ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ কর্তৃক আয়োজিত ‘ফারসি কন্যাদের প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫’ এ বিজয়ী হয়েছে ‘পারভীন এতেসামি’ দল। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন শাহানা আক্তার।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বটতলায় টুর্নামেন্ট শেষে ট্রফি বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও রানারআপ দলকে ট্রফি প্রদান করা হয়। 

পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ ক্রীড়ানৈপুণ্য প্রদর্শনের জন্য বেস্ট অব দ্য টুর্নামেন্ট পুরস্কার দেওয়া হয় বিজয়ী দল ‘পারভীন এতেসামি’ দলের খেলোয়াড় ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহানা আক্তারকে। ফাইনাল ম্যাচে বেস্ট অব দ্য ম্যাচ পুরস্কার পান ‘সিমিন দানেশভার’ দলের খেলোয়াড় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থী শতাব্দী কর্মকার।

পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কলা অনুষদের ডিন অধ্যাপক ড.

সিদ্দিকুর রহমান খান। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এ সময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান বলেন, “পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমগুলো আমাদের শিক্ষাব্যবস্থারই একটি গুরুত্বপূর্ণ অংশ। সব শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশে এগুলো চর্চার কোন বিকল্প নেই। ছাত্রীদের নিয়ে এমন আয়োজনের মধ্য দিয়ে  ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ একটি অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। তাদের এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয় ও অন্যদের জন্য অনুপ্রেরণাস্বরূপ।” 

ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুমিত আল রশিদ বলেন, “বিভাগের ছাত্রীদের ক্রীড়া চর্চা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে এ ধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।”

এর আগে, সোমবার (২০ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে মোট ১২ টি দল। দলগুলো বিখ্যাত ইরানি ও বাংলাদেশি নারী লেখক, কবি, শিক্ষক, গবেষক এবং চিত্র পরিচালকদের নামে নামকরণ করা হয়।

ঢাকা/সৌরভ/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসিতে মাস্টার্স, মেয়াদ এক বছর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে ফল–২০২৫ সেশনে ফার্মেসিতে মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রোগ্রামের বিবরণ

১. কোর্সটির মেয়াদ: ১ বছর, ২ সেমিস্টার।

২. কোর্সটির প্রধান বিষয়: ইন্ডাস্ট্রিয়াল ফার্মেসি ও ফার্মাসিউটিক্যাল মার্কেটিং।

৩. ক্লাস হবে: শুক্র ও শনিবার।

৪. কোর্স ফি: এক হাজার টাকা।

আরও পড়ুনইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধের ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির উদ্বেগ৪ ঘণ্টা আগে

ভর্তির যোগ্যতা

১. কমপক্ষে ১৬ বছরের শিক্ষাজীবনে এসএসসি বা সমমান ১০ বছরের, এইচএসসি বা সমমান ২ বছরের ও ৪ বছরের গ্র্যাজুয়েশন বা সমমান হতে হবে।

২. ফার্মেসিতে গ্র্যাজুয়েট বা ফার্মাসিউটিক্যাল সায়েন্স অথবা সম্পর্কিত বিষয়ে সিজিপিএ (৩.০০ বা বেশি ৪.০০–এর মধ্যে) পেতে হবে।

৩. কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।

যেসব কাগজ জমা দিতে হবে

১. আবেদনপত্র অনলাইনে পূরণ করতে হবে।

১. তিন কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি।

২. সব পরীক্ষার সত্যায়িত সনদ।

৩. সব পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি।

৪. যথাযথভাবে পূরণ করে আবেদনপত্র লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অফিসে জমা দিতে হবে।

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫

ভর্তির বিস্তারিত তথ্য

১. আবেদনের শেষ তারিখ: ১৬ জুলাই ২০২৫। সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। শুধু বন্ধের দিন।

২. ভর্তি পরীক্ষার তারিখ: ১৮ জুলাই ২০২৫, শুক্রবার।

৩. ফলাফলের তারিখ: ২১ জুলাই ২০২৫।

৪. ভর্তির সময়: ২২ থেকে ৩১ জুলাই ২০২৫।

৫. ওরিয়েন্টেশনের তারিখ: ১ আগস্ট ২০২৫।

*বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট

আরও পড়ুনএসএসসি পরীক্ষা-২০২৫: ভূগোল ও পরিবেশ বিষয়ে বেশি নম্বর পাওয়ার টিপস৩ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ