দুর্দান্ত কামব্যাকে সেমিতে জকো, বিদায় আলকারাজের
Published: 21st, January 2025 GMT
তরুণ স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাজকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পা রেখেছেন সার্বিয়ান টেনিস কিংবদন্তি নোভাক জকোভিচ। গ্র্যান্ডস্লামে ৫০তম বারের মতো সেমিফাইনালে ওঠার কীর্তি গড়েছেন তিনি।
মঙ্গলবার মেলবোর্নের রড লাভের অ্যারেনায় হাইভোল্টেজ ম্যাচে ৪-৬, ৬-৪, ৬-৩ ও ৬-৪ গেমে জিতেছেন ৩৭ বছর বয়সী জকো। এতে তার ১১তম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের সুযোগ বাঁচল।
বয়স হয়েছে জকোভিচের। তার পূর্বের প্রতিদ্বন্দ্বী রজার ফেদেরার ও রাফায়েল নাদাল অবসরে গেছেন। লড়াই জমাতে নতুন করে আলোয় এসেছেন আলকারাজ। তার বিপক্ষে অনেকটা আন্ডারডগ হিসেবে মাঠে নেমেছিলেন জকো। তবে অ্যান্ডি মুরেকে কোচ করার সুফল যেন দ্বিতীয় সেটেই পান তিনি।
প্রথম সেটে পিছিয়ে পড়লেও দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান জকো। ৩-০’র লিড নেন। যদিও আলকারাজ তা ৩-৩ করে ফেলেন। পরের গল্পটা জকোর। মেলবোর্ন পার্কের ভরা গ্যালারিতে ৩ ঘণ্টা ৩৭ মিনিটের লড়াই শেষে সার্বিয়ান স্নো লিওপার্ডের মতো গর্জন ছাড়েন জকো।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক র ল স আলক র জ
এছাড়াও পড়ুন:
দেবীগঞ্জে দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালে লেখা হয়েছে ‘জয় বাংলা’ স্লোগান।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল থেকে পৌরসভার বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালে এই লেখা সাধারণ মানুষের নজরে আসে। তবে, কারা এই স্লোগান লিখেছেন, তা কেউ দেখেননি।
পৌরসভার শহীদ আব্দুল মান্নান সড়ক সংলগ্ন উপজেলা পরিষদ চত্বর, নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় ও শেখ রাসেল মিনি স্টেডিয়ামের দেয়ালে লাল, কালো ও নীল রঙের কালি দিয়ে ‘জয় বাংলা’, ‘জয় শেখ হাসিনা’ এবং ‘শেখ হাসিনা তুমি আস্থা’- এমন স্লোগান লেখা হয়েছে।
এদিকে, নিষিদ্ধ ছাত্রলীগের অফিসিয়াল পেজ থেকে আজ দুপুর ১টায় দেবীগঞ্জের বিভিন্ন দেয়ালে লেখা স্লোগানের ছবি ও ভিডিও শেয়ার করা হয়। এ বিষয়ে জানতে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান সুমন বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রাতের আঁধারে দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ লিখছে তারা। উপজেলা ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা সজাগ রয়েছে।"
প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলা সমন্বয়ক ফজলে রাব্বী বলেন, “গত ৫ আগস্টের পর শুধু দেবীগঞ্জ নয়, পুরো পঞ্চগড়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক। দেবীগঞ্জ, বোদা ও সদর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালে এসব দেওয়াল লিখন লক্ষ্য করা গেলেও প্রশাসনের তেমন কোনো তৎপরতা নেই। এসব লেখা ’২৪ বিপ্লবের চেতনাকে ম্লান করার চেষ্টা করছে। যা রুখতে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। প্রশাসনের প্রতি আহ্বান- তাদের (ছাত্রলীগ নেতাকর্মী) দ্রুত আইনের আওতায় আনা হোক। তাদের অপতৎপরতা রুখে দিতে পঞ্চগড় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সর্বদা প্রস্তুত রয়েছে।”
দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা মোবাইলে বলেন, “বিষয়টি আমাদের নজরে আসছে। এখনি কোনো মন্তব্য করতে পারছি না। বিষয়টি দেখছি আমরা।”
ঢাকা/নাঈম/মাসুদ