শহীদ জিয়ার আদর্শে জনগন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল : মুকুল
Published: 21st, January 2025 GMT
বিএনপি প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বন্দরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারী) বাদ জহুর কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি উদ্যাগে বন্দর উপজেলার দক্ষিন ঘারমোড়া এলাকায় এ দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিল পূর্বে আলোচনা সভায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক সহ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একজন লোক ছিলেন এ বাংলাদেশের ক্লান্তিলগ্নে তিনি ছাড়া হাল ধরার মত কোন লোক ছিল না। শেখ মজিবুর রহমান ২৫ তারিখ পাকিস্তানে আত্মসমর্পণ করে।
ওনি নাকি ৭ মার্চ স্বাধীনতা ঘোষনা করেছেন। এখনে যারা মুরব্বিরা রয়েছেন আপনারা কি শুনেছেন শেখ মজিবুর রহমানকে স্বাধীনতা ঘোষনা দিতে। সে যুদ্ধের জন্য দেশবাসীকে আহবান জানিয়ে। যার পরিবার ও আওয়ামীলীগ থেকেও মুক্তিযুদ্ধের কোন ভূমিকা ছিলনা। তারা নাকি মুক্তিযুদ্ধের সংগঠক।
তিনি আরো বলেন, শহীদ জিয়ার আর্দশে অনুপ্রানিত এদেশের সাধারন জনগন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।
কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শহিদ মেম্বারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাশেম। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা আওলাদ হোসেন, ২০ নং ওয়ার্ড বিএনপি নেতা মেজবা উদ্দিন স্বপন,মোস্তাকুর রহমান মোস্তাক,
কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি মোঃ সাফিক, সহ সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব মেম্বার, যুগ্ম সাধারন সম্পাদক জাকির হোসেন ও মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক স্বপন মাহামুদ।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা মোঃ নুরুল ইসলাম, মোঃ মঞ্জুর হোসেন, মোঃ আল-আমিন, মোঃ শামিম, মোঃ সোহেল, মোঃ আওলাদসহ কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মিলাদ ও দোয়া শেষে অসহায়দের মাঝে রান্না করা গরম খাবার বিতরণ করা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ কল গ ছ য় র রহম ন
এছাড়াও পড়ুন:
অজ্ঞান পার্টির খপ্পরে কিশোর, ৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার
ইন্দুরকানীর নিখোঁজ কিশোর সাব্বির হোসেনকে ছয় দিন পর ঢাকার নারায়ণগঞ্জের এক রিকশাচালকের বাসায় পাওয়া গেছে। তিন দিন আগে রাস্তায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন ওই রিকশাচালক।
গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে ইন্দুরকানী গ্রামের কৃষক আব্দুল জলিল শেখের ছেলে সাব্বির হোসেন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। রাতে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে নেমে সেখান থেকে আটো গাড়িতে নারায়ণগঞ্জ যাচ্ছিল। এ সময় অটোতে থাকা অজ্ঞান পার্টির লোকজন তাকে অজ্ঞান করে টাকা, মোবাইল ফোনসহ সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে যায়। পরে তাকে নারায়ণগঞ্জে রাস্তার পাশে ফেলে রেখে যায়। গভীর রাতে সাব্বিরকে পরে থাকতে দেখে রিকশাচালক আব্দুর জব্বার তাঁকে তাঁর বাসায় নিয়ে যায়। তিন দিন পর তার জ্ঞান ফেরে। শনিবার বিকেলে সাব্বির ফোন করে তার বাবা-মাকে বিষয়টি জানায়।
সাব্বিরের বাবা জলিল শেখ বলেন, ছেলের খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করি। খুব চিন্তায় ছিলাম। তাকে অজ্ঞান পার্টি ধরেছিল। এক রিকশাচালক ভাই তাকে উদ্ধার করেছে। তাঁর কাছে আমরা কৃতজ্ঞ।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, নিখোঁজ সাব্বিরকে ঢাকায় পাওয়া গেছে বলে তার পরিবার জানিয়েছে।