গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকরা রাতের ডিউটি বাতিল ও ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
উপজেলার নিশ্চিন্তপুর দোকানপাড় এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে লিবাস টেক্সটাইল নামের পোশাক তৈরির কারখানার কয়েকশ শ্রমিক এ কর্মসূচি পালন করে। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তির শিকার হন শত শত যানবাহনের যাত্রী।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, নিশ্চিন্তপুর এলাকার লিবাস টেক্সটাইল কারখানার জহির উদ্দিন নামের এক শ্রমিক গত সোমবার রাত ১২টার দিকে ডিউটি শেষে কর্মস্থল থেকে সফিপুরের বাসায় ফিরছিলেন। তিনি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারের পূর্বপাশে পৌঁছালে একদল ছিনতাইকারী তাঁর পথরোধ করে। ছিনতাইকারীরা জহিরের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করেন। মঙ্গলবার সকালে কারখানার শ্রমিকের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে বেলা ৩টার দিকে মহাসড়ক অবরোধ করে রাতের ডিউটি বাতিলের দাবিসহ ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবি জানান। এ খবর পেয়ে শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিকেল ৫টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। 
শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু তালেব জানান, পুলিশ কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সুরাহা করবে বলে তিনি শ্রমিকদের কথা দিয়েছেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অবর ধ

এছাড়াও পড়ুন:

ইফতার করতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাঁচবিবিতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব গোলাম নাছির (বিপ্লব) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আজ সোমবার বিকেলে ইফতার করতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার ফিচকারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত গোলাম নাছির পাঁচবিবি উপজেলার মধ্য মালঞ্চ গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক দলনেতা গোলাম নাছির পারিবারিক কাজে সোমবার পাঁচবিবি উপজেলা সদরে এসেছিলেন। তিনি ইফতার করতে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন। ইফতারের আগে ফিচকার ঘাট এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা সড়কে ঘোরানোর সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে গোলাম নাছির মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাঁকে জয়পুরহাট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম সোমবার রাত সোয়া দশটায় প্রথম আলোকে বলেন, ইফতার করতে বাড়িতে যাওয়ার সময় পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ