বগুড়ায় আলু ঘাটি নিয়ে মারামারি, থানায় পাল্টাপাল্টি অভিযোগ
Published: 21st, January 2025 GMT
বগুড়ার শাজাহানপুরে ইসলামী জালসায় আলু ঘাটি নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে পক্ষ দুটি। গতকাল সোমবার ও মঙ্গলবার (২১ জানুয়ারি) অভিযোগ দুটি দায়ের হয়।
জানা যায়, গত ১৭ জানুয়ারি উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া দাখিল মাদরাসা মাঠে ইসলামী জলসায় এলাকার লোকজনকে খাওয়ানোর জন্য আলু ঘাটির ব্যবস্থা করা হয়। রাত ৩টার দিকে জোকা গ্রামের আব্দুল খালেকের তিন ছেলে আরিফুল ইসলাম, তাজুল ইসলাম ও আব্দুল মমিন ফুত্তু আলু ঘাটির পরিমাণে একটি বেশি অংশ নেওয়ার জন্য জোর জবরদস্তি করেন। এনিয়ে একই এলাকার আতিকুর রহমান বাবু, তরিকুল ইসলাম খোকনসহ স্থানীয় ব্যক্তিরা তাতে বাধা দেন।
একপর্যায়ে আব্দুল খালেকের ছেলেরা তাদের লোকজন নিয়ে আতিকুর রহমান বাবু, তরিকুল ইসলাম খোকনসহ কয়েকজনকে মারধর করেন। এই ঘটনার জেরে গতকাল সোমবার (২০ জানুয়ারি) স্থানীয় নারী-পুরুষরা তাজুল ও আব্দুল মমিন ফুত্তুর ওপর হামলা করে। এসময় তাজুল ইসলাম দৌঁড়ে পালিয়ে গেলেও আব্দুল মমিন ফুত্তুকে স্থানীয়রা মারধর করেন। মারধরে আব্দুল মমিন ফুত্তু আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
আরো পড়ুন:
গাছের মালিককে পেটাল রস চোররা
বিজিবিকে মেরে মহিষ ছিনিয়ে নিলেন বিএনপির নেতাকর্মীরা
এ ঘটনায় মঙ্গলবার আতিকুর রহমান বাবু নামে নামে এক ব্যক্তি থানায় অভিযোগ করেন। এর আগে গতকাল সোমবার আরিফুল ইসলাম নামে অপর এক ব্যক্তি থানায় অভিযোগ দেন।
শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন, “দুই পক্ষই অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/বগুড়া/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম রধর ল ইসল ম
এছাড়াও পড়ুন:
সম্পর্ক খারাপ হয় এমন বক্তব্য এড়িয়ে যাওয়ার আহ্বান ভারতের প্রধানমন্ত্রীর
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রথমবারের মতো আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা-দিল্লি সম্পর্ক খারাপ হয় এমন বক্তব্য পরিহার করার আহ্বান জানিয়েছেন। নরেন্দ্র মোদি আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে ভারত এমন এক গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক, স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় যেখানে নির্বাচনের একটি ভূমিকা রয়েছে।
আজ শুক্রবার দুপুরে ব্যাংককের সাংরিলা হোটেলে ইউনূস-মোদি বৈঠকের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এসব তথ্য জানান। থাইল্যান্ডের রাজধানীতে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন শেষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনের শুরুতে বিক্রম মিশ্রি বক্তব্য দেন। এরপর তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক