বন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উদ্যেগে কুইজ  প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (২১ জানুয়ারী)  বিকাল ৩টায় বন্দর উপজেলার  মদনপুর শাইরা গার্ডেনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম। 

এসময় আরো বক্তব্য রাখেন,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, বন্দর থানার অফিসার ইনচার্জ(ওসি) তরিকুল ইসলাম, বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনের কেন্দ্রীয়  সমন্বয়ক সদস্য সচিব আরিফ সোহেল,  নির্বাহী সদস্য মেহেরাব সিফাত, কেন্দ্রীয় সমন্বয়ক শ্যামলী সুলতানা জেদনী, নির্বাহী সদস্য ইব্রাহীম নিরব, আব্দুল্লাহ সালেহীন অয়ন, বন্দর উপজেলা পরিষদ সদ্য সাবেক  চেয়ারম্যান মাকসুদ হোসেন মাকসুদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মদনপুর ছাত্র-জনতা আন্দোলনকারী প্রধান উপদেষ্টা মো.

মিনহাজ ভূঁইয়া। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন, মদনপুর ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া, ছাত্র সমন্বয়ক রাকিব হোসেন, রাশেদ, মেহেদী, মুন্না প্রমুখ।অনুষ্ঠান শেষে  বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। 
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ উপজ ল

এছাড়াও পড়ুন:

বন্দরে ছাত্রদল নেতার ক্লাব থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিনের ক্লাব থেকে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ খন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে বন্দরের মদনপুর এলাকার ছাত্রদল নেতার ক্লাব থেকে ওই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার জাহেদ খন্দকার আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও মনিহার গ্রামের আবু সাঈদ খন্দকারের ছেলে।

ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুজাহিদুল ইসলাম জানান, মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে ছাত্রদলের সভাপতি আল আমিনের ক্লাবঘরের ভেতর থেকে তাকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছি। এ ব্যাপারে ওসি সাহেব ভাল বলতে পারবেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, জাহেদ খন্দকারকে একটি ক্লাব ঘর থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে।

আমরা বিষয়টি আড়াইহাজার থানা পুলিশকে অবহিত করেছি। খুব শিগগিরই তাকে ওই থানায় পাঠানো হবে। 

এদিকে নিজের ক্লাবঘর থেকে গ্রেপ্তার বিষয়টি অস্বীকার করে বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন বলেন, আমি এ সম্পর্কে কিছুই জানি না।

আমি বর্তমানে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী। আমার বিরোধী পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন অপপ্রচার চালাচ্ছে। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • বন্দরে ছাত্রদল নেতার ক্লাব থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার