বিশ্বের শীর্ষ ধনী এবং টেসলার নির্বাহী পরিচালক ইলন মাস্কের বিশেষ এক অঙ্গভঙ্গি নিয়ে এবার সমালোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের পর এক আয়োজনে বক্তৃতা দেওয়ার সময় করা নিজস্ব এক অঙ্গভঙ্গি নিয়ে বেশ বিতর্কের জন্ম দিয়েছেন মাস্ক।
অনলাইনে অনেকেই এটিকে নাৎসি স্যালুটের সঙ্গে তুলনা করেছেন। তবে মাস্ক এসব সমালোচনাকে ‘বিরক্তিকর আক্রমণ’ অভিহিত করে উড়িয়ে দিয়েছেন।
সোমবার ওয়াশিংটন ডিসির স্পোর্টস ভেন্যু ক্যাপিটাল ওয়ান এরিনায় অভিষেকের অনুষ্ঠান চলাকালে মাস্ক মঞ্চে ওঠার পর উপস্থিত জনতা ব্যাপক উল্লাসের মধ্যে দিয়ে তাঁকে স্বাগত জানান। মাস্ক মুষ্টিবদ্ধ দুই হাত প্রসারিত করে ‘ইয়েস’ বলে চিৎকার করে ওঠেন। এ নিয়েই শুরু হয় সমালোচনা। সিএনএন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইলন ম স ক
এছাড়াও পড়ুন:
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদের ২৯৪তম সভা অনুষ্ঠিত
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবি) পরিচালনা পর্ষদের ২৯৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২২ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।
সভায় এফএসআইবির ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাইফুল আলম এফসিএমএ এবং অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসান এফসিএ উপস্থিত ছিলেন।
এছাড়া, অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) নিজাম কাজী এসিএস।
ঢাকা/রাজীব