ক্ষতি জেনেও লাভের আশায় তামাক চাষে ঝুঁকছেন কৃষক
Published: 21st, January 2025 GMT
নাটোরের লালপুরের চংধুপাইল ইউনিয়নের পুকুন্দা মাঠের কৃষক আবুল মাজন আলী আখ, ধান ও গমের চাষ করতেন। ফসল বিক্রির নিশ্চয়তা ও ন্যায্যমূল্য না পাওয়ায় লাগাতার লোকসান গুনতে হয়েছে তাঁকে। তাই সমকালীন ফসল ছেড়ে গত বছর ৩০ বিঘা জমিতে তামাক আবাদ করেন। লাভ হওয়ায় আবাদি জমির পরিমাণ বাড়িয়েছেন।
আবুল মাজন আলী বলেন, তামাক চাষে কোম্পানি থেকে বীজ, সার ও ঋণ দেয়। বাড়ি থেকেই উচ্চ মূল্যে বিক্রি হয়ে যায়। তাই স্বাস্থ্যঝুঁকি জেনেও এ ফসল আবাদ করছেন।
আবুল মাজনসহ স্থানীয় কৃষকরা বলছেন, সমকালীন ফসল আবাদে কোনো সমস্যা হলে কৃষি অফিসের মাঠ কর্মকর্তাদের পাওয়া যায় না। অন্যদিকে উৎপাদনের আগেই তামাক কোম্পানি দর নির্ধারণ, বিক্রির নিশ্চয়তা, চাষের জন্য সুদমুক্ত ঋণ, প্রতিনিধিদের মাধ্যমে নিয়মিত মাঠ পরিদর্শন ও পরামর্শ দিয়ে থাকে। এ কারণে স্বাস্থ্যঝুঁকি জেনেও তারা তামাক চাষে আগ্রহী হচ্ছেন। কৃষি অফিস বলছে, তামাক চাষে নিরুৎসাহিত করতে মাঠপর্যায়ে কাজ হচ্ছে।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার আড়বাব ইউনিয়নের পকুন্দা, আব্দুলপুর, দুয়ারিয়া, এবি, দুড়দুরিয়া, কদিমচিলান এলাকায় বেশি তামাকের চাষ হয়েছে। তামাক ক্ষেতের পাশেই লোকালয় ও কৃষকের বাড়িতে তৈরি করা হচ্ছে তামাক পোড়ানোর চুল্লি।
তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করতে তৃণমূল পর্যায়ে কার্যকর ভূমিকা না থাকায় প্রতিনিয়ত তামাকের চাষ বৃদ্ধি পাচ্ছে। কৃষি অফিসের তথ্য অনুযায়ী, গত বছর উপজেলায় ৪৫ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছিল। এ বছর ৫৯ হেক্টরে আবাদ হয়েছে। এক বছরের ব্যবধানে তামাকের চাষ বেড়েছে ১৪ হেক্টরে। আবাদ করা জমির পরিমাণ আরও বেশি বলে জানান স্থানীয় কৃষকরা।
চংধুপাইল ইউনিয়নের পুকুন্দা মাঠের কৃষক নাসির উদ্দিন ১০ বিঘা জমিতে তামাকের চাষ করেছেন। এসব জমিতে আখ চাষ হতো। নাসির উদ্দিনের ভাষ্য, আখ বিক্রি ও দামের নিশ্চয়তা থাকে না। আখ কেটে অন্য ফসলও চাষ করা যায় না। তাই তামাক চাষ করেছেন। তিনি বলেন, প্রতি বিঘা জমিতে তামাক চাষে ৪৫ থেকে ৫০ হাজার টাকা খরচ হয়। বিক্রি হয় ১ লাখ ২০ হাজার টাকায়।
কৃষক কুদ্দুস আলী ১০ বিঘা জমিতে তামাক চাষ করেছেন। প্রতি বিঘায় খরচ হয় ৫০ হাজার টাকা। বিক্রি করেছেন ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার টাকা। উৎপাদিত ফসল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি মাঠ থেকেই কিনে নিয়ে যায়। সার, বীজ ও তামাক পোড়ানোর ঘর তৈরির জন্যও ঋণ সহায়তা দেয়। এ কারণে কৃষকরা তামাক আবাদে ঝুঁকেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় বলেন, তামাক কোম্পানি কৃষকদের অগ্রিম টাকা ও উৎপাদিত তামাক বিক্রির নিশ্চয়তা দেওয়ায় ক্ষতিকর এ ফসলের আবাদ দিন দিন বাড়ছে। তামাক চাষ বন্ধে কৃষকদের নিরুৎসাহিত করতে সভা-সমাবেশ করা হচ্ছে। তার পরও অনেক কৃষক লাভের আশায় তামাক চাষ করেছেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: চ ষ কর ছ ন উপজ ল
এছাড়াও পড়ুন:
বগুড়ায় নারী হাজতখানায় পরিবারের সঙ্গে পুরুষ আসামির সাক্ষাৎ
বগুড়ায় আলোচিত ১৭ মামলার আসামি তুফান সরকারকে আদালতের নারী হাজতখানায় পরিবারের পাঁচ সদস্যের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে আদালত পুলিশের ২ সদস্যকে প্রত্যাহার ও ৫ সাক্ষাত প্রার্থীকে ৫৪ ধারায় চালান দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।
প্রত্যাহার করা পুলিশের ২ সদস্য হলেন- সহকারী টাউন উপ-পরিদর্শক (এটিএসআই) জয়নাল আবেদিন ও নারী কনস্টেবল ইকসানা খাতুন।
জানা যায়, তুফান সরকার বগুড়া শহর যুব শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকার মজিবর সরকারের ছেলে। তিনি হত্যা, মাদক, ধর্ষণ, ছিনতাইসহ ১৭ মামলার আসামি।
জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৩টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলায় নারী হাজতখানার দরজা কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। ভেতরে তুফান সরকার, তার স্ত্রী, ছোট বোন, শাশুড়ি, স্ত্রীর বড় বোন এবং একজন আইনজীবীর সহকারী মিলে গল্প করছিলেন। পরে নারী হাজতখানায় পুরুষ আসামি ঢুকার বিষয়টি জানাজানি হলে আদালত চত্বরে হৈ চৈ পড়ে যায়। পরে দ্রুত তুফান সরকারকে প্রিজন ভ্যানে কারাগারে পাঠানো হয়।
এসময় তুফান সরকারের সঙ্গে দেখা করতে আসা নারী হাজত খানা থেকে ওই ৫ জন সরে যান। পরে তাদের আদালত চত্বর থেকে আটক করে ৫৪ ধারায় চালান দেওয়া হয়।
আটক ৫ জন হলেন, তুফানের শাশুড়ি তাসলিমা বেগম, তুফান সরকারের স্ত্রী আশা বেগম, শ্যালিকা ফেরদৌসি বেগম, শ্যালক নয়ন, তুফানের আইনজীবীর সহকারী হারুনুর রশিদ।
বগুড়া আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন বলেন, সকালে তুফান সরকারকে বিদ্যুৎ সংক্রান্ত একটি মামলায় আদালতে হাজিরার জন্য কারাগার থেকে আনা হয়। কারাগার থেকে আনা অন্য সব হাজতিকে দুপুরের মধ্যেই প্রিজন ভ্যানে পাঠিয়ে দেয়া হয়। কিন্তু বাদ পড়ে তুফান সরকার। হাজতখানার চাবি এটিএসআই জয়নাল আবেদিনের কাছে থাকে। তুফান সরকারকে কারাগারে না পাঠিয়ে তাকে নারী হাজতখানায় পরিবারের সঙ্গে সাক্ষাত করার সুযোগ করে দেয় জয়নাল আবেদিন। আদালতের সবার অগোচরে ঘটনাটি ঘটে।
বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, পুরুষ আসামিকে নারী হাজত খানায় পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেওয়ার অভিযোগে এটিএসআই জয়নাল আবেদিন ও এক নারী কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
তিনি বলেন, একজন অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশের আরও যাদের গাফিলতির প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, ২০১৭ সালে এক কলেজ ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠে তুফান সরকারের বিরুদ্ধে। পরে শালিস ডেকে ভুক্তভোগী নারী ও তার মা'কে দোষী উল্লেখ করে মারধর করে এবং মা-মেয়ের মাথা ন্যাড়া করে দেয় তুফান সরকার। সেই ঘটনায় দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হলে তুফান সরকার গ্রেপ্তার হয়।