জাহাজের সুকানি সাব্বির আহম্মেদ হত্যা মামলায় তার দুই সহকর্মীকে যাবজ্জীবন ও একজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নড়াইলের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শাজাহান আলী মামলার রায় ঘোষণা করেন। পালাতক থাকায় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।

নড়াইল আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

কিশোরগঞ্জে ছুরিকাঘাতে বিএনপি নেতার মৃত্যু

কুমারখালীতে ভ্যানচালক হত্যা মামলায় গ্রেপ্তার ৪

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- পটুয়াখালী জেলার চামটা গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে ফারুক হোসেন খান ও পিরোজপুর জেলার শিয়ালকাঠি গ্রামের মৃত আমজেদ হোসেন হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম।

সাত বছরের কারাদণ্ড পাওয়া আসামি হলেন- ঢাকা জেলার দারুসসালাম থানার ১৮/বি প্রথম কলোনি, লালকুঠি মাজার রোডের মৃত আবু জাফর ইকবালের ছেলে সাজ্জাদ হোসেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর দুপুরে মেহেরিন সাদ নামে একটি জাহাজে করে সাব্বির আহম্মেদ তার অন্য সহকর্মীদের সঙ্গে ঢাকার উদ্দেশে রওনা দেন। নড়াইলের নড়াগাতি থানার বড়দিয়া ঘাটে অবস্থানকালে সাব্বির আহম্মেদকে তার সহকর্মীরা খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বাসরোধে হত্যা করে নদীতে ফেলে দেন। পরবর্তীতে ৩ অক্টোবর নড়াগাতি থানায় মরদেহ দেখে শনাক্ত করেন মো.

মহিদুল ইসলাম। পরের দিন তিনি বাদী হয়ে নড়াগাতি থানায় হত্যা মামলা করেন।

এ ঘটনায় বিচারক ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় পিরোজপুর জেলার শিয়ালকাঠি গ্রামের মৃত আমজাদ হোসেন হাওলাদারের ছেলে শহিদুল ইসলামকে খালাস দেন আদালত।

ঢাকা/শরিফুল/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই: উপদেষ্টা রিজওয়ানা

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা রাজনীতিতে প্রবেশ করবে কি না তা সময় বলে দিবে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৭৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, নতুন রাজনৈতিক দলের মাধ্যমে রাজনীতিতে একটি ইতিবাচক ধারার সৃষ্টি হচ্ছে। শুধু নতুনদের নিয়ে গঠিত বলেই যে সব সমস্যার সমাধান হবে ব্যাপারটা এমন নয়। রাজনৈতিক দলের সমালোচনা থাকাটাই স্বাভাবিক। এ সময় দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার বলেও মন্তব্য করেন তিনি।

লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুৎ মন্ত্রণালয়ের কাছে শুধু চাইলেই হবে না। এক্ষেত্রে আর্থিক সামর্থের বিষয়টিও মাথায় রাখতে হবে। এরইমধ্যে মন্ত্রণালয় থেকে এসির তাপমাত্রা পঁচিশে রাখতে বলা হয়েছে।

এম জি

সম্পর্কিত নিবন্ধ