সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার ও চীনের প্রতিষ্ঠানের পাশাপাশি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) বাংলাদেশ থেকে ১ লাখ ৫০ হাজার টন সার কিনছে সরকার। এর মধ্যে রয়েছে ১ লাখ ২০ হাজার টন ইউরিয়া এবং ৩০ হাজার টন ফসফরিক এসিড। এ সার আমদানিতে ব্যয় হবে ৭৫৬ কোটি ৬৩ লাখ টাকা।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড.
বৈঠক সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন থেকে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৩২ কোটি ৬ লাখ ৩৭ হাজার টাকা। এ ছাড়া একই দামে সৌদি আরবের সাবিক এগ্রো-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার আমদানি করা হবে।
কাতার এনার্জি মার্কেটিং থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার আমদানিতে কিছু বাড়তি ব্যয় হচ্ছে। এ ক্ষেত্রে দাম পড়ছে ১৩৮ কোটি ৬৫ লাখ ১৭ হাজার টাকা। তাছাড়া কাফকো থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার কেনায় ব্যয় হবে ১২৯ কোটি ৪৭ লাখ ২৫ হাজার টাকা। এটি বহুজাতিক প্রতিষ্ঠান হওয়ায় এ প্রতিষ্ঠান থেকে সার কিনলেও ডলারে মূল্য পরিশোধ করতে হয়, তাই আমদানি হিসেবেই ধরা হয়। এ ছাড়া চট্টগ্রামের টিএসপিসিএলের জন্য আরব আমিরাতের জেনট্রেড এফজেডইর কাছ থেকে ১০ হাজার টন ফসফরিক এসিড কেনা হচ্ছে। এতে ব্যয় হবে ৭৫ কোটি ৩৭ লাখ টাকা।
বৈঠকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে ৩ লাখ ১৭ হাজার ৭১২টি স্টিল ক্রস আর্ম কেনার প্রস্তাব অনুমোদন হয়। এতে ব্যয় হবে ৭০ কোটি ৩ লাখ ৩৭ হাজার টাকা। এর আগে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে কৃষিপণ্যের বিশেষ ওএমএস (খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি) কার্যক্রমের ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়।
উৎস: Samakal
কীওয়ার্ড: স র আমদ ন উপদ ষ ট সরক র
এছাড়াও পড়ুন:
আমিন জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জয়া আহসান
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি আমিন জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল-৭, ব্লক-বিতে অবস্থিত আমিন জুয়েলার্সের ফ্ল্যাগশিপ স্টোর পরিদর্শন করেন তিনি।
এই আয়োজনে জয়া আহসান ব্র্যান্ডটির সৃজনশীল ডিজাইন, গুণগত মান ও ঐতিহ্যের প্রতি তার আস্থার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিন জুয়েলার্সের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের সিনিয়র কনসালট্যান্ট মির্জা সাইদুল ইসলাম বেগ ও প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন সহযোগী অ্যাডপেরিয়েন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আশরাফুল আলম।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত অতিথি, গ্রাহক ও গহনা প্রেমীদের জন্য বিশেষ কালেকশনের প্রদর্শনী ছিল।
এ প্রসঙ্গে আমিন জুয়েলার্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিষ্ঠানটির সঙ্গে জয়া আহসানের এই নতুন যাত্রা ব্র্যান্ডটিকে আরও
সমৃদ্ধ করার পাশাপাশি গ্রাহকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে।
জয়া আহসানকে সর্বশেষ দেখা গেছে ‘বাগান বিলাস’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে। এতে জয়ার সঙ্গে অভিনয় করেছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও এলিটা করিম। এটি মূলত প্রীতম ও এলিটারই গান। ভিডিও পরিচালনা করেছেন সাদিয়া ইসলাম রোজা।
ঢাকা/এনএইচ