ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির ২০২৫-২৭ মেয়াদে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে চ্যানেল আইয়ের আহসান কামরুল ও সাধারণ সম্পাদক হিসেবে সময় টিভির সজিব খান নির্বাচিত হয়েছেন।

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি পদে চ্যানেল আইয়ের আকতার হাবিব ও রূপালী বাংলাদেশেন সেলিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আরটিভির রফিকুল ইসলাম ও আইএনবির আবু রায়হান অর্নব, সাংগঠনিক সম্পাদক পদে জনকণ্ঠের নাজমুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মানবকণ্ঠের আশরাফ তানভীর, কোষাধ্যক্ষ চ্যানেল-২৪ এর জাহিদ হাসান, দফতর সম্পাদক সময় টিভির ওমর ফারুক, আইন সম্পাদক দেশের ডাক'র আমজাদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিউজ টুয়েন্টিফোর টিভির জুবায়ের আহমাদ সাব্বির, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পিআইবির শিপন মীর, কর্মসংস্থান সম্পাদক পদে ঢাকা ট্রিবিউনের আরিফুল ইসলাম সাব্বির, কল্যাণ সম্পাদক বিটিভি নিউজের রিয়াদ মোস্তফা, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে বাংলাভিশনের নাজমুল নিশান, নারী বিষয়ক সম্পাদক প্রতিদিনের বাংলাদেশ'র ফারহানা বহ্নি।

আরো পড়ুন:

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা মামলায় ৩ সাংবাদিক খালাস

দৈনিক ভোরের কাগজের প্রকাশনা বন্ধের প্রতিবাদ ডিআরইউয়ের

এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন প্রতিদিনের বাংলাদেশ'র আহমেদ ফেরদাউস খান, আজকের পত্রিকার শিহাব আহমেদ, একুশে সংবাদের সম্রাট কবির, কিন্ডারবুকস'র জাকির উসমান, যমুনা টিভির সাইফ আহমেদ সনি এবং আজকের পত্রিকার হাসান সিকদার। 

ঢাকা/মামুন/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আহম দ

এছাড়াও পড়ুন:

সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় আড়াই কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তাঁর স্ত্রী ঊষা রানী চন্দের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম ও মাহমুদুল হাসান শুভ্র বাদী হয়ে সোমবার দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করেন।

রকিবুল ইসলামের দায়ের করা মামলায় আসামি শুধু নারায়ণ চন্দ। এ মামলায় তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৩৭৭ টাকার সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।

মাহমুদুল হাসান শুভ্রর দায়ের করা মামলায় নারায়ণ চন্দ এবং তাঁর স্ত্রী রাজিবপুর মৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঊষা রানী চন্দকে আসামি করা হয়েছে। এ মামলায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৬২ লাখ ৪৩ হাজার ২১১ টাকার সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ