ক্লাবের আল্টিমেটাম: জরুরি বোর্ড মিটিং ডেকেছে বিসিবি
Published: 21st, January 2025 GMT
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ঢাকাভিত্তিক ক্রিকেট ক্লাবগুলোর অচল অবস্থা এখনো কাটেনি। গঠনতন্ত্র সংশোধনীর প্রস্তাবনা বাতিলের দাবিতে প্রথম বিভাগ ক্রিকেট লিগ বয়কট করেছে ক্লাবগুলো।
বাতিল না হওয়া পর্যন্ত প্রথম বিভাগসহ আসন্ন কোনো লিগেও অংশ নেবে না। গত শনিবার বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের সঙ্গে বৈঠকের পর এমন ঘোষণা দেয় ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন’।
বিসিবি প্রেসিডেন্ট আশ্বাস দিয়েছেন বোর্ড মিটিং ডেকে দ্রুত সমস্যা সমাধান করা হবে। অবশেষে জরুরি বোর্ড মিটিংয়ের ডাক দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।
আরো পড়ুন:
বিসিবির বিরুদ্ধে কঠোর আন্দোলনে ক্লাবগুলো, লিগ বয়কট
‘সোনার ডিম পাড়া হাঁস’ নাহিদ নিজের প্রতি যত্নশীল
আগামী শনিবার (২৫ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলায় বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হবে ১৭তম বোর্ড মিটিং।
বিসিবি অফিসিয়াল রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছে। মুঠোফোনে সূত্রটি জানায়, “বোর্ড মিটিংয়ের দিন তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী শনিবার এটি অনুষ্ঠিত হবে।”
এর আগে সবশেষ বোর্ড মিটিং হয়েছে ২০ ডিসেম্বর। এক মাসের ব্যবধানে অচল অবস্থা কাটানোর জন্য মিটিং ডাকতে হয়েছে বোর্ডকে। এই মিটিংয়ে প্রধান অ্যাজেন্ডা থাকছে সংশোধনী প্রস্তাবনা নিয়ে চলমান অচল অবস্থার বিষয়টি।
এর আগে বৈঠকের পর ক্রীড়া সংগঠক লুৎফর রহমান বাদল জানিয়েছেন দ্রুত বোর্ড মিটিং ডেকে সমাধানের আশ্বাস দিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট।
“উনি আমাদের আশ্বস্ত করেছেন খুব শিগগিরই বোর্ড মিটিং দেবেন, দু-এক দিনের মধ্যে। আমরা সংশোধনী কমিটি বাতিলের অনুরোধ করেছি, কমিটির আহ্বায়কের পদত্যাগ দাবি করেছি, আমার ধারণা উনি সুষ্ঠুভাবে সমাধান করবেন। আমরা তাকিয়ে আছি।”
ক্রীড়া সংগঠকরা গত বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে একটি স্মারকলিপি দিয়েছিলেন। সেখানে সংশোধনী খসড়া বাতিল করা, নাজমুল আবেদীন ফাহিমের নেতৃত্বে করা কমিটি বিলুপ্তি ছিল অন্যতম দাবি।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইতিবাচক বার্তা দিয়েছিলেন ফারুক আহমেদ। তিনি বলেন, “ক্লাবগুলো আমাদের গুরত্বপূর্ণ স্টেকহোল্ডার, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা এটি বিবেচনা করবো।”
প্রস্তাবনা খসড়ায় দেখা যাচ্ছে, নতুন করে সংস্কারের লক্ষ্যে কাজ করলেও বোর্ডে কমানো হচ্ছে ঢাকাভিত্তিক ক্রিকেট ক্লাবের কর্তৃত্ব আর বাড়ানো হচ্ছে ‘সরকারের প্রভাব’। বর্তমানে ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন পরিচালক আসতে পারবেন।
প্রস্তাবিত সংশোধনীতে ক্লাব থেকে সেটি কমিয়ে মাত্র ৪ জন পরিচালকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ ঢাকার প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট ডিভিশন ও থার্ড ডিভিশন ক্লাব ক্যাটাগরি থেকে মাত্র ৪ জন পরিচালক আসতে পারবেন বোর্ডে।
এমন প্রস্তাবনা সামনে আসার পর আন্দোলনে নামে ক্লাবগুলো। প্রথমে তিন দিনের আল্টিমেটাম দেওয়া হয়। পরবর্তীতে প্রথম বিভাগ লিগ বয়কট করা হয়। স্পষ্টভাবে সংগঠকরা জানিয়ে দেন এটি বাতিল না করলে কোনো খেলায় অংশ নেবে না তারা।
ঢাকা/রিয়াদ/সাইফ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বগুড়ার মিনি জাফলংয়ে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু
বগুড়ার শেরপুরে মিনি জাফলং নামে পরিচিত বাঙালি নদীতে গোসল করতে গিয়ে সাদাত হোসেন (১২) নামে এক শিশু প্রাণ হারিয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) সকালে সুঘাট ইউনিয়নের জোড়গাছা ব্রিজের নিচে বাঙালি নদীতে স্রোতের সাথে ভেসে শিশুটি ডুবে যায়।
সাদাত হোসেন ধনুট উপজেলার বিল চাপরি গ্রামের ইকবাল হোসেনের ছেলে।
সাদাতের নানা মোখলেসুর রহমান জানান, ঈদে শিশুটি আমার বাড়ি সুত্রাপুর বেড়াতে আসে। আজ (শুক্রবার) সকালেই সে মিনি জাফলং নামে পরিচিত বাঙালি নদীতে অন্যান্য শিশুদের সাথে গোসল করতে যায়। এ সময় পা পিছলে পড়ে পানির স্রোতে ভেসে নদীর গভীরে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা পর তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটি উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ঢাকা/এনাম/টিপু