোঁজ হয়। পরে একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে জানানো হয়, অনয়কে অপহরণ করা হয়েছে। অনয়কে জীবিত পেতে চাওয়া হয় এক লাখ টাকা মুক্তিপণ। টাকা নিতে দেওয়া হয় ভোলার লালমোহন থেকে গ্রেপ্তার সুমনের মোবাইল নম্বর। অনয়ের স্বজন অপহরণকারীদের দেওয়া মোবাইল নম্বরে বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা পরিশোধ করেন। কিন্তু অপহরণের পাঁচ দিন পর গত রোববার বিকেলে অনয়ের লাশ ভেসে ওঠে বেলাবর ওপর দিয়ে প্রবাহমান পুরাতন ব্রহ্মপুত্র নদে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ‘তদন্ত অব্যাহত আছে। আমরা অনেক দূর এগিয়েছি। দ্রুতই তদন্ত সম্পন্ন করে হত্যার রহস্য উন্মোচন করতে পারব বলে আশা করছি।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: উপজ ল

এছাড়াও পড়ুন:

অটোরিকশার চালককে হত্যার প্রতিবাদ

চট্টগ্রামের বাঁশখালীতে জাহিদুল ইসলাম নামে অটোরিকশাচালককে হত্যার প্রতিবাদ এবং দোষীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শ্রমিকরা। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে কয়েকশ রিকশাচালক অংশ নেন। 
বাঁশখালী উপজেলা অটোরিকশাচালক-শ্রমিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দেন অটোরিকশা শ্রমিক অ্যাসোসিয়েশনের সভাপতি আমির হোসেন কোম্পানি, উপদেষ্টা আবদুর রশিদ, আবদুল মজিদ, নুরুল কবির, জাফর আহমদ, শ্রমিক নেতা মোহাম্মদ শফিক, হাবিবুর রহমান, আবদুল মান্নান, হোছন আহমদ, বিকাশ বড়ুয়া, নিহতের মা সাদেকা বেগম প্রমুখ। 
বিক্ষোভ ও মানববন্ধন শেষে আন্দোলনকারীরা বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম ও থানার ওসি সাইফুল ইসলামকে স্মারকলিপি দেন। 
গত শনিবার রাতে বাঁশখালীর সরল কানুনগোখীল এলাকায় জাহিদুল ইসলাম খুন হন। এ ঘটনায় পুলিশ ৬ ঘণ্টার ব্যবধানে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোহাম্মদ আরমান নামে এক হত্যাকারীকে গ্রেপ্তার করে। জাহিদুল ইসলাম পৌরসভার এক নম্বর ওয়ার্ড ভাদালিয়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। 

সম্পর্কিত নিবন্ধ

  • প্রেমিকার সাবেক স্বামীর ফাঁদে প্রাণ গেছে তাজকীরের
  • অটোরিকশার চালককে হত্যার প্রতিবাদ
  • বার কাউন্সিলের অযৌক্তিক ফি নির্ধারণের প্রতিবাদে ইবিতে মানববন্ধন
  • মহাপরিচালকের পদত্যাগপত্র উপদেষ্টা ফারুকীর টেবিলে
  • অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
  • হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
  • পেরেক-গাঁথা কাঠ দিয়ে পেটানো হয় দুজনকে
  • মুন্সিগঞ্জে নিখোঁজ ব্যক্তির সন্ধান চেয়ে মানববন্ধন, থানা ফটকে বিক্ষোভ
  • নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধ সংস্কারকাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
  • বৈঠকে অভিযোগ শুনেই ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা