পশ্চিম তীরে অভিযান চালাচ্ছে ইসরায়েল
Published: 21st, January 2025 GMT
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর বাইডেনের দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে বাইডেনের জারি করা নির্বাহী আদেশ ১৪১১৫ বাতিল করেছেন। এই সিদ্ধান্তের পরই বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি বাড়িঘরে আগুন দিয়েছে। ইসরায়েলি সেনাদের নেতৃত্বে এই হামলায় আহত হয়েছেন অন্তত ২১ ফিলিস্তিনি। হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বাইডেনের ওই নির্বাহী আদেশে পশ্চিম তীরের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্টকারী ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। বসতি স্থাপনে জড়িতদের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদও জব্দ করেছিল বাইডেন প্রশাসন। এমনকি তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিকদের লেনদেনও নিষিদ্ধ করা হয়। এখন ট্রাম্প ক্ষমতায় বসেই বাইডেন প্রশাসনের একটি প্রধান নীতিগত পদক্ষেপ পুরোপুরি উল্টে দিলেন।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা পশ্চিম তীরের জিনাসফুট গ্রাম পরিষদ প্রধান জালাল বশিরের বরাত দিয়ে জানায়, কালকিলিয়ার পূর্বে জিনাসফুট ও ফান্ডুক গ্রামে বসতি স্থাপনকারীরা হামলা চালায়। হামলাকারীরা ফিলিস্তিনি বাড়িঘর, নার্সারি ও কর্মশালায় আগুন দেয়। পুড়ে যায় কয়েকটি গাড়িও। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি আহতদের চিকিৎসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
দক্ষিণ পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা মাসাফের ইয়াত্তা এলাকায় বাড়িঘরে হামলা চালায়। হেবরনের দক্ষিণে কয়েক ডজন বসতি স্থাপনকারী ফিলিস্তিনি যানবাহনে পাথর ছুড়ে আক্রমণ করে। এসব ঘটনায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে। ইসরায়েলিদের এই হামলা নতুন করে সহিংসতার ঢেউ ছড়াতে পারে বলেও শঙ্কা করা হয়েছে।
এদিকে যুদ্ধবিরতির পর গাজা পুনর্গঠন করতে গিয়ে পথে পথে মৃতদেহ পাওয়া যাচ্ছে। বিবিসি জানায়, গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে ১০ হাজার মৃতদেহ চাপা পড়া অবস্থায় থাকতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে।
উদ্ধারকারীরা বলছেন, গাজাজুড়ে ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ২ মিলিয়নের বেশি মানুষ গৃহহীন। তাদের এখন কোনো জীবিকা নেই। বেঁচে থাকার জন্য তারা ত্রাণ সহায়তার ওপর নির্ভরশীল।
তবে জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধবিরতির প্রথম দু’দিনে গাজায় ১ হাজার ৫৪৫টি ত্রাণবাহী লরি প্রবেশ করেছে, যা যুদ্ধ শুরু হওয়ার পর সবচেয়ে বেশি ত্রাণ প্রবেশের ঘটনা।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজায় ৪৬ হাজার ৯০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং ১ লাখ ১০ হাজার ৭০০ জনেরও বেশি আহত হয়েছেন।
এদিকে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলার পরও গাজায় যুদ্ধবিরতি বহাল থাকার কথা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংস্থা হামাস। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তারা ৯০ জনের বেশি ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে বলে জানিয়েছে।
এ ছাড়া গাজায় যুদ্ধবিরতি চুক্তি পরিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির কাতার প্রতিনিধি শেখ আলিয়া আহমেদ বিন সাইফ আল থানি। জাতিসংঘে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ফিলিস্তিনি ভূখণ্ড দখল ও ধর্মীয় পবিত্রতা লঙ্ঘনের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কাতারের স্পষ্ট অবস্থান রয়েছে। সর্বশেষ যুদ্ধবিরতি চুক্তি ফিলিস্তিন সমস্যার সমাধান বয়ে আনবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইসর য় ল স থ পনক র ইসর য় ল
এছাড়াও পড়ুন:
ইউক্রেনে জেলেনস্কির বিকল্প নেতা খুঁজছে যুক্তরাষ্ট্র!
ইউক্রেনে শান্তিচুক্তির জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পদত্যাগ করা লাগতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎস। তিনি বলেছেন, ‘ইউক্রেনের একজন নেতা প্রয়োজন, তিনি আমাদের সঙ্গে কাজ করতে পারবেন। তিনি শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে কাজ করতে পারবেন এবং এই যুদ্ধ থামাতে পারবেন।’ খবর- সিএনএন
গণমাধ্যমের সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাগবিতণ্ডার পর এ কথা বললেন তিনি। বাগবিতণ্ডার এ ঘটনাটি নিয়ে নানা আলোচনা চলছে বিশ্বজুড়ে। ওই ঘটনার পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি হওয়ার কথা ছিল, সেটিও বাতিল হয়ে যায়। আর এর পরই ইউক্রেনের ভবিষ্যৎ কোন পথে, তা নিয়ে শুরু হয় আলোচনা।
এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। শুক্রবারের ওই ঘটনায় সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের গড়া ওয়াশিংটন-কিয়েভ সম্পর্ক ভেঙে পড়েছে। এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে।
যদিও ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আবারও এক টেবিলে বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ইউক্রেন ও রাশিয়া-দুই পক্ষই আলোচনায় না বসলে যুদ্ধ থামবে না। হোয়াইট হাউসে শুক্রবার ট্রাম্প-জেলেনস্কি বিতণ্ডার পর থেকে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কথা হয়নি। যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে হবে। তবে তাদের প্রতি বৈরী মনোভাব রাখলে, মস্কোকে আলোচনায় যুক্ত করা সম্ভব হবে না। কোনো চুক্তি করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এই মনোভাবই দেখিয়ে আসছেন।
তিনি বলেন, ‘আমি আশা করি, সবকিছু আবার শুরু হতে পারে। আশা করি, তিনি (জেলেনস্কি) এটা বুঝতে পারবেন যে আমরা আসলে আরও হাজার হাজার মানুষের মৃত্যুর আগে, তাঁর দেশকে সাহায্যের চেষ্টা করছি।’