২০২৫ সালে মুক্তি পাচ্ছে হলিউডের আলোচিত যে ২৫ সিনেমা
Published: 21st, January 2025 GMT
২০২৫ সালের জন্য নানা রকমের সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, যেগুলোর মধ্যে রয়েছে হলিউডের বিখ্যাত মুভি সিরিজের নতুন কিস্তি। চলচ্চিত্রপ্রেমীদের জন্য নতুন নতুন ধামাকা নিয়ে হাজির হচ্ছেন বিশ্বখ্যাত চলচ্চিত্র পরিচালক বং জুন-হো, পল থমাস অ্যান্ডারসন এবং রায়ান কুগলারসহ আরও অনেকেই। সুপারম্যান, অ্যাভাটার, ব্রিজেট জোনস, অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ, সুপারম্যানসহ বহুল প্রতীক্ষিত সিনেমা এ বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে।
কোন কোন সিনেমা মুক্তি পাওয়ার পথে আছে, কবে মুক্তি পাবে, কারা কারা সিনেমায় থাকছেন তা জেনে নেওয়া যাক।
এলিও
এলিও এর প্রধান চরিত্র হলো এলিও। একটি লাজুক ছেলে যে মহাকাশ নিয়ে ভীষণ আগ্রহী। তার স্বপ্ন সত্যি হয় যখন তাকে টেলিপোর্ট করে নিয়ে যাওয়া হয় কমিউনিভার্সে, যা বিভিন্ন গ্রহের বুদ্ধিমান প্রাণীদের মহাকাশিক কেন্দ্র। কিন্তু সমস্যা হয় তখন, যখন সেই প্রাণীরা তাকে পৃথিবীর সর্বোচ্চ নেতা মনে করে।
ডোমি শি পরিচালিত এই সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পাবে বলে ধারণা করা যাচ্ছে। এটি পিক্সারের ২০২৪ সালের সর্বাধিক আয়কারী সিনেমা ইনসাইড আউট ২-এর মতো সাফল্য পাবে কি না, তা সময়ই বলে দেবে।
সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের জুন মাসে।
ব্রিজেট জোনস: ম্যাড অ্যাবাউট দ্য বয়
২৪ বছর পর, ব্রিজেট জোনস'স ডায়রির পরিণত চরিত্র হিসেবে আবারও রেনি জেলওয়েগার ফিরছেন। তবে এবার ফিরছেন মধ্যবয়সী ব্রিজেট হিসেবে। হেলেন ফিল্ডিংয়ের ২০১৩ সালের উপন্যাস ব্রিজেট জোনস: ম্যাড অ্যাবাউট দ্য বয়-এর ওপর ভিত্তি করে তৈরি এই রোমান্টিক কমেডিতে ব্রিজেট একজন বিধবা। কারণ তার স্বামী মার্ক (কলিন ফার্থ) মারা গেছেন, এবং তিনি দুটি ছোট শিশুর মা। তার সহকর্মী একদিন তাকে বলেন, আমি তোমার জন্য ডেটিং অ্যাপস টিন্ডারে অ্যাকাউন্ট খুলে দিয়েছি। এরপর তিনি দুজন পুরুষকে ডেট করেন। একজন স্কুল শিক্ষিক ওয়ালাকার (চিওটেল এজিওফোর) এবং অন্যজন ২৯ বছর বয়সী রক্সটার (লিও উডঅল)। পরের গল্প সিনেমাতেই দেখার জন্য অপেক্ষা করা ভালো।
সিনেমাটি সামনের মাসে আমেরিকায় ১৩ ফেব্রুয়ারি ও ১৪ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে মুক্তি পাবে।
সিনার্স
মাইকেল বি.
গল্পের প্রেক্ষাপট: একটি সমস্যা থেকে মুক্তি পেতে দক্ষিণে নিজের শহরে ফিরে আসে এক ভাই। কিন্তু সেখানে তাকে মুখোমুখি হতে হয় জিম ক্রো আইনের সহিংসতা, সাপ, এবং অতিপ্রাকৃত মন্দ শক্তির।
সিনেমায় আরও আছেন হেইলি স্টেইনফেল্ড, জ্যাক ওকনেল, ডেলরয় লিন্ডো এবং উনমি মোসাকু। রায়ান কুগলারের প্রতিটি চলচ্চিত্র সাফল্য পেয়েছে, এবং সিনার্স সেই ধারাবাহিকতা বজায় রাখবে বলেই মনে হয়।
সিনেমাটি ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মুক্তি পাবে।
এফ ওয়ান
এফ ওয়ান-এ ব্র্যাড পিট অভিনয় করেছেন ১৯৯০-এর দশকের একজন রেসিং চ্যাম্পিয়নের ভূমিকায়, যিনি অবসর ভেঙে এক নবীন রেসারকে প্রশিক্ষণ দেন। নবীন চরিত্রে অভিনয় করেছেন ড্যামসন ইড্রিস। ছবিটির বিশেষ আকর্ষণ হলো এটি বাস্তব রেসিং সার্কিটে শুট করা হয়েছে এবং এতে অংশ নিয়েছেন বেশ কয়েকজন আসল ফর্মুলা ওয়ান রেসার।
আরেকটি মজার বিষয় হলো, এটি টপ গান: ম্যাভেরিক টিমকে পুনরায় একত্রিত করেছে। এর মধ্যে আছেন পরিচালক জোসেফ কোসিনস্কি, স্ক্রিনরাইটার এহরেন ক্রুগার, প্রযোজক জেরি ব্রাকহাইমার এবং সুরকার হান্স জিমার। তবে টম ক্রুজ এখানে নেই, যিনি ডেজ অব থান্ডারে রেসিং ড্রামায় অভিনয় করেছিলেন। কেন ক্রুজ এখানে যোগ দেননি এ নিয়েও প্রশ্ন উঠছে।
সিনেমাটি জুন মাসে মুক্তি পাবে।
এ বিগ বোল্ড বিউটিফুল জার্নি
মারগট রবি এবং কলিন ফারেল অভিনীত এই রোমান্টিক ফ্যান্টাসি সিনেমার পরিচালনা করেছেন কোগোনাদা এবং চিত্রনাট্য লিখেছেন সেথ রেইস।
ছবিটিতে আরও অভিনয় করেছেন লিলি রাবে, জোডি টার্নার-স্মিথ এবং ফিবি ওয়ালার-ব্রিজ। সিনেমাটি নিয়ে সনি পিকচার্সের চেয়ারম্যান টম রথম্যান বলেছেন, দর্শকরা মৌলিকতার জন্য অধীর হয়ে আছে।
সিনেমাটি মুক্তি পাবে ৯ মে।
দ্য রানিং ম্যান
স্টিফেন কিংয়ের রিচার্ড বাচম্যান ছদ্মনামে লেখা ১৯৮২ সালের উপন্যাস দ্য রানিং ম্যান-এর নতুন রূপান্তর আসছে। এই উপন্যাস অবলম্বনে ১৯৮৭ সালে একটি অ্যাকশন ফিল্ম তৈরি হয়েছিল, যেখানে আরনল্ড শোয়ার্জনেগার অভিনয় করেছিলেন। এবার গ্লেন পাওয়েল, ক্যাটি ও ব্রায়ান, জোশ ব্রোলিন এবং মাইকেল অভিনীত এই সংস্করণ স্কুইড গেমের মতো হতে পারে।
সিনেমাটি মুক্তি পাবে নভেম্বর মাসে।
অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ
অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার মুক্তির মাত্র তিন বছর পর অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ মুক্তি পেতে চলেছে। পরিচালকের দৃষ্টিকোণ থেকে এটি খুব কম সময়ের মধ্যে তৈরি। কারণ প্রথম দুটি অ্যাভাটার ছবির মাঝে ছিল ১৩ বছরের ব্যবধান। অ্যাভাটার ও টাইটানিকের মাঝে ছিল ১২ বছরের ব্যবধান। তার শেষ তিনটি ছবি- টাইটানিক এবং অ্যাভাটারের দুই পর্ব বিশ্বব্যাপী চারটি সর্বোচ্চ আয়কারী ছবির মধ্যে রয়েছে।
এই ছবিতে স্যাম ওয়ার্থিংটন এবং জো সালদানা আবারও ফিরছেন নীল-চামড়ার নাভি চরিত্রে। এবার তারা মুখোমুখি হবে আগ্নেয়গিরির আশেপাশে বসবাসকারী অ্যাশ পিপল নামে পরিচিত এক দুষ্ট নাভি গোষ্ঠীর।
সিনেমাটি মুক্তি পাবে এই বছরের শেষে ডিসেম্বর মাসে।
২৮ ইয়ার্স লেটার
২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ২৮ ডেজ লেটারে কিলিয়ান মারফি অভিনয় করেন ভাইরাসে আক্রান্ত এক চরিত্রে। বর্তমান পোস্ট-প্যান্ডেমিক বিশ্বে ছবিটি আগের চেয়ে আরও বেশি প্রাসঙ্গিক। এবার সেই গল্পের সিক্যুয়েল আসছে, যা হতে পারে বাস্তব দুঃস্বপ্নের মতো।
ড্যানি বয়েল পরিচালিত এবং অ্যালেক্স গারল্যান্ড রচিত এই ছবিতে অ্যারন টেইলর-জনসন অভিনয় করেছেন। জোডি কোমার এবং রালফ ফাইনসও এতে অভিনয় করেছেন।
যদিও কিলিয়ান মারফির চরিত্রের জম্বি রূপে ফেরার গুজব উড়িয়ে দেওয়া হয়েছে, তবু দর্শকদের উত্তেজনা প্রমাণ করে, তারা সিনেমাটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ২০ জুন।
মিকি ১৭
প্যারাসাইটের পরিচালক বং জুন-হো এবার নিয়ে আসছেন তার বহুল প্রতীক্ষিত নতুন সিনেমা মিকি ১৭। এটি এডওয়ার্ড অ্যাশটনের উপন্যাস অবলম্বনে নির্মিত একটি সায়েন্স-ফিকশন থ্রিলার। গল্পের কেন্দ্রে আছেন মিকি (রবার্ট প্যাটিনসন), যিনি একজন এক্সপেন্ডেবল শ্রমিক হিসেবে মহাকাশ অভিযানে যোগ দেন। মারা গেলে তাকে বারবার ক্লোন করা হয়। তবে সমস্যার শুরু হয় যখন একসঙ্গে একাধিক মিকি জীবিত থাকে।
সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের মার্চ মাসে।
পল থমাস অ্যান্ডারসনের শিরোনামহীন চলচ্চিত্র
পল থমাস অ্যান্ডারসনের আসন্ন ছবির বিষয়ে সবকিছুই প্রায় গোপন রাখা হয়েছে। জানা গেছে, সিনেমাটি আইম্যাক্সে মুক্তি পাবে এবং এতে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, শন পেন, রেজিনা হল, তেয়ানা টেলর এবং আলানা হাইম। সবচেয়ে প্রচলিত রিউমর হলো, এটি থমাস পিনচনের ১৯৯০ সালের রাজনৈতিক উপন্যাস ভিনল্যান্ড অবলম্বনে নির্মিত।
সিনেমাটি মুক্তি পাবে ২০২৫ সালের ৮ আগস্ট।
ওয়েক আপ ডেড ম্যান
ড্যানিয়েল ক্রেগ হয়তো তার শেষ বন্ড সিনেমাটি করে ফেলেছেন, কিন্তু তিনি বেনোয়া ব্ল্যাঙ্ক চরিত্রে অভিনয় চালিয়ে যেতে বেশ খুশি বলে মনে হচ্ছে। ধাঁধা সমাধান করা এই গোয়েন্দা ওয়েক আপ ডেড ম্যানে আবার ফিরে আসছেন। সিনেমাটি আবারও লিখেছেন এবং পরিচালনা করেছেন রিয়ান জনসন।
এই সিনেমার কাস্টও যথারীতি তারকাখচিত: সম্ভাব্য খুনি হিসেবে অভিনয় করছেন জোশ ব্রোলিন, থমাস হেইডেন চার্চ, মিলা কুনিস, জেরেমি রেনার, অ্যান্ড্রু স্কট এবং কাইলে স্পেইনি। বেনোয়ার সঙ্গী হিসেবে হিউ গ্রান্ট কি আবার সিনেমায় ফিরবেন কি না তা অজানা।
সিনেমাটির মুক্তি চলতি বছর হলেও তার তারিখ এখনও জানা জায়নি।
দ্য ব্রাইড
ম্যাগি গিলেনহালের পরিচালনা দক্ষতা প্রথম সিনেমা দ্য লস্ট ডটার (২০২১)-এর মাধ্যমে প্রমাণিত হয়েছিল। এবার তিনি আরও সাহসী পদক্ষেপ নিয়েছেন দ্য ব্রাইড অব ফ্রাঙ্কেনস্টাইনের একটি কল্পনাপ্রসূত রূপান্তর নিয়ে, যার পটভূমি ১৯৩০ সালের শিকাগো। ক্রিশ্চিয়ান বেল অভিনয় করছেন মনস্টারের চরিত্রে, যাকে তার জন্য উপযুক্ত একটি সঙ্গী প্রয়োজন, এবং জেসি বাকলি হচ্ছেন সেই ব্রাইড। ১৯৩৫ সালের ক্লাসিক সিনেমার কিছু ছায়া এই গল্পে রয়েছে। চরিত্রে আরও রয়েছেন অ্যানেট বেনিং, পেনেলোপ ক্রুজ এবং সার্সগার্ড।
সিনেমাটি আরও মুক্তি পাবে ২৬ সেপ্টেম্বরে।
রুফম্যান
ডেরেক সিয়ানফ্রান্স পরিচালিত এই ব্যতিক্রমী সত্য ঘটনায় চ্যানিং টাটাম অভিনয় করছেন বাস্তব জীবনের জেফ্রি ম্যানচেস্টারের চরিত্রে। তিনি ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁর ছাদে ছিদ্র করে ডাকাতি করতেন। সিনেমাটি তার জীবনের সেই সময়কে কেন্দ্র করে, যখন তিনি ওই অপরাধের জন্য জেল থেকে পালিয়ে গিয়েছিলেন।
কাহিনির আরেকটি দিক হলো, তিনি পালিয়ে টয় স্টোরে লুকিয়ে থাকতেন, বেবি ফুড ও ক্যান্ডি খেয়ে বেঁচে থাকতেন এবং রাতে সাইকেল চালিয়ে ব্যায়াম করতেন।
কিরস্টেন ডান্সট অভিনয় করছেন লি নামে এক একক মায়ের চরিত্রে। জুনো টেম্পল, পিটার ডিংকলেজ, লেকিথ স্ট্যানফিল্ড এবং বেন মেনডেলসনও এই অনবদ্য কাহিনিনির্ভর সিনেমায় অভিনয় করেছেন।
সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ৩ অক্টোবর।
মিশন: ইম্পসিবল–দ্য ফাইনাল রেকনিং
এই সিনেমাটি কি মিশন: ইম্পসিবল সিরিজের শেষ অধ্যায় হতে চলেছে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অ্যাকশন-এস্পিওনাজ এই সিরিজটি শুরু হয়েছিল ১৯৯৬ সালে, এবং এর তারকা টম ক্রুজ এখন ৬২ বছর বয়সী।
সিরিজের পূর্ববর্তী চলচ্চিত্র, ডেড রেকনিং পার্ট ওয়ান, ২০২৩ সালে বক্স অফিসে আশানুরূপ সাফল্য আনতে ব্যর্থ হয়েছিল। ফলে টম ক্রুজ এবং তার লেখক-পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারি হয়তো চাচ্ছেন দর্শকরা এটিকে একটি স্বতন্ত্র ব্লকবাস্টার হিসেবে দেখুক, চলমান গল্পের দ্বিতীয় অধ্যায় হিসেবে নয়।
সিনেমাতে ইথান হান্ট এবং তার দল বিশ্বজুড়ে ছুটে বেড়াবেন, বিস্ফোরণ এবং গুপ্তঘাতকের হাত থেকে বাঁচবেন, আর তাদের মিশন হবে একটি ধ্বংসাত্মক এআই কে থামানো।
সিনেমাটি মুক্তি পাবে মে মাসে।
উইকড: ফর গুড
বক্স অফিসে অর্ধ-বিলিয়নেরও বেশি আয়ের পর, এই চলচ্চিত্রটির জন্য একটি বিশাল দর্শকগোষ্ঠী অপেক্ষা করছে, তা বলার অপেক্ষা রাখে না। পূর্বে উইকেড পার্ট ২ নামে পরিচিত এই চলচ্চিত্রটির নতুন নাম নেওয়া হয়েছে সংগীত নাটকের দ্বিতীয় অংশের একটি ডুয়েট গান থেকে, যা এলফাবা এবং গ্লিন্ডা গেয়েছিল। এটি প্রথম অংশের এক বছর পর মুক্তি পাচ্ছে।
সিনেমাটির মুক্তির তারিখ ২১ নভেম্বর
দ্য বালাড অব এ স্মল প্লেয়ার
২০২৪ সালের সেরা চলচ্চিত্রগুলোর একটি কনক্লেভ এবং ২০২২ সালে অস্কারজয়ী অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্টের পর এডওয়ার্ড বার্গার এমন একজন পরিচালক হয়ে উঠেছেন যার চলচ্চিত্রগুলো বছরের প্রতিশ্রুতিশীল কাজের তালিকায় শীর্ষে অবস্থান করে। এবার তিনি আরও একটি দুর্দান্ত কাস্ট নিয়ে এসেছেন এই ড্রামাটিক সিনেমার জন্য, যেখানে অভিনয় করেছেন কলিন ফারেল এবং টিল্ডা সুইনটন।
সিনেমায় কলিন ফারেল একজন উচ্চবিত্ত জুয়াড়ির ভূমিকায় অভিনয় করছেন, যিনি ঋণে জর্জরিত হয়ে পালিয়ে ম্যাকাওতে আত্মগোপন যান। তবে তিনি একজন প্রতারকও, যিনি নিজেকে লর্ড ডয়েল নামে একজন অভিজাত ব্যক্তিত্ব হিসেবে পরিচয় দেন। এই গল্পটি ২০১৪ সালে লরেন্স অসবোর্নের লেখা একটি উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি।
সিনেমাটি মুক্তির তারিখ দ্রুতই ঘোষণা করা হবে।
লাভ হার্টস
কী হুয়ি কুয়ানের ফিরে আসার গল্পটি হলিউডের অন্যতম হৃদয়স্পর্শী ফিরে আসার গল্প। শিশু অভিনেতা হিসেবে তিনি ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য টেম্পল অফ ডুম এবং দ্য গুনিসে অভিনয় করেছিলেন। এরপর সিনেমা বিমুখ হয়ে পড়েন। প্রায় ২০ বছর পর, অভিনয়ে ফিরে আসার সিদ্ধান্ত নেন কুয়ান। এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্সে অভিনয়ের জন্য তিনি অস্কার জিতে নেন।
এবার তিনি একটি সম্পূর্ণ নিজের সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন। লাভ হার্টসে কুয়ান মৃদুভাষী এস্টেট এজেন্ট মারভিন গ্যাবলের চরিত্রে অভিনয় করছেন, যিনি তার অপরাধমূলক অতীত গোপন করে রাখেন। কিন্তু তার গ্যাংস্টার ভাই (ড্যানিয়েল উ) যখন তার বাড়িতে দুইজন গুণ্ডা পাঠায়, তখন মারভিনের আর কোনো উপায় থাকে না; তাকে আবার তার মার্শাল আর্টের দক্ষতা দেখাতে হয়।
যদিও গল্পটি খুব বেশি নতুন নয়, তবে লাভ হার্টস একটি মজার এবং রোমাঞ্চকর সিনেমা বলে মনে হচ্ছে। তার ওপর এটিতে সহ-অভিনেত্রী হিসেবে রয়েছে আরিয়ানা ডি বোস। যিনি ২০২২ সালে ওয়েস্ট সাইড স্টোরিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতেছিলেন। এটি এমন একটি অ্যাকশন কমেডি যেখানে দুটি প্রধান চরিত্রেই অস্কারজয়ী অভিনয়শিল্পীরা রয়েছেন।
সিনেমাটির মুক্তি পাবে ফেব্রুয়ারি মাসে।
ফ্র্যাংকেনস্টাইন
গুইলারমো দেল তোরো অনেক আগে থেকেই দারুণ মানসম্পন্ন হরর সিনেমা তৈরি করে আসছেন। ১৯৯৩ সালে ক্রোনোস থেকে শুরু করে তিনি এই ঘরানার চলচ্চিত্রে নিজের স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। ফিল্মে ড. ফ্রাঙ্কেনস্টাইনের চরিত্রে অভিনয় করেছেন অস্কার আইজ্যাক, যার চোখে একটি উন্মাদ এবং শয়তানি চিন্তা রয়েছে। দানবের ভূমিকায় দেখা যাবে জ্যাকব এলর্ডিকে। সিনেমাটি শেলির ১৮১৮ সালের উপন্যাসের প্রতি বিশ্বস্ত থেকে তৈরি হয়েছে, যেখানে ক্লাসিক ১৯৩১ সালের ফ্রাঙ্কেনস্টাইন সিনেমার ল্যাবের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে।
ফ্রাঙ্কেনস্টাইনের অনেক চলচ্চিত্র থাকলেও, দেল তোরোর নির্মাণশৈলী দেখার জন্য অপেক্ষা করাই যায়।
সিনেমাটি মুক্তি পাবে এ বছরই।
দ্য ফ্যানটাস্টিক ফোর
মার্ভেলের সুপারহিরো চলচ্চিত্রগুলো ২০১৯ সালে অ্যাভেঞ্জার্স: এন্ডগেম মুক্তির পর আর আগের মতো গতি ফিরে পায়নি। ২০২৩ সালে স্টুডিও দুটি বড় ব্যর্থতার মুখোমুখি হয়েছিল। ২০২৪ সালে মার্ভেলের একমাত্র চলচ্চিত্র ছিল ডেডপুল অ্যান্ড উলভারিন, যেখানে ডিজনির মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের পরিবর্তে অন্য স্টুডিওর চরিত্রগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছিল। তবে ২০২৫ সালে মার্ভেল তিনটি সম্ভাব্য ব্লকবাস্টার চলচ্চিত্র নিয়ে ফিরে আসার আশা করছে।
সিনেমাটির মুক্তি পাবে জুলাই মাসে।
সুপারম্যান
২০২৫ সালে হলিউডের দুটি প্রধান সুপারহিরো চলচ্চিত্র স্টুডিওই তাদের নতুন পরিকল্পনা নিয়ে ফিরে আসছে। মার্ভেল তার গল্পগুলো নতুন চরিত্রের ওপর আবদ্ধ রাখবে। তবে এগুলো আগের সব মার্ভেল চলচ্চিত্রের কাল্পনিক ইউনিভার্সে দেখা যাবে। কিন্তু ডিসি তার প্লট পুরোপুরি পরিষ্কার করছে। যার মানে হলো, হেনরি ক্যাভিলের সুপারম্যান, বেন অ্যাফলেকের ব্যাটম্যান, গাল গ্যাডোটের ওন্ডার ওম্যান এবং বাকি সব চরিত্র আর দেখা যাবে না। সম্ভবত এটি সেরা সিদ্ধান্ত।
সিনেমাটি মুক্তি পাবে জুলাই মাসে।
ম্যাটেরিয়ালিস্টস
সেলিন সঙের প্রথম চলচ্চিত্র, পাস্ট লাইভস (২০২৩) একটি সূক্ষ্ম ড্রামা ছিল। নিশ্চিতভাবেই সেলিন সঙ তার পরবর্তী সিনেমা মেটেরিয়ালিস্টসএ একটি হালকা রোমান্টিক কমেডি নিয়ে আসছেন, যেখানে ডাকোটা জনসন লুসি চরিত্রে অভিনয় করছেন। লুসি একজন ম্যাচমেকার, যিনি নিজের রোমান্টিক সমস্যার সম্মুখীন হন। তাকে সিদ্ধান্ত নিতে হবে সে কি তার জন্য উপযুক্ত সঙ্গীটি বেছে নেবে, যাকে সে নিজের জন্য সাজিয়ে রেখেছে, নাকি সেই প্রাক্তন প্রেমিককে।
ক্রিস ইভানস এবং পেড্রো পাস্কাল এতে অভিনয় করছেন, তাই তার ভুল করার সম্ভাবনা কম। তবে কাহিনিটি একটি সময়োপযোগী প্রশ্ন তুলছে: হৃদয় কি অ্যালগরিদমের চেয়ে বেশি শক্তিশালী?
সিনেমার মুক্তি হতে পারে চলতি বছরেই।
গোল্ডেন
সিনেমাটির পরিচালনা করছেন মিশেল গন্ড্রি, যিনি এটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ডের মতো ফরাসি জিনিয়াস। সিনেমাটির চরিত্রে রয়েছেন হ্যালি বেইলি , ডাভাইন জয় র্যান্ডলফ, কুইন্টা ব্রানসন, জানেল মোনা এবং মিসি এলিয়ট নিজেই। সিনেমার গানের সুর দিয়েছেন ফ্যারেল। সহকারী হিসেবে রয়েছেন বেনজ প্যাসেক এবং জাস্টিন পল । তাই গোল্ডেন ২০২৫ সালের সেরা সাউন্ডট্র্যাক অ্যালবামের একটি হতে চলেছে বলেই অনুমেয়।
সিনেমাটি মুক্তি পাচ্ছে এ বছরের মে মাসে।
স্নো হোয়াইট
এ বছর কার্টুনের লাইভ-অ্যাকশন রিমেকগুলোর জন্য বড় একটি বছর হতে চলেছে। মে মাসে ডিজনি লিলো অ্যান্ড স্টিচ রিলিজ করবে, এবং একই মাসে ইউনিভার্সাল/ড্রিমওয়ার্কস হাউ টু ট্রেন ইউর ড্রাগন রিলিজ করবে। যদিও ধারণা করা যায়, স্টিচ এবং ড্রাগন আসলে লাইভ-অ্যাকশন নয়, বরং সিজিআই (কম্পিউটার জেনারেটেড ইমেজ) হবে। তবে সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকা রিমেকটি হচ্ছে ডিজনির স্নো হোয়াইট সিনেমা।
সিনেমাটি মুক্তি পাচ্ছে মার্চ মাসে।
নোয়া বাউম্বাচের চলচ্চিত্র
নোয়া বাউম্বাচ দ্য স্কুইড অ্যান্ড দ্য হোয়েলের লেখক এবং পরিচালক। নেটফ্লিক্স এখনও বলতে পারছে না, এই মুহূর্তে তিনি কী করছেন। তার নতুন সিনেমায় এমন কিছু অভিনেতা রয়েছেন, যাদের আপনি সাধারণত একসাথে একই ছবিতে দেখতে আশাও করবেন না তবে সেটিই হয়ত হতে পারে। জর্জ ক্লুনি বাউম্বাচের সঙ্গে তার প্রথম চলচ্চিত্রে অভিনয় করেছেন, সঙ্গে আছেন অ্যাডাম স্যান্ডলার। যিনি পরিচালক বাউম্বাচের দ্য মেয়েরোইটজ স্টোরিজের প্রধান চরিত্র ছিলেন।
সিনেমাটি মুক্তি পাবে ২০২৫ সালেই।
মাদার মেরি
ডেভিড লোয়ারি পরিচিত তার এক্সপেরিমেন্টাল সুপারন্যাচারাল ড্রামাগুলির জন্য। যেমন এ গোস্ট স্টোরি। এটি মৃত্যু পরবর্তী জীবনকে একটি ভূতের দৃষ্টিকোণ থেকে দেখিয়েছিল। তবে তার সর্বশেষ চলচ্চিত্র নিয়ে তিনি নিজেও কিছুটা বিভ্রান্ত। মাদার মেরি সিনেমা একটি এপিক মেলোড্রামা। এতে কী দেখা যাবে তা দেখতে হলে অপেক্ষা করতে হবে।
সিনেমাটি মুক্তি পাচ্ছে ২০২৫ সালেই।
উৎস: Samakal
কীওয়ার্ড: চলচ চ ত র স ন ম র খবর র চলচ চ ত র ২০২৫ স ল কল ন ফ র অ য কশন বছর পর পর চ ল র জন য র পর চ কর ছ ন প রথম সমস য বছর র আসছ ন র একট এ বছর র ওপর
এছাড়াও পড়ুন:
কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা, অংশ নিয়ে ইংল্যান্ড ভ্রমণের সুযোগ
প্রতিবারের মতো এ বছরও কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতার আবেদন গ্রহণ শুরু হয়েছে। এ রচনা প্রতিযোগিতা বিশ্বের অন্যতম পুরনো একটি রচনা প্রতিযোগিতা। প্রতিবছর হাজারেরও বেশি মানুষ এ প্রতিযোগিতায় আবেদন অংশ নেন। বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
২০২৫ সালের কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে ইংল্যান্ড ভ্রমণের সুযোগ মিলবে। এই সৃজনশীল রচনা লেখা তরুণদের অর্জন ও কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার এবং তাঁদের কণ্ঠকে উন্নত করা ও দক্ষতা বিকাশের একটি উপায়।
আরও পড়ুনঅক্সফোর্ডের উইডেনফেল্ড হফম্যান স্কলারশিপ, সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, আইইএলটিএসে ৭–এ আবেদন১৪ ডিসেম্বর ২০২৪৬৫টি দেশের স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক কমনওয়েলথ–এর এই রচনা প্রতিযোগিতায় দুটি ক্যাটাগরিতে অংশ নেওয়ার সুযোগ আছে। প্রতিটি ক্যাটাগরি থেকে দুজন করে মোট চারজন অংশগ্রহণকারী পাবেন এক সপ্তাহের জন্য ইংল্যান্ড ভ্রমণ করার সুযোগ। লন্ডনের রয়্যাল প্যালেসে একটি বিশেষ পুরস্কার বিতরণীতে অংশ নিতে পারবেন জয়ীরা। এই বিশেষ পুরস্কার বিতরণীতে সার্টিফিকেট, গোল্ড, সিলভার ও ব্রোঞ্জপদক প্রদান করা হবে। এই রচনা লিখতে কোনো বিশেষ কিংবা শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই।
আরও পড়ুননেদারল্যান্ডসে পড়তে যাওয়ার ৫ কারণ০৭ অক্টোবর ২০২৩রচনা লিখতে হবে ইংরেজিতে। জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরির জন্য আলাদা আলাদা টপিকের ওপর রচনা লিখতে হবে। একজন সর্বোচ্চ একটি টপিকের ওপরই রচনা লিখতে পারবে। রচনার টাইটেল, বাচনভঙ্গি, শব্দচয়ন-নিজের মতো করে লিখতে পারবে। জুনিয়র ক্যাটাগরির জন্য রচনা সর্বোচ্চ ৭৫০ শব্দের হতে পারবে, সিনিয়র ক্যাটাগরির জন্য ১৫০০ শব্দের। রচনা অনলাইনে জমা দিতে হবে। নিজের লেখা রচনা অনলাইনে জমা দিতে হবে। এক জনের অথবা একাধিক জনের রচনা একসঙ্গে জমা দেওয়া যাবে।
*জুনিয়র ক্যাটাগরি
বয়স: ১৪ বছরের নিচে (২৩ মে ২০১১-এর পর জন্ম)
*সিনিয়র ক্যাটাগরি
বয়স: ১৪-১৮ বছর (২৩ মে ২০০৬ থেকে ২৩ মে ২০১১-এর মধ্যে জন্ম)
*রচনা জমার শেষ সময়
২৩ মে ২০২৫ সাল
*রচনা জমা দেওয়ার গাইডলাইন ও অনলাইনে রচনা জমা দিতে ভিজিট করুন।
আরও পড়ুনউচ্চশিক্ষার জন্য চীনে যেতে চান, জেনে রাখুন কিছু বিষয়২৪ অক্টোবর ২০২৩