সেন্ট যোসেফ স্কুলে তিন দিনব্যাপী ভাষা উৎসব শুরু ২৩ জানুয়ারি
Published: 21st, January 2025 GMT
রাজধানীর সেন্ট যোসেফ স্কুলে আগামী ২৩ জানুয়ারি শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভাষা উৎসব ‘জেএলআরসি ল্যাঙ্গুয়েজ ফিয়েস্তা-২০২৫’। জোসেফাইট ল্যাংগুয়েজ অ্যান্ড রিডিং ক্লাবের আয়োজিত ২১তম এ উৎসবে দেশজুড়ে প্রায় ১১০টি প্রতিষ্ঠান থেকে প্রায় ৩ হাজার ৫০০ শিক্ষার্থী অংশ নেবে। এতে ভাষার বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে পারবে শিক্ষার্থীরা।
উৎসবের সিগনেচার ইভেন্টগুলোর মধ্যে অন্যতম হলো- ‘ভাষারত্ন’। যা বাংলা ভাষা ও সাহিত্যের গৌরবময় অতীত উদযাপন করে। এই ইভেন্টে অংশগ্রহণকারীরা তাদের সাহিত্যিক জ্ঞান ও সৃজনশীলতা প্রদর্শন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক আফসানা বেগম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন গোয়েন্দালেখক ও জাতীয় রাজস্ব বোর্ডের গবেষণা উইংয়ের মহাপরিচালক অরুণ কুমার বিশ্বাস। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড.
এই ইভেন্টের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে প্রাইম ব্যাংক, কো-টাইটেল স্পন্সর অ্যাসিউর ডেভেলপমেন্টস। কো-স্পন্সর হিসেবে রয়েছে আড়ং ডেইরি, ফুড পার্টনার হিসেবে রয়েছে সাদীক এগ্রো। ইভেন্ট স্পন্সর হিসেবে আছে কর্ণফুলী, আর বেভারেজ পার্টনার হিসেবে রয়েছে প্রাণ গ্রুপ। লজিস্টিক্স পার্টনার হিসেবে আছে রাঙ্গান'স গ্রুপ মিডিয়া পার্টনার হিসেবে থাকছে যমুনা টেলিভিশন ও সমকাল।
উৎস: Samakal
কীওয়ার্ড: প র টন র হ স ব
এছাড়াও পড়ুন:
মুনীর চৌধুরী জাতীয় নাট্য উৎসবের মঞ্চে ‘ইংগিত’
মুনীর চৌধুরী জাতীয় নাট্য উৎসবে ৬৩ জেলা হতে নির্বাচিত ১৬ নাটক নিয়ে ঢাকায় জাতীয় নাট্যশালায় উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে উৎসবের শেষ দিনে (শুক্রবার) মঞ্চায়ন করা হয় নাটক ‘ইংগিত’।
‘ইংগিত’র নাট্য ভাবনা, পরিকল্পনা, আলো ও নির্দেশনায় ছিলেন সুবীর মহাজন। সহকারী নির্দেশনায় আছাদ বিন রহমান ও পরিবেশনায় ছিল বান্দরবান পার্বত্য জেলা শিল্পকলা একাডেমি। বান্দরবানের বসবাসরত বিভিন্ন ভাষার জনগোষ্ঠীর মানুষ এত অংশ নেন।
নাটকের গল্পে দেখা যায়, পারিপার্শ্বিক অবস্থার কারণে তরুণদের বড় একটি অংশ হতাশায় নিমজ্জিত। অথচ তারুণ্যই বারবার পথ খুঁজে দিয়েছে। বহুভাষার মানুষের জেলা বান্দরবানের এক তরুণ বর্তমানের নানা পারিপার্শ্বিকতায় ক্লান্ত হয়ে যখন ঘুমের রাজ্যে, ঠিক তখন তার চোখ জুড়ে ফিরে আসে শৈশব-কৈশোর। ক্লান্ত শরীর তাকে ফিরিয়ে নিয়ে আসে বাস্তবে। স্বপ্নের ঘোরে সে ঘুরে বেড়ায় প্রকৃতির রাজ্য বান্দরবানে, যেখানে রয়েছে জীবন ও সংস্কৃতির বৈচিত্র্যময় বিশাল ভাণ্ডার। ঘুম তাকে ফিরিয়ে দেয় সোনালী সময়। যখন বর্তমানে ফিরে আসে নানা জটিলতায় আবদ্ধ হয়ে পড়ে। সিস্টেম নামে এক জগদ্দল পাথর সরাতে চায় সে। পাহাড় আর সমতলকে সাংস্কৃতিক বৈচিত্র্যতার এক সুতায় মেলবন্ধন ঘটাতে যে বদ্ধ পরিকর।
১৫ দিনব্যাপী কর্মশালার মধ্যে দিয়ে নাটকটি নির্মাণ করা হয়েছে।