বকেয়া বেতনের দাবিতে বন্দরে পারটেক্স বোর্ডের শ্রমিকদের অবস্থান কর্মসূচি
Published: 21st, January 2025 GMT
বন্দরে পারটেক্স স্টার পার্টিকেল বোর্ড মিলস লিমিটেড এর বকেয়া বেতন পরিশোধ ও বেতন বৃদ্ধি দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ শ্রমিকেরা । মঙ্গলবার (২১ জানুয়ারী) সকাল ৮টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দরে ২৭ নং ওয়ার্ডের হরিপুরস্থ উল্লেখিত কারখানায় এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
শ্রমিকসহ বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, গত ২০২৪ইং সালের ডিসেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধ ও বেতন বৃদ্ধি দাবিতে কারখানার অফিস ঘেরাও করে শতশত শ্রমিক অবস্থান কর্মসূচি পালন করে। এক পর্যায়ে মালিক পক্ষ শ্রমিকপক্ষের তোপের মুখে পরে তাৎক্ষনিক এক সমঝোতার মাধ্যমে গত ডিসেম্বর মাসের বকেয়া বেতন শ্রমিকের মাঝে দেয়া শুরু করে। শ্রমিক পক্ষের দাবি তাদের ইনক্রিমেন্ট একসাথে পরিশোধ করে দেওয়ার জন্য অনুরোধ জানায়। মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয় আগামী ২৮ জানুয়ারী মধ্যে ইনক্রিমেন্ট দিয়ে দেবে এ আশ্বাসে সাধারন শ্রমিকেরা কারখানা ত্যাগ করেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
পোপ নির্বাচিত হন কীভাবে
রোমান ক্যাথলিক চার্চের ভবিষ্যৎ নেতৃত্ব বেছে নিতে রক্ষণশীল আর প্রগতিশীল কার্ডিনালদের তৎপরতা বেড়েছে। চলছে বিভিন্ন পর্যায়ের লবিং। প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ক্যাথলিকের নতুন নেতা বেছে নিতে ১৩৫ জন কার্ডিনাল সিস্টিন চ্যাপেলে গোপন বৈঠকে বসবেন। এবারের পোপ নির্বাচনের ফলাফল আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি অনিশ্চিত।
এবারের বৈঠকে অংশ নেওয়া কার্ডিনালদের বেশির ভাগই আগে কোনো পোপ নির্বাচনে অংশ নেননি। তাদের ৮০ শতাংশই গত ১২ বছর পোপ ফ্রান্সিসের হাতে নিয়োগ পেয়েছেন। চার্চের বৈচিত্র্য বাড়ানোর চেষ্টায় ইরান, আলজেরিয়া, মঙ্গোলিয়া এবং দক্ষিণ আমেরিকা থেকে কার্ডিনাল নিয়োগ দেন পোপ ফ্রান্সিস। ফলে কার্ডিনাল কলেজে ইউরোপ-আমেরিকার একক আধিপত্য কিছুটা কমেছে। ২০১৩ সালে ইউরোপীয় কার্ডিনালের হার ছিল ৫০ শতাংশের বেশি, এখন যা নেমে এসেছে ৩৯ শতাংশে। এশিয়া আর লাতিন আমেরিকা থেকেও এখন ১৮ শতাংশ করে প্রতিনিধি আছেন।
পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের পর এখন রোমান ক্যাথলিক চার্চে চলছে ‘নোভেনদিয়ালি’ নামে ৯ দিনের আনুষ্ঠানিক শোক পালন। ভ্যাটিকানের নিয়ম অনুযায়ী, পোপের মৃত্যুর পর ১৫ থেকে ২০ দিনের মধ্যে কনক্লেভ শুরু করতে হয়। সব কার্ডিনাল আগেভাগে পৌঁছে গেলে কনক্লেভ আগেও শুরু করা যায়। আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে কনক্লেভ শুরু হওয়ার কথা থাকলেও এরই মধ্যে ভ্যাটিকানের করিডোর, বাগান আর ডাইনিং রুমে শুরু হয়েছে গোপন আলোচনা আর লবিং।
কনক্লেভ শুরু হওয়ার পর দ্রুত প্রথম ভোট হবে। প্রতিদিন সকাল আর বিকেলে ভোট হবে, যতক্ষণ না কোনো প্রার্থী দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে জিতে যান। ১৩০০ শতকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘ কনক্লেভ চলেছিল ২ বছর ৯ মাস। দ্য গার্ডিয়ান।