ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ কর্তৃক আয়োজিত ‘ফারসি কন্যাদের প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫’ এ বিজয়ী হয়েছে ‘পারভীন এতেসামি’ দল। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন শাহানা আক্তার।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বটতলায় টুর্নামেন্ট শেষে ট্রফি বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও রানারআপ দলকে ট্রফি প্রদান করা হয়। 

পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ ক্রীড়ানৈপুণ্য প্রদর্শনের জন্য বেস্ট অব দ্য টুর্নামেন্ট পুরস্কার দেওয়া হয় বিজয়ী দল ‘পারভীন এতেসামি’ দলের খেলোয়াড় ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহানা আক্তারকে। ফাইনাল ম্যাচে বেস্ট অব দ্য ম্যাচ পুরস্কার পান ‘সিমিন দানেশভার’ দলের খেলোয়াড় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থী শতাব্দী কর্মকার।

পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কলা অনুষদের ডিন অধ্যাপক ড.

সিদ্দিকুর রহমান খান। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এ সময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান বলেন, “পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমগুলো আমাদের শিক্ষাব্যবস্থারই একটি গুরুত্বপূর্ণ অংশ। সব শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশে এগুলো চর্চার কোন বিকল্প নেই। ছাত্রীদের নিয়ে এমন আয়োজনের মধ্য দিয়ে  ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ একটি অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। তাদের এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয় ও অন্যদের জন্য অনুপ্রেরণাস্বরূপ।” 

ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুমিত আল রশিদ বলেন, “বিভাগের ছাত্রীদের ক্রীড়া চর্চা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে এ ধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।”

এর আগে, সোমবার (২০ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে মোট ১২ টি দল। দলগুলো বিখ্যাত ইরানি ও বাংলাদেশি নারী লেখক, কবি, শিক্ষক, গবেষক এবং চিত্র পরিচালকদের নামে নামকরণ করা হয়।

ঢাকা/সৌরভ/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবর্ষণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত আটজন আহত হয়েছেন। এ সময় কয়েকটি ফাঁকা গুলি করা হয় ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে আগুন দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার বিকেলে আদমজী ইপিজেডের পুরাতন থানার সামনের সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ইপিজেডের ইউনিভার্সেল নামের একটি পোশাক কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান ও রুহুল আমিন নামের এক বিএনপি নেতার সহযোগীদের মধ্যে বিরোধ তৈরি হয়। এর জেরে রুহুল আমিনের সহযোগীরা ইপিজেডের ভেতরে ছাত্রদল নেতা রাকিবুর রহমানের সহযোগীদের মারধর ও ধারালো অস্ত্র গিয়ে কুপিয়ে আহত করেন। ওই ঘটনার জেরে আজ বিকেলে আদমজী ইপিজেডের পুরাতন থানার সামনে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম–পরিচয় জানা যায়নি।

ছাত্রদলের সাবেক নেতা রাকিবুর রহমান সাংবাদিকদের বলেন, ব্যবসা নিয়ে পূর্বশত্রুতার জেরে বিকেলে আওয়ামী লীগ নেতা মতিউর রহমানের অনুসারী রুহুল, সাজ্জাদ, পাকনা বাবুর নেতৃত্বে তাঁদের ওপর হামলা করা হয়। তাঁদের পাঁচজনকে কুপিয়ে জখম করা হয়। তাঁদের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছেন। তাঁদের লোকজনের ওপর কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।

অভিযোগের বিষয়ে একাধিকবার যোগাযোগ করেও মুঠোফোন বন্ধ থাকায় রুহুল আমিনের বক্তব্য পাওয়া যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম প্রথম আলোকে বলেন, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণের ঘটনা আগে হয়ে থাকতে পারে। পুলিশ যাওয়ার পর গুলির ঘটনা ঘটেনি। সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেননি।

সম্পর্কিত নিবন্ধ