প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের দায়িত্ব শুরুর পর লস অ্যাঞ্জেলেসে প্রথম সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

দুই সপ্তাহ আগে ধ্বংসাত্মক দাবানলে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শপথের আগে সমাবেশে ট্রাম্প বলেছিলেন যে তিনি শুক্রবার ক্যালিফোর্নিয়া সফর করবেন।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম সোমবার এক বিবৃতিতে বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সফরের দিকে তিনি তাকিয়ে আছেন এবং এটি নাগরিকদের ক্ষতি কাটিয়ে ওঠা ও পুনর্গঠনে ভূমিকা রাখবে। সূত্র: বিবিসি

.

উৎস: Samakal

কীওয়ার্ড: লস অ য ঞ জ ল স

এছাড়াও পড়ুন:

সরকার লক্ষ্যে স্থির থাকতে পারছে না: মোহাম্মদ জকারিয়া

নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকারিয়া বলেছেন, অনেকেই এখন গণ–অভ্যুত্থানের কথা ভুলে যাচ্ছে। সরকারও লক্ষ্যে স্থির থাকতে পারছে না। জাতীয় ঐকমত্য বজায় রাখতে এবি পার্টিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

আজ সোমবার এবি পার্টির গণ ইফতার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জকারিয়া এ কথা বলেন। রমজানের প্রথম দিন থেকে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে এই গণ ইফতার কার্যক্রম শুরু হয়েছে।

এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আবদুল ওহাবের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইনের সঞ্চালনায় আজকের গণ ইফতারে আরও বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক যোবায়ের আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ প্রতিবন্ধী সমন্বয় পরিষদের আহ্বায়ক ইলিয়াস হোসেন, নেত্রকোনা জেলা এবি পার্টির সদস্যসচিব মাকসুদুল হাসান প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ